নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

<<>।

গরজিয়াস গা্লীব

০>০ ০ ০

গরজিয়াস গা্লীব › বিস্তারিত পোস্টঃ

নশ্বর।

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৪

কোন মানুষ নয়,নয় জীবন্ত কোন কিছু।
সবচেয়ে সুন্দরী নারী,সবচেয়ে জ্ঞানী পুরুষ, এমনকি মুহাম্মাদ (সঃ)
সয়ং যিনি আল্লাহকে দেখেছেন, তিনিও এই ধরা ত্যাগ করেছেন।
শাশ্বত এই আকাশের নিচে কেও চিরস্থায়ী নয়;শুধুমাত্রও ওই নীল আকাশ ব্যাতিত।
****************************************************
আমার একটা সপ্ন ছিল, সপ্ন দেখার সপ্ন ছিল।
রাজা নয় , রানী নয়, প্রসাদ বা অট্টালিকা নয় ।
উঠোন ছিল,আঙ্গিনা ছিল, এক চিলতে রোদ ছিল
আর চিলেকোঠায় সপ্ন ছিল।

আমার একাটা সপ্ন ছিল, সপ্ন দেখার সপ্ন ছিল।
নিঃস্ব নিকষ দীর্ঘ ছিল,নোনতা জলের স্বাদ ছিল।
দীর্ঘশ্বাস আর স্পর্শ ছিল।
আমার একাটা সপ্ন ছিল, সপ্ন দেখার সপ্ন ছিল।
******************************************************
সুখ! তুই বলেছিলি কিছু তো হবে।
হয়েছে অনেক কিছুই,শুধু হয়নি যা হবার কথা ছিল।
তীরহারা তরণী দিশা খুজে পাইনি,নাবিক হয়েছে শব।

তুই বলেছিলি বৃত্তাঘাতে বিন্দু হবে,প্রদীপ নয়তো পূর্ব হবে।
বৃত্ত হয়েসে বক্ররেখা,বিন্দু হয়েসে সঙ।
**********************************************

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৬

খেলাঘর বলেছেন:


মাথায় পানি দেন।

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৮

গরজিয়াস গা্লীব বলেছেন: কেন ভাই

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৭

এমএম মিন্টু বলেছেন: এখানে একটা ক্লিক করুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.