| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পারবোনা কথাটি বলিনা কতটা কাল ভুলেগেছি, কতটা পেরেছি সেটাই দেখার বিষয়, গত কয়েকদিন থেকে আমার মনে একটা চিন্তা জাগছে কিছু একটা করতে হবে যা হবে মানব সেবার অংশ কিন্তু কি করবো? এমনি ভাবতে ভাবতে বেশ কিছু দিন সময় নিলাম প্রায় ৪ মাস, অবশেষে একটা সিদ্ধানে্ উপনিত হলাম যে, যদি আমি শুন্য হাতে মানুষের সেবা করতে চাই তা হলে কি ভাবে করবো? না তাও সম্ভব না,
অবশেষে সিদ্ধান্ত নিলাম যে, আমার বন্ধু বা আত্মিয়ের বাসায় যদি কাজের লোকের সরবরাহ করতে পারি তবে একদিকে যেমন আমার লোকজন উপকৃত হবে অন্যদিকে যাদের এনে কাজ দিব তারাও উপকৃত হবে।
কাজটা কিভাবে আরও সুন্দর ভাবে করা যায়, পরামর্শ ও উপদেশের জন্য অপেক্ষায় থাকলাম।
©somewhere in net ltd.