| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এবার বৃষ্টি নামুক।
চোখ জ্বালা করছে। শিরদাঁড়া বেয়ে ওঠা ক্রোধান্বিত রক্তের স্রোতে টনটন করতে থাকা মাথাটা প্রায়ই ফেটে পড়তে চায়। চোখ মেল্লেই দেখি রক্তের দাগে বিবর্ণ হয়ে আছে ফুল। দলাপাকানো হতাশা অসহায় আক্রোশে আটকে থাকে গলার নিচে। শান্তির আগুনে ধীরে পুড়ে চলেছে প্রিয় পতাকা। চারিদিকে আগুনের হল্কা। মাথার ভেতরে বেজে চলেছে সাইরেন। যেন- যে কোন সময় বেজে উঠবে ইস্রাফিলের শিঙা।
হ্যা। এটা ঠিক যে সব ভুলে আপনি দুটো টান দিয়ে নিতে পারেন। কিন্তু মশাই, নেশার ঘোরে কতক্ষন? জল ত খেতেই হবে। একে চা এর কাপের পিপড়ার মত অবহেলায় ফেলে দেয়ার সময় আর নেই। দৃশ্য গুলো বাড়ছে ক্রমশ ঘামাচির মত।
এক পশলা বৃষ্টি নামুক।শীতল জল নিবারন করুক তৃষ্ণা।ধুয়ে নিয়ে যাক ঘামাচি আর রক্তের দাগ। তখন টিনের চালে বৃষ্টির শব্দ শুনতে শুনতে কাঁথা টা গায়ে টেনে নেবো।

©somewhere in net ltd.