| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পার্থিব পার্থ
এক গ্লাস অন্ধকার হাতে নিয়ে বসে আছি। শুন্যতার দিকে চোখ, শুন্যতা চোখের ভেতরও–
১
সময় এসে থেমে যাবে অপলক
যেমন তুমি এসে ক্লান্ত চোখে
ঘোরের দ্বিপ্রহর রচনা কর!
মোহ এবং চেতনার সংঘর্ষে
অবিরাম ঝড় ওঠে অন্য ভুবনে
তোমার স্পর্শময় মায়াজালে!
এক খণ্ড ইতিহাসের মত
একটি স্তব্ধ স্বপ্নের মধ্যে
তুমি জেগে থাক বিস্ময়ে!
একটি স্পর্শের মত কামনায়
একটি চুম্বনের মত উৎসবে
তুমি আমার কেউ হলেনা!
রাতপ্রহরের সুরগুলো আগুন
হয়ে তবু বোধের মশাল মিছিলে
তোমার অলীক স্পর্শ খুঁজে!
২
আমার একটা পাথর ছিল!
আমার একটা আগুন ছিল!
তুমি কেন জল হলে?
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৭
পার্থিব পার্থ বলেছেন: খুশি করতে হবেনা! ![]()
২|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৭
কাঁচাঝাল বলেছেন: চমতকার লেখা ।পড়ে মন মুগ্ধ ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪১
পার্থিব পার্থ বলেছেন: ধন্যবাদ। ![]()
৩|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৪
বনমহুয়া বলেছেন: সময় থামে তোমার চোখের পাতায়
ঘোর লাগে আজ তোমার সন্মোহনে
ক্লান্তিগুলো দূর হয়ে যায় যেন,
তোমার মায়ার বিরল মধুর টানে।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৩
পার্থিব পার্থ বলেছেন: সময় মানে তুমি
প্রহর শুধু গুনি!
তুমি যেথায় নাই
সময় গুলো ছাই!
৪|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩১
জনৈক অচম ভুত বলেছেন: দারুণ লেখা। ভাললাগা রেখে গেলাম। ![]()
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৩
পার্থিব পার্থ বলেছেন: ধন্যবাদ। ![]()
৫|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৮
তার আর পর নেই… বলেছেন: শেষের স্তবক অসাধারণ!
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৪
পার্থিব পার্থ বলেছেন: ধন্যবাদ। ![]()
৬|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৩
বিজন রয় বলেছেন: খুব ভাল লাগল বক্তব্য।
++++
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৪
পার্থিব পার্থ বলেছেন: ধন্যবাদ। ![]()
৭|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০২
শায়মা বলেছেন: আমার আর একজন মেল নিক মাল্টিভাইয়ু!!!!!!!!!!!
এমন একখানা কবিতা আমিও আমার নিক থেকে লিখতে চাই!!!!!!
লিখবো???
এক্কেবারেই মুগ্ধ হয়ে গেলাম ভাইয়ুনিকু!!!!!!!!!!! ![]()
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৯
পার্থিব পার্থ বলেছেন: ঠিক বুঝলাম না আপু।
মেল নিক মাল্টিভাইয়ু বলতে কি বোঝাতে চেয়েছেন?
মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো।
৮|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৫
শায়মা বলেছেন: আমার একটা পাথর ছিল!
আমার একটা আগুন ছিল!
তুমি কেন জল হলে?
তোমার আছে ডাঙ্গা
আমার আছে জল .....
তোমায় আমায় মিলে
এমনি চলাচল!!!!!!!!!![]()
![]()
![]()
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪০
পার্থিব পার্থ বলেছেন: জলে একজন জলকন্যা আছে। যার কাছে যেতে হলে আমাকে ডুবতে হবে। কিন্তু সে জানে আমি আসতে পারবনা। কারন জলে শ্বাস নেওয়ার ক্ষমতা আমার নেই। একটা প্রিয় গানের কিছু অংশ,
তুমি আমায় ডাকলা নাতো তুমি রইলা দূরে
তোমার হইয়া অবাক জোছনা ডাকলো অচিন সুরে
হাত ইশারাই ডাকে কিন্তু মুখে বলে না
আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না।
৯|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩১
উল্টা দূরবীন বলেছেন: মুগ্ধ হলাম পড়ে। শেষের কবিতা ঝাক্কাস।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬
পার্থিব পার্থ বলেছেন: ধন্যবাদ। ![]()
১০|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২২
শায়মা বলেছেন: লেখক বলেছেন: জলে একজন জলকন্যা আছে। যার কাছে যেতে হলে আমাকে ডুবতে হবে। কিন্তু সে জানে আমি আসতে পারবনা। কারন জলে শ্বাস নেওয়ার ক্ষমতা আমার নেই। একটা প্রিয় গানের কিছু অংশ,
মাইগড!!!!!!!!!!!!!!!!!! তুমি কি ইকথয়েন্ডর নাকি ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!! ![]()
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
পার্থিব পার্থ বলেছেন: নাহ! আমি মানুষ! নশ্বর মানুষ!
১১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৩
শায়মা বলেছেন: তুমি আমায় ডাকলা নাতো তুমি রইলা দূরে
তোমার হইয়া অবাক জোছনা ডাকলো অচিন সুরে
হাত ইশারাই ডাকে কিন্তু মুখে বলে না
আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না।
জোস্নাও দেখি মহা শয়তান্নী হয়ে গেছে!!!!!! ![]()
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
পার্থিব পার্থ বলেছেন: হুম! হুম!
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৩
বনমহুয়া বলেছেন: পার্থ। মুগ্ধ হয়ে পড়ছি!