| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিমুল মামুন
খুবই অতি সাধারণ একজন মানুষ।
পবিত্র কোরআনের অর্ধেক বলা হয়েছে সুরা যিলযালকে। এ সম্পর্কে সাহাবি হজরত আনাস ও ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত। রাসুল (সা.) সুরা যিলযালকে কোরআনের অর্ধেক, সুরা ইখলাসকে কোরআনের এক তৃতীয়াংশ এবং সুরা কাফিরূনকে কোরআনের এক চতুর্থাংশ বলেছেন। (মাযহারী, তাফসিরে মাআরেফুল কোরআন, ৮/৮৪৩)
কোনো কোনো মুফাসসির এর মতে, সোনা, রূপা, হীরা, মণি-মাণিক্য এবং অন্যান্য যেসব মূল্যবান সম্পদ ভূ-গর্ভে সঞ্চিত রয়েছে সেগুলোর বিশাল বিশাল স্তুপও সেদিন জমিন উগলে দেবে।
এই সুরার প্রথম আয়াতে কিয়ামত শুরুর মুহূর্ত এবং সেই মুহূর্তের ভূমিকম্পের ভয়াবহতার কথা তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, কিয়ামতের আগে যখন শিঙ্কায় ফুৎকার দেওয়া হবে তখন ভূমিকম্পের কারণে পুরো পৃথিবী কেঁপে উঠবে। আর সব কিছু চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে। প্রথমবার শিঙ্কায় ফুঁৎকার দেওয়ার সময় এই অবস্থা হবে।
পরের আয়াতে দ্বিতীয় ফুঁৎকারের পরিস্থিতি বর্ণনা করা হয়েছে। এবং বলা হয়েছে, দ্বিতীয় ফুঁৎকারে মাটির নিচে যত মানুষ দাফন আছে, তাদেরকে এবং খনিজ পদার্থ ও গুপ্ত ধনগুলোকে জমিন বাইরে বের করে এনে ফেলে দেবে এবং যাবতীয় মৃতকে বের করে হাশরের মাঠের দিকে চালিত করবে।
পরবর্তী আয়াতে বলা হয়েছে, ফুঁৎকারের পর মানুষ পুনরায় জীবন লাভ করে চেতনা ফিরে পাবার সাথে সাথেই প্রত্যেক ব্যক্তির প্রথম প্রতিক্রিয়া এমন হবে যে, এসব কি হচ্ছে? এটা যে হাশরের দিন একথা সে পরে বুঝতে পারবে।
সুরা যিলযালে ভূমিকম্পের যে ভয়াবহতা তুলে ধরা হয়েছে
اِذَا زُلۡزِلَتِ الۡاَرۡضُ زِلۡزَالَہَا ۙ ١ وَاَخۡرَجَتِ الۡاَرۡضُ اَثۡقَالَہَا ۙ ٢ وَقَالَ الۡاِنۡسَانُ مَا لَہَا ۚ ٣ یَوۡمَئِذٍ تُحَدِّثُ اَخۡبَارَہَا ۙ ٤ بِاَنَّ رَبَّکَ اَوۡحٰی لَہَا ؕ ٥ یَوۡمَئِذٍ یَّصۡدُرُ النَّاسُ اَشۡتَاتًا ۬ۙ لِّیُرَوۡا اَعۡمَالَہُمۡ ؕ ٦ فَمَنۡ یَّعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّۃٍ خَیۡرًا یَّرَہٗ ؕ ٧ وَمَنۡ یَّعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّۃٍ شَرًّا یَّرَہٗ ٪
সুরা যিলযালের অর্থ
যখন পৃথিবীকে আপন কম্পনে ঝাঁকিয়ে দেওয়া হবে। এবং ভূমি তার ভার বের করে দেবে, এবং মানুষ বলবে, তার কী হল?,সে দিন পৃথিবী তার যাবতীয় সংবাদ জানিয়ে দেবে। কেননা তোমার প্রতিপালক তাকে সেই আদেশই করবেন। সে দিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে প্রত্যাবর্তন করবে, কারণ তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হবে। সুতরাং কেউ অণু পরিমাণ সৎকর্ম করে থাকলে সে তা দেখতে পাবে। এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করে থাকলে তাও দেখতে পাবে।
২|
২৩ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৩
সেজুতি_শিপু বলেছেন: আমি চাই অমন দিনটি আসুক, অসৎ মানুষেরা তাদের অপকর্ম দেখতে পাক - এখনই পাক। অসৎ মানুষদের উদ্ধত পদচারনা , অপকর্ম, বাগাড়ম্বরে সৎ মানুষের প্রান ওষ্ঠাগত।
৩|
২৩ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫১
এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: সুরা জিলজাল নাজেল হবার আগে কি ভূমিকম্প হতো না? মানুষজন জানত না ভূমিকম্প সম্পর্কে?
৪|
২৩ শে নভেম্বর, ২০২৫ রাত ৮:২৬
কিরকুট বলেছেন: পৃথিবী সৃষ্টির পর থেকেই ভুমিকম্প হচ্ছে, এ আর নতুন কি?
৫|
২৩ শে নভেম্বর, ২০২৫ রাত ৯:১৫
জ্যাক স্মিথ বলেছেন: ফেরেশতা কি প্রতিদিন সিংগায় ফুৎকার দেয়? প্রতিদিন পৃথিবীর কোথাও না কোথাও ভূমিকম্প হয় এটা জানেন তো?
৬|
২৪ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:০৮
বাজ ৩ বলেছেন: সূরা জিলজালে যেই ভুমিকম্পের কথা বলা হয়েছ তা সাধারন কোনো ভুমিকম্প নয়
৭|
২৪ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:৫২
আলামিন১০৪ বলেছেন: ”পর্বতসমূহ রঙিন পশমের মতো উড়তে থাকবে...”
পর্বতের বিভিন্ন রং এর মাটি সেদিন ধুলায় পরিণত হয়ে উড়তে থাকবে তাই পর্ব
ত পৃথিবী এত প্রচন্ড কম্পনে কাঁপতে থাকবে যে উচু সবকিছু সমতলে পরিণত হবে.।
লেপ তোষক ধুনতে দেখছেন কেউ?
আল্লাহ যেন সেই দিন না দেখায়, আমিন
৮|
২৪ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:০০
নতুন বলেছেন: আগের মানুষ জানতো না যে দুনিয়াতে প্রতিদিন ভুমিকম্প হয়।
এই বছর এপযন্ত 65,324 ভমিকম্প হয়েছে।
According to Firenze Meteo, as of now in 2025, there have been 65,324 seismic events with magnitude ≥ 2.5 recorded worldwide.- enzemeteo.it
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৫:২৩
রাজীব নুর বলেছেন: বিজ্ঞান যেটা বলে সেটাই আসল।