নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীপ ছিলো, শিখা ছিলো, শুধু তুমি ছিলেনা বলে...

শায়মা

দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...

শায়মা › বিস্তারিত পোস্টঃ

মধুর বসন্ত এসেছে......

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৩৬


মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে
আমাদের মধুর মিলন ঘটাতে
মধুর বসন্ত এসেছে
মধুর মলয়-সমীরে মধুর মিলন রটাতে
আমাদের মধুর মিলন ঘটাতে
মধুর বসন্ত এসেছে...

রবিঠাকুর কি মিলন ঘটাতে চেয়েছিলেন, কাহাদের মিলন জানা নেই আমার। শুধু জানি প্রকৃতি পর্যায়ের এই গানটি সারা বসন্ত জুড়ে আমার মনে বাঁজে গুন গুন ..... রাগ বাহারের উপর বাঁধা এই গানটি কাহার্বা তালে মন উদাস করে। এই গানের স্বরলিপিকার ইন্দিরা দেবী।এই গান কিন্তু কোনো বসন্তে লেখা হয়নি, লেখা হয়েছিলো অগ্রহায়ণে, (বঙ্গাব্দ): ১২৯৫তে। কলকাতার দার্জিলিং এ। তবুও বসন্তের প্রারম্ভে মনে পড়ে মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে। তবে একই সাথে মনে বহে উদাসী হাওয়া। তবে সত্যিই জানিনা-
কি জানি কিসেরও লাগি প্রাণ করে হায় হায়! :(


ফুলে ফুলে ঢ'লে ঢ'লে বহে কিবা মৃদু বায়,
তটিনী হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়
পিক কিবা কুঞ্জে কুঞ্জে কুহূ কুহূ কুহূ গায়,
কি জানি কিসেরি লাগি প্রাণ করে হায় হায়!


বসন্তের উদাস দুপুরগুলো বড় মন কেমন করা।
এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে.....আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি.....লহ লহ করুণ করে। উদাসী হাওয়ার দুপুরগুলো আজও আসে, মনে পড়ে সে কোন জনমের কথা। প্রানে ভাসে সেই গান।
জানিনা কোন পথে হারিয়ে গেছে সেই পথিক। সেই প্রশ্ন আজও জেগে আছে গানে-
তুমি কোন পথে যে এলে পথিক

তুমি কোন পথে যে এলে পথিক
আমি দেখি নাই তোমারে।
হঠাৎ স্বপন-সম দেখা দিলে বনেরই কিনারে॥
ফাগুনে যে বাণ ডেকেছে মাটির পাথারে।
তোমার সবুজ পালে লাগল হাওয়া, এলে জোয়ারে।
সেই পথিকের তরে আরও জাগে মনে, কোন দেশে যে বাসা তোমার কে জানে ঠিকানা , কোন গানের সূরের পারে.. তার পথের নাই নিশানা। প্রকৃতি পর্যায়ের ঠিক ফাল্গুনে রচিত এই গান মনে করিয়ে দেয় কত স্মৃতি কত গান! মনে করায় সেই বালক বীরের স্মৃতি।

এতদিন যে বসেছিলেম পথ চেয়ে আর কাল গুনে
দেখা পেলেম ফাল্গুনে॥
বালক বীরের বেশে তুমি করলে বিশ্বজয়--
এ কী গো বিস্ময়।
যদি তারে নাই চিনি গো, সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে..
সে কত দিন কত যুগ আগে মনে জাগা গান, মনে জাগা স্মৃতি! দ্বিধাদ্বন্দের দিন। আসে নব ফাল্গুন..... চলে যায় দিন......
ছোটবেলার ফাল্গুনী নাচের গান.....
মাধবী হঠাৎ কোথা হতে এল ফাগুন-দিনের স্রোতে
এসে হেসেই বলে, "যাই যাই যাই"

মাধবী হঠাৎ কোথা হতে এলো
আনন্দ নাচে সবখানে... আনন্দ নাচে পুস্পবনে, মনের কোনে.....
ফাগুনদিনে আমার বিশেষ প্রিয় একটি গান......
নীল দিগন্তে ঐ ফুলের আগুন
বড়বেলার ফাল্গুনী নাচের গান....
রাঙ্গিয়ে দিয়ে যাও যাও যাও গো এবার যাবার আগে
যে গান ছাড়া বসন্ত আসে না....

আহা আজি এ বসন্তে

এই বসন্তে রবিঠাকুরের বসন্তের ১২ গান নিয়ে সাজালাম আমার বাসন্তী ব্লগ।সবশেষে আমার গাওয়া ফাগুনের দু'টি গান......

ফাগুন হাওয়ায় হাওয়ায়

ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে

আমাদের ফাল্গুন পার্টির তিনটা ছবি ....... এইগুলো মিররমনির জন্য মানে সাজুগুজু আর বসন্তের শাড়িগুলির জন্য। আর সাড়ে চুয়াত্তরভাইয়ার জন্য পুরো পোস্টটাই। ভাইয়া মনের আনন্দে আমাকে ডুবাতে ভাসাতে পারেন যেন তাই.....:)

গান গাই... আহা আজি এ বসন্তে.......

সুখে আছি যারা সুখে থাকি যেন তারা.....সুখেরই বসন্ত সুখে হোক সারা..... :) :) :)

এত বাঁশি বাজে এত পাখি গাই... :P


সবাইকে বসন্তের বাসন্তী শুভেচ্চ্ছা.....

শুভভাইয়া ফিরে আসো.... মধুর বসন্ত এসেছে..... দেখা দাও যেখানেই থাকো.....

মন্তব্য ১৫২ টি রেটিং +২১/-০

মন্তব্য (১৫২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৪৭

ডঃ এম এ আলী বলেছেন:



মধুর বসন্ত যেন না ফুরায়
আবার আসিব ফিরে
বসন্ত বাতাসে ।

বাসন্তি শুভেচ্ছা রইল

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৪৯

শায়মা বলেছেন: ভাইয়া
অনেক অনেক ভালোবাসা। নিশ্চয় ভালো আছো তুমি। সকল কিছুরই অবসান হয়। এই বসন্তও ফুরিয়ে যাবে। তবে নতুন আরেক বসন্তে আরেক আগমনী গান নিয়ে আসবো যদি বেঁচে থাকি।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৫৪

আরিফ রুবেল বলেছেন: বাহ ! বেশ রঙীন একটা ব্লগ ! গানগুলো শোনা হল না তবে ছবিগুলো দেখা হল।
শুভ বসন্ত !

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:০৪

শায়মা বলেছেন: বসন্তই তো রঙ্গিন ভাইয়ু!!! তাই ব্লগটাও রঙ্গিন!! অনেক অনেক ভালোবাসা ও বসন্তের শুভেচ্ছা ভাইয়া!!! :)

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:২২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বসন্তর এমন সাজ দেখলে তো
মনে ভালোবাসার জোয়ার বইবে ।

.....................................................................
রঙ্গিন সাঁজ দেখে তো সবার হুঁস উড়ে যাবে ।
বসন্ত বিলাস/
"দখিন হাওয়া প্রাণ ছুঁয়ে বলে যায়
বসন্ত এসেছে, বসন্ত এসেছে শূন্য ডালে সবুজ
পাতার পশরা নিয়ে, পাতায় পাতায় সুখের সুর
বাজিয়ে, এখানে সেখানে বাহারী ফুলের
হাসি ছড়িয়ে, প্রকৃতির বিবর্ণ শরীরে উচ্ছল তারুণ্য নিয়ে
আর অকাতরে মনোহর লাবণ্য ঝরিয়ে।"

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:২৯

শায়মা বলেছেন: ভাইয়া
বসন্তে তো সাজুগুজু না করলে বসন্তই হবে না। রবিঠাকুর নজরুলেরাও তো লিখে গেছেন বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশী বাঁজে, এত পাখি গায়..... আজকালকার দিন দেখেলে লিখতেন এত মেয়েরা সাজে এত সময় কই পায় য়য়য়য়য়য়য়!!! :P

"দখিন হাওয়া প্রাণ ছুঁয়ে বলে যায়
বসন্ত এসেছে, বসন্ত এসেছে শূন্য ডালে সবুজ
পাতার পশরা নিয়ে, পাতায় পাতায় সুখের সুর
বাজিয়ে, এখানে সেখানে বাহারী ফুলের
হাসি ছড়িয়ে, প্রকৃতির বিবর্ণ শরীরে উচ্ছল তারুণ্য নিয়ে
আর অকাতরে মনোহর লাবণ্য ঝরিয়ে।"

গানটার জন্য থ্যাংকু ভাইয়ু!!!!!!!!!

আমি লিঙ্ক দিয়ে দিলাম!!!
https://www.youtube.com/watch?v=K1ThhyODOoQ

অনেক অনেক ভালোবাসা। তোমার সাজের ছবি দিয়ে যেও নয়ত ভাবীজীর বাসন্তী সাজুগুজুর। :)

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:২৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



হলদে রঙে সেজেছে দেখো
শায়মা আপুনি,
বসন্ত এসে উঁকি দিয়েছে
চোখে স্বপ্ন বুনি!

ব্লগটাকেই রঙ্গীন করে দিলে, আপুনি!!!

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৩১

শায়মা বলেছেন: কি করবো!!! বসন্ত তো রঙ্গিন হয়েই আসে। তবে তোমার চাইনিজ কিং স্টাইল চুলটাও এবং দাঁড়িটাও কিন্তু দারুণ হয়েছে। তোমার বসন্তের পাঞ্জাবী কই ভাইয়ামনি!!!!!!!

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৩১

কালো যাদুকর বলেছেন: বসন্ত এসেই পড়ল? মনে নাই একটুও। আপনার উৎসাহ দেখে ভাল লাগলো।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৩৪

শায়মা বলেছেন: কি বলো ভাইয়ু!!!!!!!!!!!!! বসন্ত ভুলে গেছো!!!!!!!!
চারিদিকে যে এত বাঁশী বাঁজলো এত পাখি ডাকলো ........তবুও টের পেলেই না বসন্ত এসে গেছে!!!!!!!!

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৩৬

মিরোরডডল বলেছেন:




শায়মাপু এতদিন পর তাও ফাঁকিবাজি পোষ্ট!
তারপরও ছবিগুলো ভালো লেগেছে।

গানগুলো শুনলাম, শেষে তোমার কণ্ঠের গান দুটোই ভালো লাগলো।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৪০

শায়মা বলেছেন: আরে ফাঁকিবাজি পোস্ট না তো!!!!!!!!! ইহা ফাল্গুনি পোস্ট ! কত কষ্ট করে সাজতে হয় আমাকে!!! :( সেই ছবি তোলা সেসব আপলোড করা সেসব ব্লগে দেওয়া!!! ফাল্গুনের পোস্টে আরও অনেককিছু বলার ছিলো যেমন আমাদের ফাল্গুন পার্টিগুলির কথা।
কিন্তু সেসব জেনে আর জানিয়ে কি বা হবে তাই আর লিখলাম না.....

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: রঙে রঙিন পোস্ট

বসন্তে শাড়ী পরেছিলাম এইবার।

দিনটি মন্দ কাটেনি

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৪২

শায়মা বলেছেন: শিঘ্রী ছবি দাও বসন্তের আপুনি!!!!!!!!!!!!!

মুখে স্টিকার লাগায় দিও। তবুও দাও.......

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৪৯

মিরোরডডল বলেছেন:




প্রাণহীন ব্লগে এই রঙিন পোষ্ট কিছুটা হলেও প্রাণ এনেছে।


বসন্ত ছুঁয়েছে আমাকে
ঘুমন্ত মন তাই জেগেছে
এখন যে প্রয়োজন তোমাকে
নিঃসঙ্গ এই হৃদয়ে






১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫৮

শায়মা বলেছেন: ব্লগের প্রাণ !!

হাহা মিররমনি.......হারানো দিন আর কখনও ফিরে আসে না.....

ব্লগের প্রান তো দূরের কথা আমাদের প্রাণ নিয়ে সময় নিয়ে টানাটানি ইদানিং.... :P

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার গাওয়া গান দুটি শুনলাম। অসাধারণ লেগেছে। আগেও সম্ভবত শুনেছিলাম। বিখ্যাত শিল্পীদের কণ্ঠে গাওয়া গানের চেয়ে ভালো লেগেছে।

আমি এখন আর ব্লগে বেশী আসি না। আমার নাম পোস্টে দিয়েছেন তাই আসলাম।

ভালো থাকবেন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:০২

শায়মা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার গান বেশি ভালো বলার জন্য। হ্যাঁ আগেও মনে হয় কয়েকটা দিয়েছিলাম তোমাকে ভাইয়া। :)

এখন আর আসো না কেনো?? তুমিও কি অনেক ব্যস্ত হয়ে পড়েছো।

আমি তো এই কদিন হিমশিম হিমশিম খেতে খেতে এক্কেবারেই শিমভাঁজা হয়ে পড়েছিলাম। এখনও ব্যস্ততা কমেনি। :(

তবুও এলাম...........

১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫৮

আরইউ বলেছেন:




শায়মা,
ভালো আছেন আশা করি। ”আহা আজি এ বসন্তে... ...“ গানটিকে কেন যেন আমার বসন্তের “গো টু” গান বলে মনে হয়। গানটায় বসন্তের গাব-পলাশের পাতা-ফুলের আগমনের সাথে কেন যে রবি বাবু বিরহের কথা ঢোকালেন কে জানে!

“কেন কাছে আস, কেন মিছে হাস,
কাছে যে আসিত সে তো আসিতে না চায়।”

কী হাহাকার, না পাওয়ার বা হারাবার বেদনার কী ভয়াবহ সুন্দর প্রকাশ!

@মিররড, সমালোচনা নিষেধ! আজ ব্লগের সবচেয়ে বড় জ্ঞানী লোক যার চোখে সবাই লিলিপুটিয়ান, পিগমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম যে সে আসলে ন্যানোপুটিয়ান। অন্যের বানানের ভুলের ধরতে যাওয়া ন্যানোপুটকে ভুল ধরিয়ে দিতেই সে ব্যাটা করলো গোস্বা। সবচেয়ে মজার বিষয় “ক্রাই বেবি“ লিলিপুট তাকে কেউ কমেন্ট ব্যান করেছে বলে উষ্মা প্রকাশ করেছিলো পোস্টে অথচ দেখি আমার সাথে যুক্তি-তর্কে হেরে আমাকেই তার পোস্টে কমেন্ট ব্যান করে দিল। হোয়াট এ ডিজগাস্টিং পিস অব টুল!

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:২৩

শায়মা বলেছেন: ভাইয়া আসলে এই গান তো মায়ার খেলা গীতিনাট্যে লেখা হয়েছিলো তাই সখীর দুঃখে এই গান সেখানে গেয়েছে সখীরা।
তাই এমনটা গাওয়া হয়। তবে সুখের বসন্তে যখন আমরা গাই তখন চিন্তায় পড়ি এই সুখের দিনে এমন দুঃখের কথা কেনো?? এটাই কারণ আর কি। :)
https://www.youtube.com/watch?v=16KnrMS4qnU এই যে এটা পুরোপুরি দেখলে শুনলেই শেষের দিকে দেখবে গানটা আছে। আসলে এই গান এই গীতিনাট্যের জন্যই লেখা হয়েছে।এইবার বুঝলে তো কারণটা!!! :)

যাইহোক পুরোটা মায়ার খেলা দেখলে আর শুনলে তো তুমিই সখীর দুঃখে কাঁদতে বসে যাবে ভাইয়ামনি!!!!!!!!! আমি যেমন কাঁদতাম ছোটবেলায়। তবে এখন আর কাঁদি না। শুধুই হাসি। :)

“কেন কাছে আস, কেন মিছে হাস,
কাছে যে আসিত সে তো আসিতে না চায়।”

কী হাহাকার, না পাওয়ার বা হারাবার বেদনার কী ভয়াবহ সুন্দর প্রকাশ!

এই কথা সত্যি প্রেমে পড়লে আর বিরহে ভুগলে রবিঠাকুরের গানের সাথে হৃদয়ের আকুলি বিকুলির মত এত আশ্চর্য্য মিল আর কিছুতেই নেই।

যেমন দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি
তাই চমকিত মন চকিত শ্রবণ তৃষিত ব্যাকুল আঁখি......

ভাইয়া পুরো গানটা কি শুনেছো?? আজ আরও একবার মন দিয়ে শুনে দেখো তো কি মনে পড়ে!!!!!!!!! :)

যাইহোহক মিঃ বানান ধরা ভাইয়াজানের নিজের বাংলা বানানের ছিরি দেখলেই চক্ষু চড়কগাছে উঠে আর উনি আসছেন ইংলিশম্যান ইংলিশ বানান ধরতে। কি আর বলবো একেই বলে ষড়াঅন্ধা। অন্যের সুই দেখে চোখে নিজের চালুনটা আর দেখে না।

আর তাই তো অন্যে ব্লক করলে কত হম্বি তম্বি গম্বি আর নিজে করলে তিনি গিয়ানী গাঁধা। :)



১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫৮

মিরোরডডল বলেছেন:




সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি এখন আর ব্লগে বেশী আসি না।

কেনো সাচু? আমাদের অপরাধ কি?

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:২৫

শায়মা বলেছেন: ভাইয়ার মনে হচ্ছে মন খারাপ!

এটাই তার অপরাধ! ভাইয়া ভালো চাও তো ব্লগে আসো।

১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:০১

মিরোরডডল বলেছেন:




কোন পোষ্টে আর ইউ?

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:২৫

শায়মা বলেছেন: আমি জানি। আমি কি বলবো??

১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:০৪

আরইউ বলেছেন:



@মিররড,
আমাদের লিলিপুটগাজীর শেষের পোস্ট দেখলেই পেয়ে যাবেন।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৪

শায়মা বলেছেন: শেষ পোস্ট ফিরে এসেছে কিন্তু তাতে অনেক কমেন্ট মোছা হয়েছে বলে সকালেই বুঝতে পেরেছিলাম। যদিও আমি সেই কমেন্টগুলো দেখিনি তবে অভিজ্ঞতার আলোকে বুঝেছিলাম কিছু কমেন্ট গায়েব আছে।

আমার কথা হলো যে মানুষটা অন্য কেউ কমেন্ট মুছলে ভীতু কাপুরুষ মূর্খ সুর্খ এমন সব বলে অন্যকে হেয় করে তিনি নিজেই কেনো কমেন্ট মুছবেন? তিনি তো সাহসী, বীরপুরুষ, জীবনে কোনো অন্যায়হীন মানুষ নিজেকে মনে করেন তাহলে কমেন্ট মুছা কেনো বাবা!!!

তার জবাবও মনে হয় ভাইয়া দেবেন কয়েকদিন পরে। :)

১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:১০

মিরোরডডল বলেছেন:




পোষ্ট হয়তো সরিয়ে নিয়েছে, কারণ লাস্ট পোষ্টে সেরকম কিছু দেখিনি।


১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৬

শায়মা বলেছেন: আজকে চেক করো। পোস্ট আবার ফিরে এসেছেন কিন্তু কমেন্ট কাট ছাট করে স্লিমফিগারে। :

তবে ভাইয়ার উচিৎ ছিলো বানান চেকারে দিয়ে বানানগুলোও চেক করে শুদ্ধ সূচী করে ফিরিয়ে আনা তাহলে আর একটু হলেও দাম বাড়তো পোস্টটার।

১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:১৫

আরইউ বলেছেন:




@মিররড,
হা হা হা!! হাসতে হাসতে কেশে দিলাম। বেচারার নিজের চেহারাটা আয়নায় দেখিয়ে দিয়েছি আর ভয়ে পোস্ট সরিয়ে নিয়েছে। কত বড় কাপুরুষ আমাদের লিলিপুটগাজী! এই সাহস নিয়ে এ নাকী আবার কিশোরবেলায় কোন হাতি ঘোড়া মারত!!

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৩১

শায়মা বলেছেন: মনে হয় খেলনা হাতী ঘোড়া ভাইয়া। :)

যাইহোক একটা জিনিস দেখে আমি হাসছিলাম। নিজে একটা পোস্টে ২০টা বাংলা বানান ভুল করে। আবার অন্যের পোস্টের বানান দেখে হাসাহাসি হাঁস!!!!!!!!!!!!!!!! :-/

নিজের চেহারা আয়নায় দেখে কি দেখেছিলো আমার ভাইয়ামনিটা সেটাই ভাবছি!!! আহারে ভাইয়াটা আমার! আমি কত্ত পাত্তি!! :(

১৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:২৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: @ মিরোরডডল - কারও কোন অপরাধ নাই। আসলে এখন আর ব্লগে আসতে ভালো লাগে না। আমার জীবন জটিল হয়ে যাচ্ছে বিভিন্ন ভাবে। নির্দিষ্ট কোন কারণ নাই। সময় অনেক মূল্যবান। তাই সময়ের সদ্ব্যবহার করতে চাই।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৩৪

শায়মা বলেছেন: একদম ঠিক কথা বলছো ভাইয়ু!!!!!!!!!!!!!

আমার জীবনে সময়ের যে কি টানাটানি পড়েছে আমি যদি বুঝাতে পারতাম!!!!!!!! :(
সাথে হাড় মাস জ্বালায় পোড়ায় টায়ার্ড বানিয়ে দিলো আমার চারিপার্শ্ব!!!!!!!

আহারে আগে কি সুন্দট দিন কাটাইতাম এই গান হয়ে গেছে জীবনটা।

যাইহোক তবুও মাঝে মাঝে তব দেখা পাই যেন ভাইয়ুমনি!!!

১৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


বসন্তী রং শাড়ি পড়ে ললনারা হেটে যায়।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৩৭

শায়মা বলেছেন: আমি রবীন্দ্র গাইতাম আর আমার মা গাইতো নজরুল.......

তোমার গানটা দেখে হঠাৎ মনে পড়ে গেলো মায়ের সেই নজরুলগীতি...

বাসন্তি রং শাড়ি পরো খয়ের রঙের দুল.......
সাঁঝের বেলা সাজবে যখন জ্বালবে যখন দ্বীপ....

https://www.youtube.com/watch?v=yZPMCX3X-tI


আহা ছেলেবেলা!! কোথায় হারালো সব কিছু !!!

১৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:২৬

মিরোরডডল বলেছেন:




অন্যের কাছ থেকে যে আচরণ পেলে আমার ভালো লাগবে না, আমি নিজেও অন্যের সাথে সেই আচরণ করবো না।
as simple as this.

অনেকে এটা বোঝে না বা বুঝতে চায়না।
This is how conflicts arise.


১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৩৮

শায়মা বলেছেন: একদম একদম ঠিক কথা!!!

তবুও ভুল হয়ে যেতে পারে। কিন্তু আজকের মিঃ বানানভাইয়া ভুল করিয়াই সুখী হন! :)

১৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:২৭

নয়ন বড়ুয়া বলেছেন: শুভ বসন্তের শুভেচ্ছা...
ছবিগুলো সুন্দর...

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৩৯

শায়মা বলেছেন: হা হা ভাইয়া.......থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ!!!!!!!!!!! :)


বসন্তের শুভেচ্ছা!!!!!!!!!!! :)

২০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৩৩

মিরোরডডল বলেছেন:



সাড়ে চুয়াত্তর বলেছেন: @ মিরোরডডল - কারও কোন অপরাধ নাই। আসলে এখন আর ব্লগে আসতে ভালো লাগে না।


তাহলে সাচুকে যে ব্লগে মিস করবো, এটার সলিউশন কি?
যে চারজন মেল ভার্শন, ইউ আর ওয়ান অভ দেম।
Now you tell me my friend, what to do.


১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪১

শায়মা বলেছেন: মনে হচ্ছে ভাইয়া একটু রাগ করেছে।
তবে নিশ্চয় সব রাগ দুঃখ ভুলে আবার এসে যাবে ভাইয়ুমনি! :)

২১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগে যেন আজ বসন্ত এলো
তোমার আগমনে,
তুমি যেন মনময়ূরী নাচলে পেখম তুলে
গাইলে মধুর সুরে
যেন কতো যুগ পরে তুমি এলে
যেওনা আর দূরে
তুমি গেলে যে বসন্ত যাবে চলে দূর দেশে
তুমি এসেছো তাই যেন ভরে গেল সকল শূন্যতা
এসো হে আনন্দ এসো হে ফুলের সুগন্ধ
বসন্ত কোকিল হয়ে প্রাণে।




মনে হলো কবি শায়মা হকের আগমন ধ্বনি অপার ভালোবেসে ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪৩

শায়মা বলেছেন: গুড গুড !!!
ইন্সট্যান্ট কাব্যে বসন্তের শুভকামনা ভাইয়ুমনি!!!

২২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪০

আরইউ বলেছেন:




লেখক বলেছেন: আমি জানি। আমি কি বলবো??

যাক বাবা অন্তত একজন হলেও সাক্ষী আছে তাহলে! বেচারা কী ভয়টাই না পেয়েছে। এতবড় ”গেয়ানী“ লোককে হাটে আন্ডি-ট্রাউজার খুলে দেয়ায় কিছুটা লজ্জা পেয়েছে সম্ভবত।

@শায়মা,
গানটা যে একটা গীতিনাট্যের অংশ একদমই জানা ছিলনা। একসময় সময় করে নাটকটা দেখবো। ধন্যবাদ।

শুনেছিতো... “জাগরণে তারে না দেখিতে পাই, থাকি স্বপনের আশে--ঘুমের আড়ালে যদি ধরা দেয়, বাঁধিব স্বপনপাশে।”

আপনি সুনেত্রা ঘটকের রচনা রবীন্দ্রনাথ পড়েছেন/শুনেছেন? রবি ঠাকুরকে নিয়ে আর কোন রচনা আমার মনে এতটা দাগ কাটেনি কখনো।

@মিররড, আপনিও শুনে না থাকলে একটু শুনে দেলহুন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪৯

শায়মা বলেছেন: ভাইয়া আমি গিয়ানীভাইয়াজানের চালুন থেকে সুইকে গিয়ান বিতরণ পর্যন্ত দেখেছিলাম। কিন্তু আন্ডি মান্ডি পর্ব দেখিনি। তবুও ভালো লজ্জা পেয়ে যদি এবার চালুনের দিকে একটু মন দেয় ভাইয়ামনিটা। :)


হ্যাঁ ভাইয়া এই গীতিনাট্যের কারণেই অমন কিছু কথা শুনে মনে হয় আনন্দের বসন্তের গানে এমন কথা কেনো। কিন্তু কারণ সেটাই।


এত ভালোবাসি এত যারে চাই, মনে হয় নাতো সে যে পাশে নাই।
কে আসিছে বলে চমকিয়ে চাই কাননে ডাকিলে পাখি.....

আহা আহা আরও কত দুঃখ মনে পড়ে যাচ্ছে ভাইয়ামনি! :(


ভাইয়া আগে এই রচনা শুনিনি। আজ একটু শুনলাম। পুরোটাই এখন শুনবো। তবে আমার মনে হচ্ছে আমারও এমন একটা রচনা লিখতে হবে রবিঠাকুরকে নিয়ে। তাকে নিয়ে তার গান নিয়ে আমারও তো অনেক স্মৃতি আছে। :)

২৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৫৯

আরইউ বলেছেন:



শায়মা,
যাক বসন্তের এই পোস্টটা না দিলে গীতিনাট্যের বিষয়টা জানাই হতোনা।
আবৃত্তির পুরোটা শুনে জানাবেন কেমন লাগলো। আর আপনিও লিখুন—নিশ্চিৎ অসাধারণ হবে।

ব্লগ থেকে লগ আউট করতে হবে। জানার খবরটা শুনে ভীষণ মন খারাপ হয়েছে। কাউকে কখনো বলা হয়নি বাট উনি আমাকে অসম্ভব স্নেহ করতেন। মনটা ভালো নেই, একদমই ভালো নেই।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:০৭

শায়মা বলেছেন: আমিও তো এই পোস্ট থেকে বের হয়েই দেখলাম জানা আপুর এই দুঃসংবাদ! আপুনি আমাকে কি কম ভালোবেসেছিলেন? একটা সময় আপুনি প্রায়ই পোস্টে আসতেন, নিজে পোস্ট দিতেন। আপু নিজেও অনেক মজা করে কথা বলেন সবার সাথে। আমার একটা টিভি শো এর লিঙ্ক দিয়েছিলাম আপুকে একবার কোভিডের সময়। আপুনি আমাকে অনেক অনেক অনেক প্রশংসার সাথে দোয়া করেছিলেন যা দেখে আমি সত্যিই মন থেকে বলা ভালোবাসাটা বুঝতে পেরেছিলাম। জানা আপু একেবারেই অন্য রকম একজন প্রগতীশীল মানুষ। আপু না থাকলে এই ব্লগটাকেই পেতাম না আমরা। চেনা জানা হত না এত মানুষের সাথে ঠিক এইভাবে। নিশ্চয় ভালো হয়ে উঠবেন আপুনি। কারণ এখনও ফার্স্ট স্টেজে আছে। নিশ্চয় আপু ভালো হয়ে যাবেন দেখো ভাইয়া।

আমি আবৃতি একটু পরেই শুনবো নিশ্চয়ই।
আর গীতিনাট্যের ব্যপারটা জেনে নিশ্চয় এখন অনেক দিনের অজানা প্রশ্নের উত্তর পেলে ভাইয়া। কেনো এই সুখের দিনের গানে কবি দুখের কথা লিখেছিলেন। তাই না??

যাইহোক ভালো থেকো। আমরা সবাই জানা আপুর জন্য দোয়া করবো। আপু ভালো হয়ে উঠবেনই।

২৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



ছবির মহিলাটা কি তুমি?

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:১৫

শায়মা বলেছেন: তোমার কি মনে হচ্ছে ভাইয়ু?? :P


২৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:১৬

মিরোরডডল বলেছেন:




শুনলাম আর ইউ। আগে শুনিনি। থ্যাংকস।
শিমুল মুস্তাফার আবৃতি আমার সবসময়ই প্রিয়।

সেইম হিয়ার, জানাপুর নিউজটা জেনে এতো খারাপ লাগছে এখন।
ক্যান্সার শব্দটা একটা বিভীষিকা আমার জীবনে।
আর শুনতে চাই না, তারপরও শুনতে হয়।

কিন্নরী, আরিল্ড ওদের কথা ভাবছি।
পরিবারে কারো ক্যান্সার হলে কাছের মানুষগুলো তখন এতো অসহায়!!!
যেহেতু ফার্স্ট স্টেইজে, there is hope.
প্রিয় জানাপু ভালো হয়ে উঠবে।



১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:২০

শায়মা বলেছেন: আমার আত্মীয়দের মাঝে ৩ জন আছেন যারা ৩ জনই ক্যান্সার জয় করে বর্তমানে সুস্থ্য জীবন কাটাচ্ছেন। জানা আপুও নিশ্চয় সুস্থ্য হয়ে উঠবেন।

২৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৪৪

কামাল১৮ বলেছেন: রবি ঠাকুরের জন্ম না হলে,আমাদের ঋতুগুলোর এতো সৌন্দর্য সম্পর্কে আমরা জানতেই পারতাম না।ছবিগুলো সুন্দর।তার থেকে সুন্দর আপনার মনের প্রকাশভঙ্গি।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৩

শায়মা বলেছেন: ঠিক তাই ভাইয়া। আমার মনে হয় রবিঠাকুর আমাদের প্রতিটা মানুষের প্রানের সব আবেগ ভালোবাসা অনুভব করেছেন একা নিজেই। আমরা ঠিক ঠিক যেভাবে প্রকৃতি, প্রেম বা আরাধনাকে অনুভব করি কিন্তু ভাষায় প্রকাশ করতে পারি না, রবিঠাকুর সেটাই করেছেন।
বিধাতা তাকে যেন এই বিশ্বের প্রতিটা মানুষের মনের আবেগ প্রেম ভালোবাসার বহিপ্রকাশের ভাষা দিয়েছিলেন।

আমার মনেও অনেক কথা ঘুরে বেড়ায় কিন্তু প্রকাশ করতে পারিনা ঠিক সেইভাবে। অনেক অনেক ভালোবাসা ভাইয়। অনেক ভালো থেকো। ইদানিং আমার মাথায় কাজের বোঝা, দায়িত্বের বোঝা এতই চেপেছে যে মনের কথা লিখতে গেলেও মাথায় কাজের বোঝার কথাই এসে যায়। :(

২৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:০২

কামাল১৮ বলেছেন: সাচু ভুতের ভয়ে ব্লগে কম আসে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৮

শায়মা বলেছেন: কি বলো ভাইয়া!!!

কতবার ভাইয়াকে বললাম, ভূতগুলোকে আমার কাছে পাঠায় দিতে। আমি ধরে ধরে বোতলবন্দী করে রাখতাম। তখন ভাইয়ার আর কোনো ভয়ই লাগতোনা। কিন্তু ভাইয়া সে কথা শুনলো না। :(

২৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আমার যেটা মনে হচ্ছে সেটা হলোঃ
এত কিউট যে মেয়েটি সে আমার আপুনি না হয়েই যায় না।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৯

শায়মা বলেছেন: হা হা ঠিক ঠিক বেশি কিউট হওয়ায় আবার সেই ছবিগুলিকে কার্টুন বানিয়ে দিয়েছি। যেন নজর না লেগে যায়!!! :P

২৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:০১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: তোমার পোস্ট মানেইতো মন্ত্রমুগ্ধতা! পড়ে গেলাম। গানগুলো সময় করে শুনে নিব।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:২১

শায়মা বলেছেন: পোস্টেটা ফাল্গুনের। মানে ফাল্গুনকে আমরা বরণ করি হাসি আনন্দ গানে। সাথে আজকাল যোগ হয়েছে ফাল্গুন পার্টি, ছবি তোলা, ফেসবুক ইনস্টাগ্রামে দেওয়া ইত্যাদি ইত্যাদি। যুগের সাথে সাথে মিলিয়ে চলারও এক আনন্দ আছে। আসলে যাহা কিছু আনন্দের তাহাই আমাদের চাওয়া।

সেই আনন্দ ভাগাভাগি করে নিতেই হয়ত আজকাল ফেসবুক অনেক বড় ভূমিকা পালন করছে।

তবে আমার কাছে ফেসবুকের চাইতেও ব্লগের মূল্য অনেক বেশি আজও।


আগে তো আমরা বৈশাখ ফাল্গুন থেকে শুরু করে সামাজিক, ধর্মীও ঐতিহাসিক রাষ্ট্রীয় সকল পালা পার্বনেই ঘটা করে পোস্ট লিখতাম। ইদানিং সবাই ব্যস্ত হয়ে পড়েছেন। এমনকি আমিও । লেখার সময় কমে এসেছে। সেই তুলনায় পাঠক লেখক ফেসবুকমুখী হয়েছে বেশি। তাই আর সে সব পোস্ট দেখিনা আমরা।


অনেক ভালোবাসা ভাইয়া..... অনেক ভালো থেকো।

৩০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:২৪

স্প্যানকড বলেছেন: আপনি এমনিতেই সুন্দরী কেন যে " এ আই " ব্যবহার করেছেন বা যেকোন ফিল্টার ? বসন্তের সব প্রিয় শুধু অপ্রিয় বসন্তের কোকিল ! ভালো থাকবেন :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৫

শায়মা বলেছেন: আরে বেশি সুন্দরী হয়ে গেলে সমস্যা না!!!!!!! তাই একটু ফোটোল্যাব দিয়ে কার্টুন ছবি ছবি বানিয়ে দিলাম। তোমাকে অবশ্য কার্টুন ছাড়াই বসন্তের ছবিগুলো দিয়ে দেবো না হয়! :)


তবে হ্যাঁ বসন্তের কোকিল প্রিয় হলে বিপদ। একটা না একটা সময় অপ্রিয় হবেই। হা হা হা

প্রথমে ভেবেছিলাম সত্যিই তুমি কোকিলের কু কু কু গানা অপছন্দ করো। পরে বুঝলাম বসন্তের কোকিল বলতে তুমি প্রবাদবাক্যটাকেই বুঝিয়েছো!!! :P

৩১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৬:২৬

সোনাগাজী বলেছেন:



সামু ব্লগের প্রতিষ্ঠাতার শরীর ভালো নয়; উনার সুস্হতা কামনা করছি।

এখন খারাপ সময়; তাই আপনার পোষ্ট নিয়ে কিছু বলতে চাহি না। ১০ নং মন্তব্যের উত্তরে আপনি যা বলেছেন, সেটা আমি পড়েছি; কিন্তু কোন কিছু নিয়ে এখন ও আগামী কিছুদিন কোন আলোচনা করতে চাহি না।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৮

শায়মা বলেছেন: হ্যাঁ জানা আপুর শরীর অনেকদিন থেকেই খারাপ ছিলো। কিন্তু তাই বলে এই সংবাদটা শুনতে হবে কখনও স্বপ্নেও ভাবিনি। তবুও আশা করছি আপু সুস্থ্ হয়ে উঠবেন তাড়াতাড়ি নিশ্চয়।

আচ্ছা ভাইয়া পোস্ট নিয়ে কিছু বলার দরকার নেই।

তবে ১০নং কমেন্টের উত্তর বা সকল কমেন্টই তুমি পড়ো সেটা আমি জানি মানে বুঝি আর কি। :)

তুমি এখন কোনো কিছু নিয়ে কমেন্ট করতে চাও না বা আগামী কিছুদিন চাওনা এটা তোমার নিজের সিদ্ধান্ত এবং তোমার কমেন্টে অনেক তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা বিদ্রুপ উপহাস উঠে আসবে বলে আমরা যেমন জানি তুমিও জানো সেসবের পরিপ্রেক্ষিতে অপর দিক থেকেও কিছুটা একই রকম উত্তর আসবে এবং সে সব নিয়ে ব্লগে হই চই অস্থির পরিবেশের সৃষ্টি হবে যা এসময় কাম্য নয়।

ভেরিগুড ডিসিশন! :)

তবে ভাইয়া এই কমেন্ট এবং তোমার ঐ পোস্টের আগ মুহুর্ত পর্যন্ত আমরা জানতাম না জানা আপুর এই খারাপ সময়ের খবরটা।

যাই হোক ওয়েটিং ফর ইওর আগামী কিছুদিনের পরের সময়। :)

৩২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৩০

আরইউ বলেছেন:




শায়মা,
জানা একজন যোদ্ধা; উনি সহজে হার মানার মানুষ নন!

ইন আদার নিউজ, আমাদের কাপুরষ সম্রাট লিলিপুটগাজী কী করেছেন তা বলে গুমোট আবহাওয়া হালকা করি— উনি আপনার পোস্টে এসে মন্তব্যগুলো দেখেছেন। দেখে ওনার মনে হয়েছে, এইরে আমার আন্ডি চাট্টি সব গেল, আমি যে নেংটা রাজা সবাই জেনে গেল! কী করা যায়... উনি যে পোস্ট করেছেন এটাতো সবাই দেখেছেন। তাই উনি পোস্ট ফিরিয়ে এনে উনি যে কত বড় বীর তা প্রমান করলেন। এরপর উনি রাজীবকে নিয়ে লেখা আমার হালকা মন্তব্যটা রেখে বাকী ৩/৪টা মন্তব্য মুছে ফেললেন যেন অন্যরা বুঝতে না পারে আমি কীভাবে জনসম্মুখে ওনাকে দিগম্বর করে ছাড়লাম। বেচারা লিলিপুট মহারাজ হলেও নেশ চতুর; নিজের মোসাহেব রাজীবকে বাসের তলে ঠেলে দিয়ে নিজের গাঁ বাঁচিয়ে নিল ঠিকই!

@সোনাগাজী, তা লিলিপুট সম্রাট, আপনি আমার মন্তব্যগুলো মুছলেন কেন? আপনাকে কমেন্ট ব্যান করা মানে অন্য আপনার সমালোচনা নিতে পারেনা কিন্তু আপনি অন্যকে কমেন্ট ব্যান করেন কী কারণে? রাজীব সহ আপনার অন্য মোসাহেবদের মত তেল চুকচুকে কমেন্ট না করে আপনার সমালোচনা করেছি বলে? একটা ৯/১০ লাইনের বাক্যে ২টা বানান ভুল আর যতিচিহ্নের ভুল ব্যবহার করেছেন সেটা ধরিয়ে দেয়ার জন্য? অন্য একজন “কুইট” “কোয়ায়েট” এ ভুল করেছেন বলে একটা আস্ত পোস্ট করেছেন অথচ নিজের পোস্ট ভুল বাংলা বানানে ভরা সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়ার জন্য?

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০৮

শায়মা বলেছেন: নিশ্চয় জানা আপু এই লড়াই এ বিজয়ী হবেন!

ইন আদার নিউজ, আমাদের কাপুরষ সম্রাট লিলিপুটগাজী কী করেছেন তা বলে গুমোট আবহাওয়া হালকা করি— উনি আপনার পোস্টে এসে মন্তব্যগুলো দেখেছেন। দেখে ওনার মনে হয়েছে, এইরে আমার আন্ডি চাট্টি সব গেল, আমি যে নেংটা রাজা সবাই জেনে গেল! কী করা যায়... উনি যে পোস্ট করেছেন এটাতো সবাই দেখেছেন। তাই উনি পোস্ট ফিরিয়ে এনে উনি যে কত বড় বীর তা প্রমান করলেন।

একমত। ঐ যে অভিজ্ঞতার আলোকে বুঝতে পারি কে কখন কেমনে কি করে। :) যদিও আন্ডি মান্ডি চাট্টি( কি জিনিস জানিনা তবে টাট্টি কি জিনিস জানি) শুনে হাসি চেপে রাখা যাচ্ছে না ভাইয়া। কাজেই বিপদে পড়লে পোস্ট তুলে নেওয়া এবং আবার ফিরিয়ে এনে বীর প্রমান করার ব্যর্থ চেষ্টা যে বিজ্ঞ ব্লগারের ভুল পদক্ষেপ এ সম্পর্কে নতুনেরা শিখবে।

সবার আগে শিখতে হবে কেউ ভুলের উর্ধে নয়। কেউ ভুল করলে কাউকে হেয় করে আনন্দ পেতে ইচ্ছা হলে তাকে ঠিক একই ভাবে শিখাতে হয় তোমার সাথেও এমন হলে কেমন লাগে এবং একই সাথে তুমিও যখন অন্যকে পোস্ট তুললে কেন, কমেন্ট মুছলে কেন কাপুরুষ মূর্খ এই টাইপ বলো, সেই কাজ মনে হয় ভাগ্যবিধাতা শিক্ষা দেবার জন্যই তার দিকেও মাঝে মাঝে ছুড়ে মারেন তখন তাহাকেও পোস্ট তুলিতে হয়, কমেন্টো মুছিতে হয় এবং একই সাথে বীর প্রমানের জন্য তোলা পোস্ট ফিরাইয়াও লইতে আনিতে হয়। :(



এরপর উনি রাজীবকে নিয়ে লেখা আমার হালকা মন্তব্যটা রেখে বাকী ৩/৪টা মন্তব্য মুছে ফেললেন যেন অন্যরা বুঝতে না পারে আমি কীভাবে জনসম্মুখে ওনাকে দিগম্বর করে ছাড়লাম। বেচারা লিলিপুট মহারাজ হলেও নেশ চতুর; নিজের মোসাহেব রাজীবকে বাসের তলে ঠেলে দিয়ে নিজের গাঁ বাঁচিয়ে নিল ঠিকই!

আহারে রাজীব বোকা ভাইয়া। :( আমি আগেও বুঝতাম রাজীব ভাইয়া একজন সহজ সরল মানুষ। :( কিন্তু ভাইয়ার জন্য জান প্রান দিয়ে ভালোবাসার মানুষটাকে ভাইয়া ছোট করে নিজেকে বলা সকল কমেন্ট মুছে ফেলে জনসন্মুখে রাজীবভাইয়াকে বলা কমেন্টটা রেখে ঠিক করেননি। ওটাও মুছে দিতেন। তাইনা??? তাহলে অন্তত আমরা বুঝতাম ভাইয়া তার দু একজন যারা ..... আছেন তাদের কদর করেন। যেমনটা দেখি তাদের পোস্টে গিয়ে কোনো ভুল নাই তোমাদের লেখা সর্বশ্রেষ্ঠ বলেন। বিপদে পড়লে তাদেরকে বাসের তলে ঠেলে দেওয়া এই ব্যপারটা দেখে আমার ভালুক ও দুই বন্ধুর গল্পটা মনে পড়লো। জানোতো ভাইয়া গল্পটা?

https://www.youtube.com/watch?v=z9mQoJU-6I0' target='_blank' <আর তুমি বার বার দিগম্বর দিগম্বর বলায় মনে পড়লো আরেকটা গল্প

এ গল্পটাও নিশ্চয় জানো..... :)

৩৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৪

হাসান মাহবুব বলেছেন: মিস করি বসন্তদিন সিরিজে মাইনাস দেয়ার সেই দিনগুলি 8-|

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:২০

শায়মা বলেছেন: হা হা তখন তুমি তো ভালোবাসা বিরোধী মানুষ ছিলে আর তাই ঐ নেকামী ভালোবাসা তোমার সহ্যই হত না। :P

৩৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বসন্তের বা বর্ষার আসা-যাওয়া নিয়া কোনো মাতামাতি নাই আমার, এসব মনেও থাকে না। চারদিকে হৈ-হুল্লোড় দেখলে বুঝতে পারি, সম্ভব হলে দু-চার কলম লিখি। বসন্ত নিয়ে কিছু লিখেছি কিনা মনে পড়ে না। খেটে খাওয়া মানুষ, পেট তাজা রাখার জন্য ব্যস্ত থাকতে হয় :)

বসন্ত নিয়ে গীতি-আলেখ্য ভালো হয়েছে। ছবিগুলো কি এআই দিয়ে করা, নাকি ফটোশপে ইফেক্ট দেয়া?

আপনার গাওয়া প্রফেশনালদের মতোই।



১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৫৮

শায়মা বলেছেন: আহা ভাইয়া কি বলো!!!!!!!!!!
বসন্ত কি ভুলে থাকার জিনিস?
ভাইয়া আজকাল তো চারিদিকে হলুদ শাড়ি, হলুদ ফুল নাচা গানা ফেসবুকে সয়লাব!!!!!!!!! না বুঝার আর উপায় নেই।

ভাইয়া ছবিগুলোকে কার্টুন টাইপ বানাতে চেয়েছিলাম। দু একটা আবার এমনিতেই দিয়ে দিয়েছি ধৈর্য্য হারিয়ে। এটা এ আই না ফোটোশপেও না এপস এ করা। :)

আমার গান প্রফেশনালের কাছাকাছি কিন্তু একেবারে প্রফেশনাল না হা হা


যাইহোক কি ভিডিও দিলে ? দেখতে পারছি না। :(

৩৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৫১

নজসু বলেছেন:




আহা, আজি এ বসন্তে এত ফুল ফুটে,
এত বাঁশি বাজে, এত পাখি গায়,
সখীর হৃদয় কুসুম-কোমল-
কার অনাদরে আজি ঝরে যায়।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৫৯

শায়মা বলেছেন: বসন্তেও সখীর হৃদয়ে দুঃখ ভাইয়া....... :(

তবুও বসন্ত মধুর.......

৩৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪০

রাজীব নুর বলেছেন: সুন্দর সব ছবি।
শাড়িতে আপনাকে ভালো লাগে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩১

শায়মা বলেছেন: থ্যাংক ইউ আমার সহজ সরল ভাইয়া! :)

৩৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:০০

করুণাধারা বলেছেন: তোমার গাওয়া গান আবার শুনলাম, ফাগুন হাওয়ায়...! এটা আগেও শুনেছি।

তোমার ছবিগুলো খুবই প্রাণবন্ত ও সুন্দর। বিশেষ করে সখীদের সাথের ছবিগুলো। আচ্ছা, বসন্ত পার্টিতে এরা এমন সাদাটে পোশাক পড়েছে কেন?

ছবি নিয়ে এমন কারিকুরি কী করে করা যায়, এসব আমার মাথায় কখনোই ঢুকবে না। কিন্তু কিছু ছবি দেখে মনে হচ্ছে, তোমার কারিকুরি কেউ শিখে নিয়ে রিকশা পেইন্টারদের ভাত মারতে পারে। ;)

তোমার ফাগুনের গান থেকে আমার পছন্দের কটা লাইন কপি পেস্ট:

সুখে আছে যারা, সুখে থাক্‌ তারা,
সুখের বসন্ত সুখে হোক সারা,
দুখিনী নারীর নয়নের নীর
সুখী জনে যেন দেখিতে না পায়।
তারা দেখেও দেখে না, তারা বুঝেও বোঝে না,
তারা ফিরেও না চায়।
আহা আজি এ বসন্তে...

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৪

শায়মা বলেছেন: আপুনি সখীদের সাথে আরও অনেক অনেক ছবি আছে। তোমাকে দিচ্ছি একটু পর। মানে আর একটু কারিকুরি করে নিয়ে। নইলে আবার পারমিশনের ঝামেলায় পড়তে পারি।

বসন্তের গানে তোমার প্রিয় লাইনগুলিতে দুঃখ দুঃখ আছে। কারণ এটা রবিঠাকুরের মায়ার খেলা গীতিনাট্যের প্রয়োজনে লেখা হয়েছিলো।

৩৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:০২

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট মানেই অনেক মন্তব্য।
আমি মন্তব্য গুলো মিস করি না। দীর্ঘদিনের অভ্যাস।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৫

শায়মা বলেছেন: মন্তব্য পড়াও মজার কাজ। এই পোস্টের সবগুলো মন্তব্য মন দিয়ে পড়ো কিন্তু আমার সহজ সরল ভাইয়া। বসন্তের শুভেচ্ছা সুরভীভাবীকে আর দুই বেবিকেও। :)

৩৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৭

ঢাবিয়ান বলেছেন: ফটোশপের ছবিগুলো ভাল্লাগে নাই। রিয়েলগুলো ভাল লেগেছে।

''ফুলে ফুলে ঢলে ঢলে '' গানটা মনে হয় কয়েক যুগ পর শুনলাম। বসন্তের সাজ সজ্জা, গান সব মিলিয়ে দারুন একটি পোস্ট।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৩

শায়মা বলেছেন: হা হা ফোটোশপ করে কার্টুন বানিয়ে দিয়েছি ছবিগুলো। রিয়েল দু একটা দিয়েছি। আচ্ছা আবার দিয়ে যাবো রিয়েলগুলো! :)


ফুলে ফুলে তো ছোটবেলার গান....... এই সহজ গানগুলাই আগে শেখানো হত। :)


অনেক অনেক থ্যাংকস ভাইয়ামনি!! অনেক ভালো বাসা। :)

৪০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫

সোনাগাজী বলেছেন:


শায়মা,

আমার ৩১ নং মন্তব্যের পর, ৩২ নং মন্তব্যের উত্তরে আপনি যা লিখেছেন, এগুলো আপনি না'লিখলে চলতো। ব্লগে চলমান সংবাদের পরিপ্রেক্ষতে আমি চুপ থাকছি; নিজকে সংযত করুন।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৯

শায়মা বলেছেন: ভাইয়া তোমার উপদেশ অন্যদেরকে দিও।

আমি তোমার মন্তব্য উপদেশ আচার আচরণ, পোস্ট কোনোটাই পছন্দ করি না সেটা তুমি জানো। তারপরেও উপদেশ দিতে এসেছো। এটা আর করো না। আমি তোমার উপদেশ শুনতে আগ্রহী নই।
তোমাকে বহুবার মানুষ নানা কারণে সংযত থাকতে বলেছে তুমি কিন্তু কারো কথাই কর্ণপাত করোনি। নিজে যেটা করো না সেটা অন্যকে করতে বলো কেনো বলোতো??

তোমার সমস্যাটাই এইখানে। নিজে করলে তুমি নির্দোষ আর সেই একই কাজ অন্যেরা করলে দোষ।

আর এইখানে শুধু দোষ নির্দোষের ব্যপারও না। তুমি যা করো বা করেছো অন্য একজনের একটা ইংলিশ বানান নিয়ে বাড়াবাড়ি সেই একই জিনিস তুমি চৌদ্দশো বার করো বরং বাংলা লিখতে গিয়ে। সেই উপদেশ বা পোস্ট তুমি অন্যভাবেও লিখতে পারতে কিন্তু না তুমি তো নিজের ব্যপারে অন্ধ! যেহেতু তোমার ঐ পোস্টে তোমার ভুল খুবই ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে তাই তুমি সহ্যই করতে পারছো না।

চলমান ঘটনার অজুহাত দিয়ে বার বার আমাকে উপদেশ দিতে এসো না। ব্লগে তুমি একমাত্র মানবিক মানুষ নও। জানা আপু আমার কাছে কতখানি প্রিয় বা তার কাছে আমিও সেটা আমরাই জানি। তোমাকে এইখানে এত উপদেশ দিতে আসতে হবে না। তোমার উপদেশ আমার কাছে অগ্রহনযোগ্য।

জানা আপু সুস্থ হয়ে উঠুন শিঘ্রী আমরা সবাই চাই।

তোমার নিজের মত তুমি চলো। আগেই বলেছি তোমার উপদেশ আমার কাছে গ্রহনযোগ্য নয়। আমি কমেন্টের উত্তর আমার মত করেই দেবো। এর আগেও তোমার সাথে বৈরীতাই শুরু হয়েছিলো ঠিক এমনই এক মাতবরী আচরনে। আমি কেনো অপু তানভীরের পোস্টে কমেন্ট করছি। তোমার কথা মত চললাম না। কাজেই শুরু হয়েছিলো তোমার স্বভাবগত সমস্যা।

৪১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৪

সোনাগাজী বলেছেন:



ব্লগ প্রতিষ্ঠাতার শরীর ভালো নয়, এই খবর আসার পর ৩২ নং মন্তব্য এসেছে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪১

শায়মা বলেছেন: হ্যাঁ এখন কেনো এই মন্তব্য আসলো আমার পোস্টে সেই উত্তর কি আমাকে দিতে হবে তোমাকে ভাইয়ামনি?

বরং ওয়েট ফর আর ইউ ভাইয়া।

৪২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৭

জ্যাক স্মিথ বলেছেন: বসন্ত চিরকাল থাকুক আপনার জীবনে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০০

শায়মা বলেছেন: থ্যাংক ইউ সো মাচ ভাইয়ু!

বসন্ত বার বার আসে বার বার যায়।

একটা সময় সকল বসন্তেরই শেষ আসে।


তবুও এত সুন্দর শুভকামনার জন্য অনেক অনেক থ্যাংকস!!!

৪৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০৬

সোনাগাজী বলেছেন:



আমার মন্তব্যের ( ৪০ নং ) উত্তর দিয়েছেন, উহা আমি পড়েছি। ব্লগের সংবাদটাকে নিয়ে ভাবেন এখন; এখন অন্য কিছু নিয়ে ভাবার সময় নয়।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:২০

শায়মা বলেছেন: আবার এসেছো উপদেশ দিতে? :(


ঠিক আছে কবে থেকে তোমার এই অন্যের ভুল ধরার উছিলায় অন্যকে ছোট করা, অন্যের দিকে আঙ্গুল তোলা আর নিজের ভুল/দোষ/ না ধরা, নিজেকে বড় করা ও নিজের দিকে তোলা আঙ্গুল নামিয়ে দেবার চেষ্টা করা এসব নিয়ে তর্ক বিতর্ক করবো সেই দিন ক্ষন জানিয়ে দিও। আমি আসবো। তবে তোমার পোস্টে নহে। :)

৪৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:২৫

সোনাগাজী বলেছেন:



ব্লগ প্রতিষ্টাতার সুস্হতার খবর পাবার পর, আমি কথা বলবো।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৩১

শায়মা বলেছেন: আচ্ছা ঠিক আছে। :)

ততক্ষনে তোমার পোস্ট নিয়ে তোমার নাম নিয়ে কেউ মন্তব্য করলে আমি কি বলবো ভাইয়া?? এতক্ষন যখন না চাইতেও উপদেশ দিয়েই যাচ্ছো এটাও তাইলে বলে যাও।

যদিও শুনবো কিনা সেটা আমার ব্যপার।

৪৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:১৩

ফয়সাল রকি বলেছেন: বসন্তগুলো কেন জানি তেমন একটা মধুর হয় না।
যাইহোক, আপনার জন্য শুভকামনা।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:২৪

শায়মা বলেছেন: কেনো হয় না!!!

বুঝেছি তুমি সাজুগুজু করো না, বসন্তের উৎসবে যাও না, ভাবিজীকে শাড়িও কিনে দাও না। তাই বসন্ত অমধুর হয়! :(


:P


যাইহোক চৈত্র দিনের অলসবেলা পড়লে মনে হয় বুঝতে পারবো কেনো বসন্ত আর মধুর হয় না তোমার কাছে ভাইয়ু!

৪৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:২৮

ফয়সাল রকি বলেছেন: ভাবীজী সাধারণত নিজেই শাড়ি কিনে ফেলে, আমার দ্বারা এই কাজটা হয় না।
কেন হয় না, এটা খুঁজে বের করতে পারলে সমাধান করা যাবে। দেখি খুঁজি।
চৈত্র দিনের অলসবেলায় ভালো গল্প, পড়ে ফেলুন B-)

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৩৪

শায়মা বলেছেন: আচ্ছা আচ্ছা ২১শে ফেব্রুয়ারী বইমেলায় যাবো। :)

৪৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: বসন্ত এসে গেছে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৩৫

শায়মা বলেছেন: খুবই সুন্দর গান আর নাচ! :)

৪৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৩৯

নীল-দর্পণ বলেছেন: আমিতো আমার শায়মাপু'র ফটো দেখে বসন্তের ঘ্রান সুন্দর করে নিচ্ছিলাম তার মাঝে দেখি হৈ হট্টগোল লেগে গেছে! কমেন্ট করবো নাকি দৌড়ে অয়ালাবো ভাবতে ভাবতে বললাম এতদিন পর এলাম একটা চিহ্ন রেখেই যাই। !:#P

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৪২

শায়মা বলেছেন: হা হা দৌড়াতে হবে না ।

আমি আছি না??? :P


৪৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫৪

মনিরা সুলতানা বলেছেন: মনের রং লেগেছে
বনের পলাশ জবা অশোকে।
রঙের ঘোর জেগেছে
পারুল কনক-চাঁপার চোখে॥
মুহুমুহু বোলে কুহুকুহু কোয়েলা
মুকুলিত আমের ডালে, গাল রেখে ফুলের গালে।
দোয়েলা দোল দিয়ে যায়
ডালিম ফুলের নব কোরকে॥
ফুলেরই পরাগ-ফাগের রেণু
ঝুরুঝুরু ঝরিছে গায়ে ঝিরিঝিরি চৈতি বায়ে
বকুল-বনে ঝিমায়
মধুপ মদির নেশার ঝোঁকে॥
হরিত বনে হরষিত মনে
হোরির হররা জাগে,
রঙিলা অনুরাগে।
নূতন প্রণয়-সাধ জাগে
চাঁদের রাঙা আলোকে॥

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২১

শায়মা বলেছেন: একদম ফাগুনের গান ........নজরুল গীতিতে এটা আমার অনেক প্রিয় গান আপুনি!!!!!!!

৫০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:০০

নীল-দর্পণ বলেছেন: আচ্ছা তবে বসে যাই একটু। এবার বলো ত তোমার আঁকিবুকিটাইপ ছবি গুলো কে এঁকেছে? তুমি করেছো কোন এপস দিয়ে?

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২২

শায়মা বলেছেন: আমি আঁকিনি!!!!!!!!!!! এপসে দিয়ে দিয়েছি আর এঁকে দিয়েছে!!!!!!!! :)

৫১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:৩৬

আরইউ বলেছেন:



শায়মা,
এই পোস্টে দেখি লিলিপুটগাজী যুদ্ধ লাগিয়ে দিয়েছে। জানা অসুস্থতায় আমরা সবাই মর্মাহত। সবাই জানার জন্য প্রার্থনা করছেন, শুভকামনা জানাচ্ছেন। আমি জানি অনেকের মন ভালো এই দুঃসংবাদ শোনার পর। বাট লাইফ গোজ অন, লাইফ মাস্ট গো অন।

জানা কী বস্তুতে তৈরী তা জানার আপনজনরা খুব ভালো করে জানেন। জানার যোদ্ধা সত্ত্বাকে কাছাকাছি দেখেছি বলে খুব ভালো করে জানি সামান্য ক্যানসারে ওনার কিছুটি করতে পারবেনা; জানার উজ্জল-উচ্ছল সত্ত্বাকে কাছ থেকে দেখেছি বলে এটাও জানি উনি কখনো চাইবেননা ওনার অসুস্থতার খবরে ব্লগটা স্থবির হয়ে পরুক, সবাই মুখ গোমড়া করে থাকুক। এই ব্লগের প্রাণ ব্লগে আলোচনা-সমালোচনা-আড্ডা। জানাকে যারা চেনেন, জানার সাথে কাজ করার যাদের সুযোগ হয়েছে তারা খুব ভালো করে জানেন উনি কতটা প্রানোচ্ছল-কতটা আড্ডাপ্রিয়! ওনার অসুস্থতার খবরে ব্লগে আলোচনা-সমালোচনা-আড্ডা চলবে যেমন চলছিলো। আমি নিশ্চিত জানাও তাই চাইবেন।

লিলিপুটগাজী জানার অসুস্থতার অযুহাতে গাজীর নামে সমালোচনা করা যাবেনা বলে যে ফতোয়া দিলেন তা হাস্যকর এবং লিলিপুটগাজীর কাপুরুষতার পরিচায়ক। অবশ্য তর্কে হেরে আন্ডি চাড্ডি হারিয়ে দিগম্বর হয়ে রাস্তায় ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াতে কারই বা ভালো লাগে!

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৬

শায়মা বলেছেন: হা হা ভাইয়া আবারও চাড্ডি!!!!!!!!!! :P

চাড্ডি মানে কি ভাইয়া? :P

হ্যাঁ ভাইয়া এখন চাচ্ছেন ভাইয়ার চাড্ডি বিষয়ক আলোচনা চাপা পড়ে যাক। তাই কিছুতেই এই বিষয়ক আলোচনা কমেন্ট উত্তর যেন না আসে তাই বার বার আমাকে উপদেশ দিচ্ছেন। কিন্তু আমি তো জানতেই চাইলাম তাহলে আমি কি উত্তর দেবো বলে দাও? ভাইয়া সেই উপদেশ দিলোই না আমাকে। :(

এখন আমি কি করি বলো?

যাইহোক ভাইয়া তো সেই পোস্ট আবার উঠায় নিলো। :( মনে হয় নিশ্চয় এবার সেই সন চাড্ডিওয়ালা কমেন্টসহ নিয়ে আসবেন কিছুদিন পরে। :)

৫২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:৩৮

আরইউ বলেছেন:



* আমি জানি অনেকের মন ভালো নেই এই দুঃসংবাদ শোনার পর।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৭

শায়মা বলেছেন: বুঝেছিলাম ভাইয়া এটা টাইপো মিসটেক হয়ে গেছে।

জানা আপু সুস্থ হয়ে উঠবেন ইনশা আল্লাহ!

৫৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:৫০

আরইউ বলেছেন:




@সোনাগাজী
আপনি “ আইডিয়ালিস্ট এবং রিয়ালিস্ট” শিরোণামের একটা পোস্টে মন্তব্যে মন্তব্য করেছেন


এখন সমালোচনা করতে গিয়ে আপনার অযুহাত কোথায় গেল? নাকি অন্যের লেখার সমালোচনা শুধু আপনিই করতে পারবেন? আপনি যে ব্লগের সবচেয়ে বড় ডোডো লিলিপুটিয়ান পিগমী সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেই অযুহাত; তখনই অন্যদের সংযত হতে হবে! কী চমৎকার আবদার, মশাই!!

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮

শায়মা বলেছেন: তাই তো !!! ভাইয়া যদি এতই শোকে মুহ্যমান হয়ে নীরব নিথর হতে সবাইকে উপদেশ দেন তাহলে ভাইয়াকে এই রকম অন্যকে অপমান করে কমেন্ট করার রাইট কে দিলো!!! নিজেকেই নিজে দিলো নাকি!!!


ভাইয়া নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর দেবেন। :)

৫৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু আমার ছবি কেউ তুলে না

আমি সবার ছবি তুলি হাহাহাহা

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯

শায়মা বলেছেন: আমার ছবি তুলে দিও একদিন!!!
ছবি তুলতে তুলতে তুলতে আমি শেষ!!!

আহা সব ছবি কেনো ব্লগে দিতে পালি না!!!!!!!!! :)

৫৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৫১

আহমেদ জী এস বলেছেন: শায়মা,



চোখে পড়তে দেরী হয়ে গেলো কি ? অবশ্য বসন্ত বাতাস তো আর সব জায়গায়, সবার গায়ে হাওয়া দিয়ে বেড়ায় না!!!! :P

মধুর বসন্ত দেশের মাঠ-ঘাট কতোখানি দাঁপিয়ে বেড়াচ্ছে জানিনে তবে গানের ফাঁকে ফাঁকে এই ফটো সেশন পোস্টখানিকে যে রাঙিয়ে দিয়ে গেছে সেটা নিশ্চিত। বলতে হয় - ওরে ভাই, ফাগুন এসেছে ব্লগে ব্লগে...... ;)

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৫৬

শায়মা বলেছেন: হা হা ভাইয়ু!!!!

তোমার ফাগুন কেমনে এলো জানালে না???

৫৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:০৩

আহমেদ জী এস বলেছেন: শায়মা,




আমার ফাগুন এখনও আসেনি, শীত চলছে সাথে মেঘ আর বৃষ্টি। মার্চের শেষে ফাগুন আসবে মার্চ করতে করতে ...... :-P

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:১৬

শায়মা বলেছেন: হা হা মার্চ করতে করতে ফাগুন আসবে নাকি তুমিই ফাগুনের কাছে যাবে। বুঝেছি এখনও সূর্য্যমূখির দেশেই আছো..... গুড গুড মার্চের শেষের ফাগুন নিয়েই একখানা পোস্ট দিতে ভুলোনা ভাইয়ু!! :)

৫৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:০৯

আরইউ বলেছেন:





শায়মা,
যাহা আন্ডি তাহাই চাড্ডি! আমাদের দিগম্বরগাজী কাপড় ছাড়া বাইরে বের হলেল রাজীব (ওরফে সামিয়া) সহ আর মোসাহেবের দল বলে ওঠেঃ আহা, গরুর পোষাকটা দারুণ। তা কেউ যদি বলে “ওহে ন্যানোপুটগাজী তুমিতো আন্ডি-চাড্ডিহীন নেংটো রাজা” অমনি তার মুখ গোস্বা। তখন সে বলে এখন এসব নিয়ে সমালোচনা করা যাবেনা।

আর ওদিকে লিলিপুটগাজী ওনার সমালোচনা করা যাবেনা বলে ফতোয়া দিয়ে এই করে বেড়াচ্ছে! হা হা হা!!

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:২৭

শায়মা বলেছেন: হা হা তাই বলো উহাই চাড্ডি!!!!!!!!!

কেনো ভাইয়া নেংটো রাজার গল্পটা পড়েছিলে সেদিন???


যাইহোক যে স্ক্রিনশট দিলে সেই একই কমেন্ট আমিও পড়ে একই রকম ভাবছিলাম। কোথায় গেলো ভাইয়ার এত বড় বড় বাণী!

নিজের নামে কিচ্ছু শুনবেন না কিন্তু অন্যদের নামে কিছু বলার সুযোগ পেলো কি না পেলো না লাফ দিয়ে কিছু একটা বলতেই হবে অপমানজনক!

৫৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:৩৫

আরইউ বলেছেন:



ঐ নেংটো রাজাই আমাদের দিগম্বরগাজী ওরফে ন্যানোপুটগাজী ওরফে লিলিপুটগাজী!

হামার পোস্টে মর্কটটাকে একটা “ডলা” দেয়ার চিন্তা করেছিলাম। পরে মনে হলো এই পোস্টে লিলিপুট সম্রাটের চোখতো আছেই।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:৪১

শায়মা বলেছেন: হা হা লিলিপুট সম্রাট কি দিগম্বর ছিলো নাকি ভাইয়া??

ছোটবেলায় আমার লিলিপুট আর গ্যালিভারের গল্প পড়ে ছোট্ট ছোট্ট মানুষ লিলিপুট দেখার বড় শখ ছিলো। :)

৫৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:০৯

সোনাগাজী বলেছেন:


ব্লগার জানার অসুস্হতার কথা শোনার পর, আমি ৩ দিন পোষ্ট দিইনি; আপনি এই কষ্টকর সংবাদের সময় আমাকে নিয়ে কটু কথা বলেছেন।
আপনার আচরণে সমস্যা আছে। আমি আপনার আচরণ নিয়ে সঠিক কথা বললে, আপনি নালিশ করে আমাকে সাময়িক ব্যানে নেয়ার চেষ্টা করবেন।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৬

শায়মা বলেছেন: ভাইয়া তুমি কি সুই আর চালুনের প্রবাদ বাক্যটা জানো? না জানলে জেনে নিও।

যেখানে তোমার নিজের আচরনের জন্য চৌদ্দশ বার ব্যানড হয়েছো। শত শত নিক ব্যানড হয়েছে এই ব্লগ ও অন্যান্য ব্লগ থেকে, সেই তুমি কিনা নিজের আচরণ না ঠিক করে অন্যের আচরণ সঠিক নয় বলতে এসেছো???

পাগলা গারদেও তো তোমার জায়গা হবে না।

তোমার উচিৎ কিশোর সংশোধানাগারে যাওয়া। কারণ তুমি এতটাই অবার্চীন যে নিজে কি করো কি বলো তা বুঝো না।

জানা আপুর জন্য তুমি ৩ দিন শোক পালন করেছো। তোমার নিয়মে তাই না? এই নিয়ম তোমাকে কে ঠিক করে দিয়েছে? আবার সেই নিয়ম আমাকে মানাতে এসেছো??কোন সুবাদে শুনি???

এছাড়াও তুমি বলেছিলে যতদিন জানা আপুর সুস্থতার খবর না আসবে তুমি নাকি ব্লগে নীরবতা পালন করবে। অথচ তুমি তোমার নোংরা নাক সবখানেই গলিয়ে বেড়িয়েছো। আবার আমার পোস্টে দৌড়ে দৌড়ে এসেছো আর ইউ ভাইয়া তোমাকে তোমার পোস্টে হাতে নাতে ধরিয়ে দিয়েছিলো ভুল বানানগুলো সে সব নিয়ে কমেন্ট করেছে বলে। তোমার তো সহ্য হচ্ছেই না ধরা পড়ার ব্যপারটা তাই তোমার সাহস নেই আরইউ ভাইয়াকে কমেন্ট আনব্লক করে তার কাছে ধরা খাবার বাণী আরও কিছু শোনা। তাই দৌড়ানীর উপরেই আছো।

বেশি বাড়লে আমাকে নালিশ করতে হবে না। তুমি অটো ব্যানড হবে। কাজেই সাবধানে কথা বলতে এসো এইখানে।


লাস্ট টাইম তোমাকে সাবধান করে দিচ্ছি ভাইয়া। আর একটা কমেন্ট এইখানে করতে আসবেনা যদি তোমার লজ্জা থেকে থাকে।

৬০| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:১৫

আরইউ বলেছেন:



@শায়মা, আমাদের বেহায়া লিলিপুট সম্রাট অবশ্যই দিগম্বর। উহাকে উনার পোস্টে নেংটো করে উহার কদাকার নোংরা চেহারাটা আয়নাতে দেখাতেই না আমাকে ব্লক করে পোস্ট সরিয়ে নিল, আমার কমেন্ট মুছে দিল!

আমাদের লিলিপুটগাজী অবশ্য ৩দিন শোক পালন করেছে, এতদিন শোকে মুহ্যমান হয়ে পোস্ট দিয়ে অন্যদের আক্রমন করেনি। সে শুধু মন্তব্যে কটু ভাষায় সমালোচনা করেছে। উহা করলে সব ঠিক আছে বাকীরা করলেই আচরণে সমস্যা আছে!

২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২০

শায়মা বলেছেন: ভাইয়ার সেই পোস্টের হাতে নাতে ধরা পড়া কদাকার চেহারা বের করে দেবার ব্যপারটা সহ্যই হচ্ছে তাই এই পোস্টে দৌড়ে দৌড়ে আসছেন। আবার আমাকে বলতে এসেছে আচরণ সঠিক নট বলতে। ভাইয়ার মাথার মগজ কি দিন দিন ফুরিয়ে যাচ্ছে নাকি!!!


আমাদের লিলিপুটগাজী অবশ্য ৩দিন শোক পালন করেছে, এতদিন শোকে মুহ্যমান হয়ে পোস্ট দিয়ে অন্যদের আক্রমন করেনি। সে শুধু মন্তব্যে কটু ভাষায় সমালোচনা করেছে। উহা করলে সব ঠিক আছে বাকীরা করলেই আচরণে সমস্যা আছে!


হ্যাঁ ভাইয়া তো ব্লগে কৃষ্ণ হতে চান .... X((

৬১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪০

সেলিম আনোয়ার বলেছেন: তোমার গাওয়া দুটি গান অওসাম। বিশেষ করে ফাগুন হাওয়ায় গানটি অদ্ভুত সুন্দর গেয়েছো। তুমি বিখ্যাত হতে পারবে রবীন্দ্র সংগীত গেয়ে। এত সুন্দর করে করো।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৪

শায়মা বলেছেন: থ্যাংক ইউ গান ভালো বলার জন্য।

কিন্তু আমি গান গেয়ে বিখ্যাত হতে চাইনি। নাচ করেও। আমি শখের শিল্পী।
পেশা হিসাবে আমার ছোট থেকেই যেটা করার ইচ্ছা ছিলো সেটাই করেছি। :)

৬২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:২৪

সেলিম আনোয়ার বলেছেন: আবৃত্তি ও তুমি ভালো করো। আর আঁকাআঁকি তে অনেক সময় দিতে।

তবে রাঁধুনি হিসেবে পচু । B-)

২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৪৩

শায়মা বলেছেন: কে বলেছে????

আমি কুকিং কোর্স করেছি অনেকগুলা জানো????

আর আজকাল ইউটিউব তো আছেই!!!!!!! :) :) :)

৬৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৩১

সোনাগাজী বলেছেন:



ব্লগার জানার অসুস্হতার কারণে আমি চুপ ছিলাম।

আপনার আচরণ ব্লগিং'এর উপর খারাপ প্রভাব রাখছে।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৪৮

শায়মা বলেছেন: এই কমনে্টের উত্তরে একটা কথাই মুখে এসেছিলো " গেট লস্ট ই ....ট " কিন্তু ভদ্রতা আজও এতটুকু তোমার জন্য অবশিষ্ঠ আছে বলে বললাম না ভাইয়া।:)

তবে হ্যাঁ আমার আচরন ব্লগিং এ বড়ই ভালো প্রভাব ফেলেছে আমি জানি। আমাকে দেখে অনেকেই ভদ্র এবং ঠান্ডা মাথায় কেমনে পাগল ছাগলকে উত্তর দিতে হয় শিখেছে। :)

কিন্তু তুমি আজও আরও একটাকেও তোমার মত অভব্য অসভ্য আচরণ শেখাতে পারলে না।

আহারে ভাইয়া..... :(

ভদ্র আচরনও তুমি শিখবে না তোমার নিজের সম্পর্কে ভুল ধারনাও তোমার যাবেনা কাজেই ঘেনর ঘেনর পেনর পেনর করে লাভ নেই বরং
এক কাজ করো তুমি যদি এতই বীরপুরুষ হয়ে থাকো প্লিজ আরইউ ভাইয়া তোমাকে যেই পোস্টে এমপেররস নিউ ক্লথ গল্পের অবস্থা করেছিলো সেই পোস্টটা আরইউ ভাইয়ার কমেন্ট সমেত ফিরিয়ে আনো ভাইয়া। :)

৬৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:২৮

সোনাগাজী বলেছেন:


১৬ তারিখ ব্লগে ব্লগার জানার অসুস্হতার খবর আসার কারণে, আরইউ'এর পঁচা কমেন্টকে দুরে রাখার জন্য সেই পোষ্ট ড্রাফট করেছি। সে আপনার কাছে এসে রিপোর্ট করেছে যে, সে আমাকে কটু কথা বলেছে; এরপর আপনি শুরু করেছেন। আপনার আচরণ গ্রহনযোগ্য নয়; আপনার ব্লগিংও দেয়ালে ঠেকে গেছে।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪৬

শায়মা বলেছেন: ১। আরইউ এর কমেন্ট পঁচা আর তোমার কমেন্ট হীরা মানিক মুক্তা? তাইনা? নিজের চরকায় তেল দাও। তোমাকে যে অনেক মানুষজন মানসিক রোগী বলে সে কথা নিশ্চয় তোমার জানা আছে।

২। আরইউ এর পঁচা কমেন্টে তুমি নিজেই পঁচে গেছো দেখেই তুমি সেই পোস্ট ড্রাফ্ট করেছো ভাইয়া। নয়তো সেই পোস্ট নিয়ে তিড়িং বিড়িং লাফাতে। সেখানে তোমার বাহাদূরী কুপোকাৎ হয়ে গেছে তাই তুমি সরিয়েছো। আবার কি করেছিলো সেই কমেন্ট মুছে আবার এনেছিলে। আবার আরইউ তোমার সেই কাজ নিয়ে হাসাহাসি করায় আবার সরালে। পাগল হয়ে গেছো নাকি ভাইয়া??

৩। তোমাকে কটু কথা বললে বা ভালো কথা বললে মানে আমার পোস্টে কেউ কমেন্ট করলে আমি তার উত্তর দেবো এটা কি কারো অজানা? তুমি যে তোমার ব্লগে তোমার পোস্টে দিনের পর দিন আমি এবং আরও কিছু মানুষের নাম নিয়ে ঘেনর ঘেনর পেনর পেনর করো আমি কিছু বলতে যাই? বরং নিজের ফান্দে নিজেই পড়ে ব্যানড হয়ে আবার পেনপেন কান্না জুড়ো। এবার ছাড়া পেলে আর করবো নারে , কাউকে আজে বাজে পাগলামী কথা বলবো নারে হেন তেন। আবার ছাড়া পেলেই যে কি তুমি তাই হয়ে তিড়িং বিড়িং লাফানো শুরু করো।

৪। আমার আচরণ গ্রহনযোগ্য নয়, অবশ্যই নয় আমি জানি সে শুধু তোমার কাছে ভাইয়ামনি!!!!!! :) সে কি আমি জানিনা?? তবে হ্যাঁ আর কারো কাছে নহে আর তোমার আচরণ এই দুনিয়ার কারো কাছেই গ্রহনযোগ্য নয়। তোমার সাগরেদ যে দু একজন আছে তাদেরকেও তোমাকে উপদেশ দিতে দেখেছি এইবার থেকে সামলে চলেন। তবুও তোমার লজ্জা শরম বু্দ্ধি শুদ্ধি কিচ্ছু নেই। তবে আমি বুঝি তোমার এই বয়সে আসলে কিছুই করার নেই তাই তুমি এইখানে এই সব আবোল তাবোল বলে সময় কাটাও। কারণ কি আর করার আছে এই এক কালে গিয়ে ঠেকা জীবনে? :(

৫। তবে তোমার লাস্ট কথাটা শুনে আমি সত্যি হাসতে হাসতে মরে গেছি ভাইয়া। হা হা আমার ব্লগিংও দেওয়ালে ঠেকে গেছে। :P

যাই হাতুড়ি দিয়ে দেওয়াল ভাঙ্গি নইলে কখন আবার তোমার টাক মাথায় হাতুড়ী দিয়ে বাড়ি মারি কে জানে? :P

৬৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:০০

আরইউ বলেছেন:




@লিলিপুটগাজী,
এখন আপনার শোক পালন যেহেতু শেষ সেহেতু আমার পচাঁ কমেন্টসহ আপনার মূল্যবান পোস্টখানা ড্রাফ্ট থেকে নিয়ে আসুন দেখি মশাই। আর হ্যা, শুধু আপনার মোসাহেব রাজীব ওরফে সামিয়ার উদ্দেশ্য করা মন্তব্যটা নয় আমার সবগুলো মন্তব্যসহ ফিরিয়ে আনবেন।

২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৩৩

শায়মা বলেছেন: ঠিক ঠিক আমিও সহমত!!!

সোনাগাজী ভাইয়ু প্লিজ পোস্ট ফিরিয়ে আনুক সব কমেন্টসহ। আর এই পোস্টে তারপর থেকেই কোনো কথা হবে না তখন থেকেই তাইনা ভাইয়া???


তখন সেই পোস্টেই সব কথা হবে ঠিক বলেছি না??? :)

৬৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:০৫

সোনাগাজী বলেছেন:




@আরইউ ,

এখন ব্লগে কটুকথা বলার সময় নয়; ব্লগিং সবার জন্য নয়।

২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৩৬

শায়মা বলেছেন: ব্লগিং শুধু তোমার জন্য তাইনা ভাইয়া???

তোমার গায়ে মানেনা আপনি মোড়লগিরি শোনার জন্য তাইনা????

আর ব্লগে তুমি শুধু এখন তখন সর্বক্ষন কটু কথা বলে বেড়াবে আর তোমার জন্যই ব্লগিং আর কারো জন্য নয় !!!


আহা সাধু সাধু....... মশার মত একই কথা ভেন ভেন করেই যাচ্ছো। অথচ সেই পোস্ট ফিরিয়েই আনবেনা তাইলে গোমর ফাঁস হয়ে যাবে তাই। :(

৬৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:১০

সোনাগাজী বলেছেন:



আরইউ আমাকে কটু কথা বলার জন্য আপনার বাসন্তী পোষ্টকে বেছে নিয়েছে; আপনিও আমাকে কটু কথা বলেই যাচ্ছেন; আপনার অবস্হা ভয়ংকর। আপনার বাসন্তী ছবি নিয়ে আমি ২/৩ শব্দের ১টি সঠিক কমেন্ট করলে, এডমিন সাহেব আমাকে ব্যান করে দেবেন; না'হয় করতাম।

২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৩৮

শায়মা বলেছেন: ভীষন ভয়ংকর আমার অবস্থা!!!

আমার এই ভয়ংকর অবস্থা দেখার পরও এইখানে ভেন ভেন করে যাচ্ছো!!!!!!!!!

সাহস তো ভালোই তোমার!!!!


তোমার কমেন্টের ধার ধারিনা ভাইয়া সে বহুকাল আগেই বলে রেখেছি।

তবে হ্যাঁ আমার বসান্তী ছবি নিয়ে তুমি তোমার মনের মত একখানা কমেন্ট করো প্লিজ!!!!!! আর আরও একবার ব্যান খাও।

আমরা মজা দেখি। :)

৬৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:১১

আরইউ বলেছেন:



@লিলিপুটগাজী,
তো আপনি কোন মুখে অন্যদের কটু কথা বলছেন, মশাই? আপনার জন্য ব্লগে নিয়ম-টিয়ম ভিন্ন নাকি?

২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৪০

শায়মা বলেছেন: লিলিপুটভাইয়া তো মুখই নেই সবই গায়েবী বাণী! :)

ভাইয়ার জন্য ব্লগের নিয়ম ভিন্ন না ।

ভাইয়ার নিজের কাছে নিজের নিয়ম এবং অপরের নিয়মও।

আসলে গাঁয়ে মানে না আপনি মোড়লরা এমনই হয়।

৬৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: আহা কি যে সুন্দর তোমার ঐ অন্তর
আমার এ হৃদয়ের ভালোবাসা বন্দর
তাই ফেলি নোঙর, তোমার এইখানে
ফাগুনের আগুনে খাঁটি সোনা এই মন
তোমার অবয়বে মায়া মাখা স্বপ্ন দিয়ে আঁকা
মন তাই মেলে দিল যেন প্রজাপতি পাখা
তুমি বসন্ত ফুল মৌমাছি আমার মন
মুগ্ধ দুচোখে তাই দেখি তোমাকে
ভালোবাসা প্রদীপ জ্বালাতে
এই মনে তুমিই শুধু সক্ষম
গুণবতী রূপবতী অপসরা কাজল চোখ
ফাগুনের আগুন দিনে তোমার আগমন
বসন্ত এনে দিলো এই মনে এই প্রাণে
শুভ বসন্ত হে অনন্ত প্রেরণা মম
শুভ বসন্ত হে অন্তরতমা প্রিয়তমা
ভালো থাকো সুখে থাকো সর্বক্ষণ। :)


২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:২০

শায়মা বলেছেন:
এই কবিতা পড়ে তো সোনাগাজী ভাইয়ার চোখ B:-) এমন হয়ে যাবে......

৭০| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কেন কেন শুনি।
সোনাগাজীর এমন হবে কেন?
সোনাগাজীর অমন হওয়া নিয়ে ভাবছিনা।
তোমার পিঠ দেয়ালে ঠেকে গেলে দেয়াল ভেঙে ফেলবো আমি
আমি কিং অফ কার্জন। কার্জনেরর রাজা। তবু পাক্কা এক দশকের ।
এক কবিতা পড়ে এই অবস্থা হলে বাকি হাজার দুয়েক পড়লে কেমন হবে?

যাইহোক আজকের রাত আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রূয়ারি। গানটা অদ্ভুত সুন্দর । আনপ্যারালাল ।

২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৩৭

শায়মা বলেছেন: কারণ সোনাগাজীভাইয়া হিংসুটে তাই তাকে নিয়ে লেখোনি কেনো তাই এমন চোখ হয়ে যাবে। 8-|


একুশের অনুষ্ঠান শেষ করে ফিরেছি কিছু আগে....

৭১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৩

সোনাগাজী বলেছেন:



মাছি ব্লগার, আরইউ আমাকে কটু কথা বলার জন্য আপনার পোষ্টে এলো কেন? আর কারো পোষ্ট পেলো না?

২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪৮

শায়মা বলেছেন: মাছি ব্লগার কে?

আরইউ ভাইয়া যেই মানুষটা তার মত হতে গেলে ( শিক্ষা দীক্ষা, বুদ্ধিমত্তা এবং জ্ঞানে) তোমাকে ১০০ বার জন্ম নিলেও হতে পারবে কিনা জানিনা।

মানুষকে আবোলতাবোল বলায় তোমার জুড়ি মেলা ভার! তুমি যে এতদিনে এইসব বলে বলে নিজে একজন খুবই ফালতু মানুষে পরিনত হয়েছো তা হয়ত কখনও বুঝবে না। বুঝলে এই সব আবোল তাবোল পাগল টাইপ সন্মোদ্ধন করতে না কাউকেই।

যাইহোক আরইউ ভাইয়ার সাথে আমার পরিচয় অনেক বছরের। ভাইয়া আমার পোস্টসহ কারো কারো পোস্টে সব সময়ই আসেন। আমার পোস্টে আসবে এতে অবাক হবার কিছু নেই। আমি ভাইয়াকে অনেক অনেক পছন্দ করি আর এই ব্লগ ও ব্লগারদের নানান আপদে বিপদে ভুল সংশোধনে ভাইয়া তোমার এই ব্লগে জন্মের বহু আগে থেকেই থেকেছেন।

আর কারো পোস্ট পেলো কি পেলো না সেই চিন্তা তুমি করতেই পারো সেই চিন্তা আমার নহে। ভাইয়াও তোমাকে এই সবের উত্তর দিতে বাধ্য নহে।

তুমি শুধু তোমার সেই বিখ্যাত পোস্টখানা ফিরায় আনো ভাইয়া। যে সব কমেন্ট মুছে ফেলেছিলে সেসবসহ এনো কিন্তু তাইলেই দেখবা এই পোস্টে ভাইয়া আর আসবেন না তোমার পোস্টেই তোমাকে তুলাধুনা করার সুযোগ পেয়ে যাবে।

প্লিজ ভাইয়া পোস্ট ফিরায় আনলে ভাইয়াকে ব্লক করে রেখছো কিনা সেটাও আনব্লক করে দিও। এইখানে নিজেই মাছির মত ভেন ভেন না করে নিজের পোস্টেই অপশন খুলে রাখো ভাইয়াকে কমেন্ট করতে দেবার জন্য ভাইয়ামনি।

নইলে নিজেই তো মাছির মত বার বার ভেন ভেন করছো এইখানে এসে। বিরক্ত লাগে তোমাকে আজকাল ভাইয়া। :(

৭২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৩

সোনাগাজী বলেছেন:



আমি সেই পোষ্টটি ড্রাফট করেছিলাম ব্লগার জানার অসুস্হতার কথা শুনে, আমি চাইনি সেদিন আরইউ, জটিল ভাই, সোনালী কাবিন, জিকো ব্লগারকে কথা বলতে দিতে। এখন উহাকে প্রকাশ করবো।

মনে হচ্ছে, আপনি নিজের কোন সমস্যার মাঝ দিয়ে যাচ্ছেন, আমি আপনাকে নিয়ে কথা বলতে চাচ্চি না; আমাকে কেহ কটু কথা বললে, আমি সেটা দেখবো; আপনি উহাতে গিয়ে উস্কানী দিয়েন না, নিজের সমস্যা নিয়ে থাকুন।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৪

শায়মা বলেছেন: আমি তোমার মত এখনও অবসরে যাইনি ভাইয়া। নিয়মিত কর্মযজ্ঞে আছি। হ্যাঁ আমার ব্যস্ততা ইদানিং বেশি বেড়েছে তাই চাইলেও আগের মত এতটা সময় ব্লগে থাকতে পারিনা। তোমার তো অফুরন্ত অবসর! তাই মানুষের পিছে লেগে বেড়াতে তোমার সময়ের অভাব হয়না। :) যাইহোক আমি সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি বলে তোমার যা মনে হচ্ছে বা নিজের মনের সান্তনা বলে ভাবছো আসলে সেটা সমস্যা না সেটা আমার কর্মব্যস্ততা। আর আমি অবশ্যই আমার বাস্তব জগতের কাজগুলি অতি সুষ্ঠভাবে সম্পন্ন করার পর তারপর এই অবাস্তব বা ভারচুয়াল লাইফের কর্মকান্ডকে মূল্যায়ন করে থাকি। যখন তোমার মত অবসরে যাবো তখন হয়ত বাস্তব জগতের কর্মকান্ড কমে যাওয়ায় এই ভারচুয়াল লাইফেই হাতি ঘোড়া মারার চেষ্টা করবো কিনা কে জানে?

আমাকে নিয়ে কথা বলতে চাচ্ছোনা ঠিক আছে কিন্তু সুযোগ পেলে তুমি তোমার পোস্টে অনেকসময়ই আজে বাজে ভীমরতি ধরা কথা বলো আমার নাম নিয়ে আমি অনেক সময়ই দেখেও না দেখি এবং ভুলেও তোমার পোস্টে লাফ দিয়ে পড়ে তোমার মত স্বভাবের কাজ করতে যাইনা। কিন্তু তুমি তাহা করো। তোমার নাম দেখলেই তুমি ভালো হোক মন্দ হোক খুশীতে আত্মহারা হয়ে ঝাঁপিয়ে পড়ো। যেটা খুবই বিরক্তিকর ভাইয়ু!

যাইহোক আমি কি কমেন্ট করবো কোথায় এবং কি জবাব দেবো সেটা আমার ব্যপার তোমার কাছে উস্কানী মনে হবে আবার অনেকর কাছেই সঠিক মনে হবে। তবে তুমি এই রিকোয়েস্টটা করছো কারণ তোমার নিজের নামে কোনো কথা তুমি সহ্য করতেই পারোনা। তাহলে ভাইয়া ভেবে দেখো তুমি যখন অন্যের নাম নিয়ে অশোভন সব কথা বলো বা কারো মনে কষ্ট দাও তখন তাদের কেমন লাগে? এই যে মেয়েটার ইংলিশ বানান ভুল নিয়ে তুমি পোস্ট দিলে সেখানে গিয়ে বলে আসলেই তো হতো এই বানানটা এমন হবে। এটা তার ও সকলের উপকার হত। এবং ঐ মেয়ে নেক্সট টাইম সাবধান হত বানান লিখতে সাথে অন্যরাও। তুমি তা করলে না বরং নিজেই একটা পোস্ট লিখলে তাকে ছোট করলে এবং তোমার পোস্টে তোমার মত মানসিকতার কিছু মানুষ কমেন্ট দিলো তারাও কিন্তু উস্কানীই দিলো অন্যকে সঠিক উপায়ে না শিখিয়ে ছোট করে শিখাতে। তুমি কি সেই মন্তব্যগুলোকে উস্কানী বলবে না?


আমি সেই পোষ্টটি ড্রাফট করেছিলাম ব্লগার জানার অসুস্হতার কথা শুনে, আমি চাইনি সেদিন আরইউ, জটিল ভাই, সোনালী কাবিন, জিকো ব্লগারকে কথা বলতে দিতে। এখন উহাকে প্রকাশ করবো।

সেদিন চাওনি। তবে এদিন মানে এখন তো অনেক কথাই বলে যাচ্ছো। পোস্টও দিচ্ছো। তবে এখন তোমার সেই পোস্টে আরইউ ভাইয়ার সকল কমেন্ট ফিরিয়ে এনে তাকে আনব্লক করে দাও। ভাইয়া সেখানেই কথা বলবে। তুমিই তো বলো কমেন্ট ব্লক ব্লগার ব্লক এসব কাপুরুষতার লক্ষন। তবে কি তুমি মহাপুরুষ? তুমি তো কমেন্ট ব্লক করে বসে আছো তাদের। আমি কথা দিচ্ছি ভাইয়া তোমাকে যে সব কমেন্টে দিগম্বর করেছে বলছেন সে সব কমেন্ট ফিরিয়ে আনো এবং ভাইয়াকে আনব্লক করো। নয়ত এখানে ভাইয়ার কমেন্ট চলবেই। :(

৭৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৫৫

আরইউ বলেছেন:




লিলিপুটগাজী খুবই সাহসের কাজ করেছে। কে বলে আমাদের লিলিপুটগাজী মেরুদন্ডহীন কাপুরুষ! এবার যদি লিলিপুটগাজী দয়াকরে আমার যে মন্তব্যগুলো মুছে দিয়েছে সেগুলো ফেরত আনতো আর আমাকে মন্তব্য ব্যানমুক্ত করতো তাহলে লিলিপুটগাজীকে আরেকটু বাহাবা দিতাম; “গুড বয়, গুড বয়” বলে কিছু ট্রিটও দিতাম।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৮

শায়মা বলেছেন: আমিও চাই তোমার লিলিপুটগাজী আমার ভাইয়ুমনিটা সেই পোস্টে তোমার সকল কমেন্ট ফিরিয়ে আনুক এবং তোমাকে কমেন্ট ব্লকমুক্ত করে বাক স্বাধীনতার সুযোগ দিয়ে কাপুরুষ খেতাব হটিয়ে মহাপুরুষ হয়ে থাকুন আমাদের ব্লগে। :)

৭৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:৩৫

সোনাগাজী বলেছেন:



@আরইউ,

আপনি ৯ বছরে ১১১০ টি মন্তব্য পেয়েছেন; আপনাকে, জিকোব্লগ ও জটিলভাইকে ব্যানমুক্ত করা যাবে না। আপনি ১ বছরে ১২০০০ মন্তব্য পেলে ছেড়ে দেবো।

পোস্ট করেছি: ১৯টি
মন্তব্য করেছি: ২০১০টি
মন্তব্য পেয়েছি: ১১১০টি
ব্লগ লিখেছি: ৮ বছর ৭ মাস

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৪০

শায়মা বলেছেন: হা হা ভাইয়ুমনি তুমি একটা ব্লগ বানাও।
তারপর এমন কিছু রুলস বানাও।

তব্বাই অবত্ত অবত্তই মেনে তলবে তে তব!!!!!!!!!!!!!!! :)

৭৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৭

সামিয়া বলেছেন: ওরে নায়িকা রে ভীষণ সুন্দর হয়েছে ছবিগুলো। শুভেচ্ছা ফাল্গুনের।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৪

শায়মা বলেছেন: হা হা সামিয়ামনি!!!

অনেক অনেক ভালোবাসা!!! :)

৭৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:১৩

আরইউ বলেছেন:




@শায়মা,
লিলিপুটগাজীকে এসব বলে লাভ নেই। বেচারা খুব ভালো করে জানে আমাকে উহার ব্লগে কমেন্ট আনব্লক করলে আমি উহার প্রতি পোস্টে উহাকে লিলিপুটসম্রাট প্রমান করে দিয়ে আসবো। মিনসে উহাকে রাস্তায় চাড্ডি আন্ডি খুলে যে দিগম্বরগাজী প্রমান করলাম সে কমেন্টগুলো আর ফিরিয়ে আনলোনা!

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৬

শায়মা বলেছেন: না, ভাইয়া জাঁতে মাতাল তালে ঠিক। মরে গেলেও তোমাকে আনব্লক করবেই না আবার সেই সব চাড্ডি পাঁচডি কমেন্টও ফিরাবেই না। সব কিছুর পর বুঝা গেলো আজও ভাইয়ার এতটুকু হলেও লজ্জা শরম আছে। তবে এই লজ্জা শরম পরম ধরম সব নিজেরই তরে........ আহা নিজেরই তরে..... :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.