| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাদ্দাম হোসেন।
অতি সাধারন এক মানুষ সব সময় বাস্তবতা নিয়ে ভাবী স্বপ্ন জিনিসটা একটু কম দেখি কারন ঘুম ভেঙ্গে গেলে নিজেকে আবার সেই ছেড়া কাঁথার নিচেই পাই তখন আর স্বপ্ন থাকে না । যা পছন্দ করিনা অতি সুন্দর ( সব অতি সুন্দরের ভিতরে একটা কুৎসিত কিছু থাকেই ) অতি লোভী ( লোভে পাপ পাপে মৃত্যু ) অতি অহংকারী ( অহংকার পতনের মুল ) অতি বড়লোক ( এরা সাধারনত অহংকারী হয়ে থাকে তবে সবাই না ) যা ভালোবাসি পরিস্রম , সাধনা , চেষ্টা কোন কিছু যদি দেখো তুমার ধারা পাওয়া সম্ভব না তাহলে পাওয়ার জন্য চেষ্টা করো যদি চেষ্টা করেও ব্যর্থ হও তাহলে ইহার পিছনে পরিস্রম করো পাওয়া জন্য সাধনা করো যদিও একটু সময় লাগবে পাইতে কিন্তু তুমি পাবেই কারন সাধনা আর পরিশ্রম দিয়ে পাওয়া যায় না এমন কোন বস্তু পৃথিবীতে নাই । পরিশেষে একটা কথা বলতে চাই জীবন কারো জন্য থেমে থাকে না... তোমাকে অবশ্যই তোমার ভালবাসার কাজটি খুঁজে পেতে হবে। তোমার ভালোবাসার মানুষটিকে যেভাবে তোমার খুঁজে পেতে হয়, ভালোবাসার কাজটিকেও তোমার সেভাবে খুঁজে পেতে হবে। তোমার জীবনের একটা বিরাট অংশ জুড়ে থাকবে তোমার কাজ, তাই জীবন নিয়ে সন্তুস্ট হওয়ার একমাত্র উপায় হচ্ছে কর্ম । যখন সাফল্য আসবে, তাকে উপভোগ করো, কিন্তু এটাও খেয়াল রেখো, তুমি ঠিক পথেই এগিয়ে যাচ্ছ কি না। যতই বড় হও না কেন, মনে রেখো সবকিছুরই একটা শেষ আছে। সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটিও জ্বলতে জ্বলতে একদিন নিভে যাবেই। তাই ব্যর্থতার জন্য প্রস্তুত থেকে সাফল্যকে উদযাপন করো।
এখন রাত্র ১২ টা । বাংলাদেশ
হেরে গেছে।
ঠিক ৯ ঘন্টা আগে, দুপুর সাড়ে তিনটায়
আমরা বিশ্বাস করেছিলাম, বাংলাদেশ
জিতবে। এই বিশ্বাস নিয়ে আমরা টিভি
পর্দার সামনে বসে ছিলাম।
কেউ যদি জিজ্ঞেস করে, বাংলাদেশ
ক্রিকেট দলের সেরা অর্জন কি? আমি
বলবো, আমাদের সম্মিলিত বিশ্বাস। যে
বিশ্বাসটা পাথরের চেয়েও শক্তিশালী
ছিল, মাত্র ৯ ঘন্টা আগে।
আগে ভারত কিংবা পাকিস্তানের বিরুদ্ধে
খেলতে নামলে, আমরা মনে মনে বলতাম,
সন্মানজনক পরাজয় চাই।
কিছুদিন আগেও বাংলাদেশ জিতে গেলে,
সেটা ছিল বিশাল দূঘর্টনা, বিগ আপসেট।
আজ বাংলাদেল না জিতলেই আমরা দারুন
আপসেট হয়ে পড়ি। আমাদের মনে হয়,
আরেকটু ধরে খেললে, লাক একটু ফেভার
করলে, ইন্ডিয়া পাকিস্তান কোনো
ব্যাপার না।
হাজার বছর ধরে বাঙালি জাতির বুক ভরা
ছিল হতাশা আর দীর্ঘশ্বাস। মাশরাফি
আর তার বাহিনী আমাদের বুকের ভেতর এত
বড় আত্মবিশ্বাস ঢুকিয়ে দিয়েছে যে,
আমরা পাক ভারতকে পায়ের তলায় পিস্ট
করার স্বপ্ন দেখি। ৯ ঘন্টা আগেও
দেখছিলাম, এখন সামান্য ধাক্কা খেয়েছি,
বাট ইটজ ওকে।
সামনের খেলা যেন কার সাথে?
অস্ট্রেলিয়া?
তামিম যদি লাইনে থাকে, সাব্বির যদি
ক্রিজে থাকে, তাসকিন লক্ষী সোনাটা
যদি ঠিক ঠাক বল করে, এক ফুঁয়ে
অস্ট্রেলিয়াকে উড়িয়ে দেবো। লাগবা
বাজি?
পরাজয়ে ডরে না বীর।
গো টাইগার্স, গো।
©somewhere in net ltd.