নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিথ্যার প্রতিবাদ/ সত্যের অন্বেষণ

আমি মিথ্যাকে, অন্যায়কে সহ্য করতে পারি না । তাই আমি স্পষ্টবাদী

সত্যের অন্বেষণকারী

সত্যের অন্বেষণকারী › বিস্তারিত পোস্টঃ

ইসলাম মতে ভাগ্য কি পূর্ব নির্ধারিত

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৫

ইসলাম ধর্ম মতে ভাগ্য কি পূর্ব নির্ধারিত? ভাগ্য যদি পূর্ব নির্ধারিত হয় তাহলে মানুষ যতই চেষ্টা করুক না কেন, আল্লাহ যা চায় তাইতো হবে। আর মানুষ যদি কোন খারাপ কাজ করে তার জন্য কি সেই দায়ী থাকবে? কারণ তার ভাগ্যে তো আগে লেখা থাকার কারণে করেছে। ! যদি আগেই ভাগ্যে লেখা থাকে তবে ঐ মানুষের দোষ কি?

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:০১

সুমন আকরাম বলেছেন: বেশি করে স্টাডি করুন। জানতে পারবেন!!

০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৯

সত্যের অন্বেষণকারী বলেছেন: ভাই কিভাবে স্টাডি করবো আমি িএক আলেম কে জিজ্ঞাগা করেছি কিন্তু তেমন মনপুত উত্তর পাইনি।

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:১২

আইএমওয়াচিং বলেছেন: @ সুমন ভাই, আপ্নে নিজে ক্যারে বেশি কইরা স্টাডি করেননা ভাই ? আপনার যদি এতই জানা থাকত তাইলে আপনিই এখানে বুঝায়া বলতে পারতেন ।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:২২

আইএমওয়াচিং বলেছেন: তাঁর কাছেই অদৃশ্য জগতের চাবি রয়েছে। এ গুলো তিনি ব্যতীত কেউ জানে না। স্থলে ও জলে যা আছে, তিনিই জানেন। কোন পাতা ঝরে না; কিন্তু তিনি তা জানেন। কোন শস্য কণা মৃত্তিকার অন্ধকার অংশে পতিত হয় না এবং কোন আর্দ্র ও শুস্ক দ্রব্য পতিত হয় না; কিন্তু তা সব প্রকাশ্য গ্রন্থে রয়েছে। (৬:৫৯)

আল্লাহর অভিপ্রায় ব্যতিরেকে তোমরা অন্য কোন অভিপ্রায় পোষণ করবে না। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়।(৭৬:৩০)

আপনি বলুন, আমাদের কাছে কিছুই পৌঁছবে না, কিন্তু যা আল্লাহ আমাদের জন্য রেখেছেন; তিনি আমাদের কার্যনির্বাহক। আল্লাহর উপরই মুমিনদের ভরসা করা উচিত। (৯:৫১)

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৬

রাশেদ রাহাত বলেছেন: সেন্সটিব প্রশ্ন, তবে কোন হাক্কক্কক্ককানি মাওলানার কাছে বিষটি উপস্থাপন করতে পারেন। আশা করা যায়ে যোগ্য উত্তর পাবেন।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩১

সত্যের অন্বেষণকারী বলেছেন: এক আলেম কে জিজ্ঞাগা করেছি কিন্তু তেমন মনপুত উত্তর পাইনি।

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩০

আইএমওয়াচিং বলেছেন: পৃথিবীতে এবং ব্যক্তিগতভাবে তোমাদের উপর কোন বিপদ আসে না; কিন্তু তা জগত সৃষ্টির পূর্বেই কিতাবে লিপিবদ্ধ আছে। নিশ্চয় এটা আল্লাহর পক্ষে সহজ। (৫৭:২২)

SAHIH INTERNATIONAL
And you do not will except that Allah wills - Lord of the worlds.

BANGLA
তোমরা আল্লাহ রাব্বুল আলামীনের অভিপ্রায়ের বাইরে অন্য কিছুই ইচ্ছা করতে পার না। (৮১:২৯)

SAHIH INTERNATIONAL
Then is one to whom the evil of his deed has been made attractive so he considers it good [like one rightly guided]? For indeed, Allah sends astray whom He wills and guides whom He wills. So do not let yourself perish over them in regret. Indeed, Allah is Knowing of what they do.

BANGLA
যাকে মন্দকর্ম শোভনীয় করে দেখানো হয়, সে তাকে উত্তম মনে করে, সে কি সমান যে মন্দকে মন্দ মনে করে। নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচছা সৎপথ প্রদর্শন করেন। সুতরাং আপনি তাদের জন্যে অনুতাপ করে নিজেকে ধ্বংস করবেন না। নিশ্চয়ই আল্লাহ জানেন তারা যা করে।
(৩৫:৮)

০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৩

সত্যের অন্বেষণকারী বলেছেন: ভাই আপনাকে অনেক ধন্যবাদ । ভাই আমি পরিপূর্ন কিলিয়ার হতে পারি না.।আপনার মন্তব্য ও কোরআন আয়াত থেকে বুঝা াযাজ্ছে যে সবই কিচুই আল্লাহ ঠিক করে রেখেছেন ।

৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৪

বাংলার জামিনদার বলেছেন: ভেজাল লাগাইয়েন না, বোঝেন তো সবই, আবার জিগান ক্যান। ;)

০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৯

সত্যের অন্বেষণকারী বলেছেন: ভাই সঠিক বিষয়টি জানি না বলেই তো প্রশ্ন করলাম।

৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২২

বিজন রয় বলেছেন: ইসলাম মতে ভাগ্য পূর্ব নির্ধারিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.