নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])
নুন আনতে পান্তা ফুরায়
এমনই হালচাল,
মধ্যবিত্ত যে বিড়ম্বনায়
বেঁচে থাকাই তো কাল।
অথচ মন্ত্রী মজে আছেন
ভীষণ রকম সুখে,
পরোয়া করেন না কিছুই-
যা খুশি বলেন মুখে।
"রাতটা পার হয়ে গেলেই,
পার হয়ে গেলে দিন;
মাথাপিছু আয় বেড়ে যাচ্ছে-
থাকছি ভাবনাহীন।
হারিকেন জ্বালিয়েও আজ
দেখা যায় না ভিক্ষুক,
মধ্যম আয়ের দেশে থাকি
বিশ্ব দেখলে দেখুক।"
যখন শুধাব, "তবে কারা
ছুটে টিসিবির পিছু?"
মন্ত্রী মশাই চুপ তখন-
করবেন মাথা নিচু।
হাটে কি কখনো যান তারা?
করেন পণ্যের দর?
মধ্যবিত্তের কী অবস্থা যে;
সেদিকে আছে নজর?
কত লাঞ্ছনা বঞ্চনা নিয়ে
জীবিত থাকতে হয়,
উপর তলার মানুষের
হবে না সে বোধোদয়।
২৪ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ
মালিবাগ, ঢাকা।
০৯ ই মার্চ, ২০২২ সকাল ১১:৩১
রূপক বিধৌত সাধু বলেছেন:
২| ০৯ ই মার্চ, ২০২২ সকাল ১১:৩১
সোনাগাজী বলেছেন:
ঢাকায়?
কোন কিছু ঘটছে, কোন সম্ভাবনা?
০৯ ই মার্চ, ২০২২ সকাল ১১:৩২
রূপক বিধৌত সাধু বলেছেন: দৌঁড়ঝাপ চলছে। দেখি কী হয়।
৩| ০৯ ই মার্চ, ২০২২ সকাল ১১:৪৫
প্রতিদিন বাংলা বলেছেন: আয় বাড়ে ,রিজার্ভ বাড়ে
দ্রব্য মূল্য বাড়ে = সহজ হিসাব
০৯ ই মার্চ, ২০২২ সকাল ১১:৪৭
রূপক বিধৌত সাধু বলেছেন: ও আচ্ছা।
৪| ০৯ ই মার্চ, ২০২২ দুপুর ১২:০৩
মরুভূমির জলদস্যু বলেছেন: সময়ের বাস্তব চিত্র
০৯ ই মার্চ, ২০২২ দুপুর ১২:০৬
রূপক বিধৌত সাধু বলেছেন: অকূল পাথার।
৫| ০৯ ই মার্চ, ২০২২ দুপুর ১:০৯
শূন্য সারমর্ম বলেছেন:
খুব স্বল্পমাত্রার দুভিক্ষ ঢাকায় দেখা যাচ্ছে।
০৯ ই মার্চ, ২০২২ দুপুর ২:০৭
রূপক বিধৌত সাধু বলেছেন: মধ্যবিত্ত শ্রেণি পড়ছে মাইনকাচিপায়।
৬| ০৯ ই মার্চ, ২০২২ দুপুর ২:১২
রাজীব নুর বলেছেন: বাংলাদেশে গরীব মানূষদের সংখ্যা বেশি।
গরীব মানুষ আমার ভালো লাগে না। যদিও আমি নিজেও গরীব।
০৯ ই মার্চ, ২০২২ দুপুর ২:২২
রূপক বিধৌত সাধু বলেছেন: গরীব আমিও।
৭| ০৯ ই মার্চ, ২০২২ দুপুর ২:৫৬
বাকপ্রবাস বলেছেন: জরুরী সংবাদ পত্রের নিউজ সংগ্রহ করার আকুল আকুতি। উন্নয়ন এর সংবাদ এভাবেই সংগ্রহ করতে হয়।
০৯ ই মার্চ, ২০২২ বিকাল ৩:০৬
রূপক বিধৌত সাধু বলেছেন: অবকাঠামোগত উন্নয়ন ঠিক আছে। পাশাপাশি জীবনযাত্রার মানোন্নয়নও দরকার।
৮| ০৯ ই মার্চ, ২০২২ দুপুর ২:৫৭
বাকপ্রবাস বলেছেন: জরুরী সংবাদ পত্রের নিউজ সংগ্রহ করার আকুল আকুতি। উন্নয়ন এর সংবাদ এভাবেই সংগ্রহ করতে হয়।
০৯ ই মার্চ, ২০২২ বিকাল ৩:০৮
রূপক বিধৌত সাধু বলেছেন: ব্যবধানটা আকাশ-পাতাল হয়ে গেলে মুশকিল।
৯| ০৯ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৩৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সমসাময়িক চমৎকার কবিতা।
০৯ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৫৪
রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ।
১০| ০৯ ই মার্চ, ২০২২ বিকাল ৪:০৩
ইসিয়াক বলেছেন: বেঁচে আছি এটাই যেন এখন পরম বিষ্ময়!
দেখার কি কেউ আছে? কেউ নেই।
০৯ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৫৫
রূপক বিধৌত সাধু বলেছেন: মনে হয় দেখার কেউ নেই।
১১| ০৯ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৫৬
মনিরা সুলতানা বলেছেন: আহারে জীবন ঘসটে চলা বিবর্ণ!
উন্নয়ন সকল আলোক।
০৯ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৫৮
রূপক বিধৌত সাধু বলেছেন: প্রদীপের নিচেই অন্ধকার।
১২| ০৯ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৫৮
সোবুজ বলেছেন: সম্পদের সুষম বন্টন হয় নই। উন্নয়ন ঠিকই হয়।কিছু টাউট বাটপার সেই উন্নয়ন নিজেদের পকেটে ভরে ফেলছে।জনগনের ঐক্যবদ্ধ আন্দোলন প্রয়োজন।নয়তো এমন চলতেই থাকবে।এটাই পুঁজিবাদের নিয়ম।বড় পুঁজি ছোট পুঁজিকে খেয়ে ফেলে।এক সময় সে দেশটাকেই খেতে চায়।এই খাওয়ার কোন শেষ নাই।
০৯ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০৫
রূপক বিধৌত সাধু বলেছেন: ধনী আরও ধনী হচ্ছে। গরীব হচ্ছে আরও গরীব। অথচ সম্পদের সুষম বণ্টন প্রয়োজন ছিল। প্রয়োজন ছিল লুটেরাদের কালো হাত ভেঙে গুড়িয়ে দেওয়া।
১৩| ০৯ ই মার্চ, ২০২২ রাত ৮:৪২
মিরোরডডল বলেছেন:
বাস্তবতার নির্মম চিত্র !
থ্যাংকস রূপক ।
০৯ ই মার্চ, ২০২২ রাত ১১:২৬
রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা অবিরাম।
১৪| ০৯ ই মার্চ, ২০২২ রাত ১০:০০
আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু,
নির্মম বাস্তব।
বিপুল অর্থ ব্যয় ( ট্রাক ভাড়া, ডিজেল/পেট্রল খরচ, লোকজনের বেতন ইত্যাদি) করেও টিসিবির এই ব্যর্থ প্রচেষ্টার বিকল্প এবং সাশ্রয়ী হতে পারে অবিলম্বে সমগ্র দেশে "রেশন" সিষ্টেম চালু করা। এক সময় এই রেশন সিষ্টেম চালু ছিলো। সম্ভবত বিশ্ব ব্যাংকের প্ররোচনায় সেটি বাতিল করা হয়েছিলো।
০৯ ই মার্চ, ২০২২ রাত ১১:২৭
রূপক বিধৌত সাধু বলেছেন: সমগ্র দেশে চালু হলে ভালোই হয়।
১৫| ০৯ ই মার্চ, ২০২২ রাত ১১:০৩
তানীম আব্দুল্লাহ্ বলেছেন:
০৯ ই মার্চ, ২০২২ রাত ১১:২৯
রূপক বিধৌত সাধু বলেছেন: পৃথিবীর অন্যান্য দেশে যত বেড়েছে, তারচেয়ে অনেক বেশি বেড়েছে বাংলাদেশে। সরকার সুষ্ঠুভাবে তদারকি করলে জানোয়ারের দল মজুতদারি করতে পারত না।
১৬| ০৯ ই মার্চ, ২০২২ রাত ১১:০৬
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: ''এসব পদ্য ছড়া সব বিএনপিদের অপপ্রচার ....''
তথ্যমন্ত্রীর পক্ষ থেকে আমি বলে দিলাম ।
০৯ ই মার্চ, ২০২২ রাত ১১:৩০
রূপক বিধৌত সাধু বলেছেন: তথ্যমন্ত্রী বাজারে গেলে তো বুঝতে পারবেন। ওনারা তো ওপরতলায় থাকেন।
১৭| ০৯ ই মার্চ, ২০২২ রাত ১১:৪৭
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: তাহলে আপনি বলছে বিএনপি বাজার চালায় , তারাই এইসব করছে ? তের চোদ্দ বছর ধরে সরকার এই জানোয়ারদের কিছুই করতে পারলো না ? এই জানোয়ারদের পরিচয় একটু পরিস্কার করতেন যদি ।
০৯ ই মার্চ, ২০২২ রাত ১১:৫৩
রূপক বিধৌত সাধু বলেছেন: সিন্ডিকেটের গ্যাঁড়াকল! সরকারের প্রশ্রয়ে বেড়ে উঠছে। লাগাম টেনে ধরা হচ্ছে না।
©somewhere in net ltd.
১| ০৯ ই মার্চ, ২০২২ সকাল ১১:৩০
জুল ভার্ন বলেছেন: উন্নয়নে ঝুলে আছে বিশ্ব নারী দিবস!