| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনটাকে নিয়মের মধ্যে ফেলে তুমি হয়তো রয়েছো
নিজের মত করে
অথচ দেখো আমার ভীষণ ভাবনা হয় তোমাকে নিয়ে
তোমার নীরবতা আমাকে ভীষণভাবে জ্বালা দেয়
শেষ কবে একটু ভালো ঘুম হয়েছে
তাও মনে নেই।
যদি ভুলে যেতে চাও ভুলে যেও
আমি না হয় একটু নদীর পাড়ে বেড়িয়ে আসব।
প্যান্ট ফোল্ড করে জুতা খুলে কিছুক্ষণ
নদীর পাড়ে হেটে মাথাটা হালকা করব
যদি ভুলতে চাও ভুলে যেও
আমি না হয় বেশ কিছুক্ষন ভাবনাহীন ঘুমিয়ে নিব।
ঘুম থেকে উঠে যখন তোমাকে মনে পড়বে
লম্বা দম নিয়ে মাথাটা হালকা করে নিব।
যদি ভুলতে চাও ভুলে যেও
আমার বুকের খাচায় ভালোবাসার যে পায়রাটা রেখেছিলাম
সেটা দূর আকাশে উড়িয়ে দিব।
যদি ভালোবাসতে নাই পারো
একটি বার বলে যেও
একটি দুঃখনামা লিখে
কষ্ট থেকে জনমের মুক্তি নিব।
©somewhere in net ltd.