| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রক্ষনশীল বিতার্কিক
মনের কথাগুলি একটু গুছিয়ে বলার জন্যই অনেক সময় লেখার প্রয়োজন হয়। তাই বলে, সেটাকে শিল্পরুপ দান করা আমার কাজ নয়..........।।।
বয়সটা আমাদের অন্বেষণের, অনুসন্ধানের, প্রেমের, প্রত্যাশার, যুদ্ধের, তাড়নার, আশার, কল্পনার, প্রশ্ন জিজ্ঞাসার। কিন্তু কতটুক পারি আমরা? আসলে, কতটুক করি আমরা?? অভাবটা কই আসলে আমাদের??? সমস্যাটা কি???? নাহ, ডিপ্রেশনের অর্থ আমরা জানি, মোটিভেশনের সংজ্ঞাও আমরা শিখেছি। শুধু, ইম্পলিমেন্টেশনের শেইপটা এখনো দেখিনি। তাইতো, এই মধ্যবর্তী সময়টাকে দীর্ঘস্থায়ী করার কোন মানেই হয় না। আর, এর জন্য একটু পরিশ্রমের প্রয়োজন, এই তো।
হ্যা, অনুপ্রানিত হবার পূর্বে উত্সাহিত হওয়া আবশ্যক। এখন কথা হল, উত্সাহ যেখানে মাঝে মাঝে খালি চোখে দেখা দেয় না, অনুপ্রেরনাতো সেখানে অনেকাংশেই আনুবিক্ষনিক। তাই, বাস্তবায়নকে এখানে টেনে এনে আমার বুদ্ধুবৃত্তিক নগ্নতাকে তুলে ধরার ইচ্ছাটাকে উপেক্ষা করতে পারলাম না।
©somewhere in net ltd.