| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রূপক বিধৌত সাধু
মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

হাজার রকম পুস্তক রয়েছে গ্রন্থাগারে,
সেসব পড়ে জ্ঞান-গড়িমার পরিধি বাড়ে।
ঈশ্বরচন্দ্র লিখেছিলেন ‘বর্ণপরিচয়’,
সেটা পড়ে বাঙালির বর্ণমালা শেখা হয়।
তিনিই বাংলায় যতিচিহ্নের প্রবর্তক,
‘বেতাল পঞ্চবিংশতি’ ব্যবহারে সার্থক।
রামমোহন লিখেছিলেন ‘গৌড়ীয় ব্যাকরণ’,
সেই গ্রন্থ পড়ে ব্যাকরণে দক্ষতা অর্জন।
অথচ কেউ লেখেনি মানুষ পড়ার বই,
মুখে এক ভেতরে ভিন্ন; এর কিনারা কই?
সুন্দর মুখের আড়ালে খারাপ অভিলাষ,
উপকারের নামে করে শিষ্টের সর্বনাশ।
তাদের ছল বোঝার নেই কোনো অবকাশ,
ঘটনা ঘটার পর হয় লুকোচুরি ফাঁস।
মুখছবি দেখে করা যায় উদ্দেশ্য নির্ণয়,
এমন যন্ত্র আবিষ্কার যদি সম্ভব হয়,
অনেক মুশকিল সহজেই হতো আসান-
দুষ্টলোকের দুষ্টামি করা যেত অবসান।
৯ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ছবি: ইন্টারনেট
২৪ শে নভেম্বর, ২০২৫ রাত ১১:৩১
রূপক বিধৌত সাধু বলেছেন: অশেষ কৃতজ্ঞতা।
২|
২৫ শে নভেম্বর, ২০২৫ সকাল ১০:১৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
২৫ শে নভেম্বর, ২০২৫ রাত ৮:৪২
রূপক বিধৌত সাধু বলেছেন: আচ্ছা।
৩|
২৫ শে নভেম্বর, ২০২৫ সকাল ১০:৩৩
সৈয়দ কুতুব বলেছেন: ভালো লেগেছে পড়ে ।
২৫ শে নভেম্বর, ২০২৫ রাত ৮:৪২
রূপক বিধৌত সাধু বলেছেন: জেনে প্রীত হলাম।
৪|
২৬ শে নভেম্বর, ২০২৫ সকাল ৯:২৮
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
২৮ শে নভেম্বর, ২০২৫ সকাল ৯:৫৮
রূপক বিধৌত সাধু বলেছেন: ব্যবসায় মন্দা।
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০২৫ রাত ১১:৩০
সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার