নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

ধরতে গেলে মিইয়ে যায়

২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৫


আকাশের দিকে অপলক চেয়ে থাকি,
অসীম শূন্যতা বুক ভারি করে তোলে;
মর্ম পীড়নে যখন ভিজে উঠে আঁখি-
নিজেকে নিঃসঙ্গ লাগে ধরণীর কোলে।
প্রিয়জন সকলে আমাকে গেছে ভুলে,
পাশে থাকবে বলেও দিয়ে গেছে ফাঁকি;
সর্বস্ব হারিয়ে পীড়ন হৃদয়মূলে-
সব দুঃখ বুকের ভেতর পুষে রাখি।
খুঁজে ফিরি তাকে হারিয়েছি যাকে,
খুঁজে ফিরি হারিয়ে যাওয়া দিন;
দুঃখ-সুখের কেচ্ছা ভাবায় আমাকে-
মেটানো হয়নি আজও জন্মের ঋণ।
অন্ধকারে আলো হয়ে আসে সব স্বপ্ন,
ধরতে গেলে মিইয়ে যায় প্রতিদিন।

৫ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪২

সোনাগাজী বলেছেন:



আপনার নিজস্ব, নাকি সমাজের অবস্হা?

২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: আপাতত নিজের :(

২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:১৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: তবুও ভালো কিছুর অপেক্ষায় থাকতে হবে।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: হুম।

৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৩৮

শূন্য সারমর্ম বলেছেন:


নিজ গ্রামের তোলা ছবি?

২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: হ্যাঁ।

৪| ০১ লা মার্চ, ২০২৪ সকাল ৯:১৩

শায়মা বলেছেন: সবাই হারিয়ে যাওয়া নিয়ে দুঃখ করছে কেনো এত?

ছবি আপুনিও হারিয়ে যাওয়া দিন ক্ষন আর মানুষের কথা লিখেছে।

হারিয়ে যাওয়া দিন আসলে দুঃখের নহে। হারিয়ে যাওয়া সকল কিছুর মাঝেই থাকে স্মৃতি, শিক্ষা ও সুন্দর মূহুর্ত!:)

দুঃখগুলোও হয়ে যায় দুঃখবিলাস!

০১ লা মার্চ, ২০২৪ দুপুর ১:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: কথায় বলে যায় দিন ভালো আসে দিন খারাপ। এই বোধ থেকেই অনেক সময় পুরোনো স্মৃতি রোমন্থন করে মন খারাপ করা!

৫| ০১ লা মার্চ, ২০২৪ সকাল ১০:৫৫

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

০১ লা মার্চ, ২০২৪ দুপুর ১:৩৫

রূপক বিধৌত সাধু বলেছেন: দুঃখবোধ।

৬| ০১ লা মার্চ, ২০২৪ বিকাল ৫:০৯

অনামিকাসুলতানা বলেছেন: ভাল লেগেছে।

০১ লা মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.