নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

বেতন ছাড়া চাকরি

২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০০


দেড় মাস হয়ে গেছে। বেতন পাইনি একবারও। বেতন চাইলে তারিখ দেয় শুধু। আজ কাল পরশু। কোচিং ছেড়ে এ চাকরিতে এসেছিলাম মোটামুটি একটা অ্যামাউন্ট পাব। খেয়ে-পরে চলে যাবে। সে আশার গুড়েবালি। একটা টিউশনির টাকা পাইনি। অন্যটায় হাফ দিয়েছে।
চলা কঠিন।

শান্তিনগর মোড়ে বসে আছি। ফেসবুকে ঢুকেছি। হঠাৎ একটা মেসেজ এল। ভিডিও কল এ কাজ করতে চায় এক মেয়ে। আমি শকড। প্রোপিকটা আগেই দেখেছিলাম। এত সুন্দর এক মেয়ে এই কাজ করে! অথচ ওর আইডিতে লেখা মাদ্রাসার শিক্ষিকা। জিগ্যেস করলাম, ”এই কাজ কেন?’’
”অভাবে পড়ে।” মেয়েটা বলল।

সোনালী ব্যাংকের একটা অ্যাকাউন্ট আছে। সামান্য কিছু টাকা জমা। বর্তমান মাসের বাসা ভাড়া বাকি। মালিক তাড়া দিচ্ছে। ভাবলাম টাকাটা তুলি।
গোদের ওপর বিষ ফোঁড়া। কার্ড ইনভ্যালিড দেখায়। হটলাইনে ফোন দিলাম। ওরা জানাল অনেকদিন লেনদেন না করায় কার্ড একটিভ না। একটু সময় লাগবে।
রাতে ফোন দিল। বলল, ”২৪ ঘন্টা পর ট্রাই করুন।”
করলাম। কাজের কাজ কিছু হলো না।
গতমাসে ডাচ বাংলা ব্যাংকের কার্ড আটকেছিল ভুল পাসওয়ার্ড দেওয়ায়। ৪৬০ টাকা জরিমানা দিতে হয়েছিল।

অচেনা নাম্বার থেকে ফোন। ”ভাই, আমি ইমন।”
”বলো।”
”মালিক বাসা ভাড়ার টাকাটা চাচ্ছে।”
বললাম, ”টাকাটা তুলতে পারিনি।”

ছোটন স্যার। সাবেক সহকর্মী। ”স্যার, টাকা-পয়সা আছে?”
”আপনারা কি টাকা ছাড়া কিছু বুঝেন না?”
বেচারা মনক্ষুণ্ণ হলো। এমন কিছু বলব হয়ত ভাবেওনি।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: দুঃখ গাথা!!
ব্যাংক লোনের কিস্তি দিলাম ২৫ তারিখে, বোনের কাছ থেকে ১৫ হাজার ধার করে।
আগমী কাল ওয়াসা বিলের লাস্ট ডেট ১০ হাজার।
আরেকটা লোনের কিস্তি দিতে হবে ২০ হাজার।
ক্রেডিট কার্ডের বকেয়া আছে ৯৮ হাজার।
আগামী মাসে সব শুধ করে দিবো। কিন্তু এই মাসের বাকি ২ দিনে ৩০ হাজার কই পাই?

২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: উপায় একটা হবে নিশ্চয়ই।

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গল্প কোন দিক হতে কোন দিকে ঘুরে গেলো বুঝলাম না!
কথাট গুদের উপর বিষ ফোঁড়া নয়; এটা হবে
গোদের উপর বিষ ফোঁড়া।

২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: গল্প কোন দিক হতে কোন দিকে ঘুরে গেলো বুঝলাম না! ঠিক গল্প না, বিচ্ছিন্ন ঘটনাবলি।
কথাটা গুদের উপর বিষ ফোঁড়া নয়; এটা হবে
গোদের উপর বিষ ফোঁড়া।
তাই হবে।

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ ভোর ৫:০৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: শুনতে খারাপ লাগতে পারে। ঝালমুড়ি বিক্রির কথা চিন্তা করেছেন কখনও? আপনার মত বিপদে থাকলে আমি খুব সম্ভবত এই ব্যবসাতে নেমে যেতাম। এটা মোটামুটি রিস্ক ফ্রি একটা ব্যবসা। পুজি কম লাগে; লাভ তুলনামূলক খারাপ না।

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: চিন্তা করা আর মাঠে নামা তো এক না। ধরেন ঝালমুড়ি বিক্রি করছি; এমন সময় আমার একজন স্টুডেন্ট গার্ডিয়ানসহ সামনে দিয়ে যাচ্ছে। কী বিব্রতকর পরিস্থিতি ভাবতে পারেন?

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:০৮

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা থাকা উচিত । ব্যয়ের এমন অভ্যাস করা উচিত নয় যে, অন্যের কাছে হাত পাততে হয় । প্রতিজ্ঞা করুণ কারো কাছে থেকে কখনো ধার করবেন না । তাহলেই দেখবেন, ধীরে ধীরে সব মানিয়ে যাবে । দুনীতির কারণে বেড়ে চলা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে পাল্লা দিতে দিতে আমারা সকলেই ক্লান্ত তাই .......... আজই ক্রেডিট কাড বন্ধ করুণ । বিবেচনা করে দেখেন আপনার, আমার মতো আয়ের মানুষের ক্রেডিট কার্ডের কি প্রয়োজন রয়েছে ? এমন কোথাও থেকে লোণ নিবো না যে, গলা চেপে ধরবে । চক্রাকারে লোণ বাড়তে থাকবে । ব্যাংক বা লিজিং কোম্পানি থেকে তো নয় ই । শুভ কামনা । ভাল থাকুন ।

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:১৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ডেবিট কার্ড এটা। ক্রেডিট কার্ড নেওয়ার মতো সক্ষমতা হয়নি।

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:২০

বিটপি বলেছেন: হালাল কাজ করতে কখনও লজ্জা পাওয়া উচিৎ না। আপনার স্টুডেন্টের মা সামনে দিয়ে গেলে বলবেন, দুই মাসের বেতন বাকি, তাই এছাড়া কোন উপায় ছিলনা। আপনার জায়গায় আমি হলে এসব কেয়ারই করতাম না।

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: পার্মানেন্ট কিছু একটা করার চেষ্টা করে যাচ্ছি। কিছুই হচ্ছে না।

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:১৬

কালো যাদুকর বলেছেন: আশা করছি দুঃসময় কেটে যাবে শীঘ্রই ৷

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: হলেই ভালো।

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৪৭

মোহামমদ কামরুজজামান বলেছেন: দোয়া ও আশা করি ভাইজান , অচিরেই সমাধান হয়ে যাক/যাবে আপনার সমস্যা ।

যদি সমস্যার মূল কারন আর্থিক এবং অর্থাগম ছাড়া এ সমস্যার সমাধানের সুযোগ কম তবে এ সমস্যায় আমরা সব আমজনতা কম-বেশী ভূক্ত ভোগী । টিউশনি করে টাকা না পাওয়ার ব্যাপারে আমারো কিছু খারাপ অভিজ্ঞতা আছে এবং বাসা ভাড়া দিতে না পেরে একবার জিনিষপত্র রেখে চলে আসার মত কাজও করতে হয়েছিল । এ বড়ই অপমানের-লজ্জার ছিল।

আর তাই আপনার ব্যাথায় আমিও সমব্যাথী।

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: টিউশনি করে টাকা না পাওয়ার ব্যাপারে আমারও কিছু খারাপ অভিজ্ঞতা আছে এবং বাসা ভাড়া দিতে না পেরে একবার জিনিষপত্র রেখে চলে আসার মত কাজও করতে হয়েছিল । এ বড়ই অপমানের-লজ্জার ছিল।
আহারে!

৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ২:০৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: সব ঠিক হয়ে যাবে। মানুষের জীবন এক রকম যায় না। তরুণ বয়সে যারা কষ্ট করে তারা পরবর্তী জীবনে ভালো করে।

সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা
আশা তার একমাত্র ভেলা

৩০ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: আশা রাখছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.