নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার।যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু\'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী।পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

পলিটিক্যালি মোটিভিটেড ক্রাইম : ৬ হাজার গুম তারমধ্যে কিছু সরাসরি হাসিনার নির্দেশে!

০৭ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:০৯


আম্লিগের সাড়ে ১৫ বছরে দেশে প্রায় ৬ হাজার ব্যক্তি গুম হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৫৬৯ জনকে ইতোমধ্যে চিহ্নিত করেছে গুম কমিশন। এছাড়া কমিশন তদন্তকালে নিশ্চিত হয়েছে গুম হওয়ার পর মারা গেছেন ২৮৭ জন। এদিকে গুম হওয়া ব্যক্তিদের মধ্যে রাজনৈতিক পরিচয় মিলেছে ৬১ শতাংশের।

হাই প্রোফাইলদের গুম করা হয় তৎকালীন সরকারপ্রধান শেখ হাসিনার সরাসরি নির্দেশে। এছাড়া হাসিনার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সরাসরি সম্পৃক্ত ছিলেন। যাদের অনেককে আইনি প্রক্রিয়া ছাড়াই সীমান্ত পার করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। গুমের শিকার ৭৫ শতাংশ জামায়াত-শিবিরের নেতাকর্মী। ২২ শতাংশ বিএনপি ও অঙ্গসংগঠনের। তবে এখনো যারা নিখোঁজ রয়েছেন, তাদের মধ্যে ৬৮ শতাংশ বিএনপি এবং ২২ শতাংশ জামায়াত-শিবিরের।

রাজনৈতিক পরিচয় পাওয়া ৯৪৮ জনের মধ্যে ৪৭৬ জন জামায়াতে ইসলামীর নেতাকর্মী। ২৩৬ জন ছাত্রশিবিরের, ১৪২ জন বিএনপির, ৪৬ জন ছাত্রদলের এবং ১৭ জন যুবদলের নেতাকর্মী। এ হিসাবে গুমের শিকার ব্যক্তিদের মধ্যে যারা জীবিত ফিরেছেন, তাদের মধ্যে ৭৫ শতাংশ জামায়াত-শিবিরের নেতাকর্মী, ২২ শতাংশ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী। যারা এখনো নিখোঁজ রয়েছেন, তাদের মধ্যে ৬৮ শতাংশ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং ২২ শতাংশ জামায়াত-শিবিরের নেতাকর্মী।


এদিকে যুক্তরাজ্যের প্রাচীন ও প্রভাবশালী পত্রিকা The Telegraph এক প্রতিবেদনে বলেছে Bangladeshis ‘dumped in mass graves’ during rule of Tulip Siddiq’s aunt. Deaths of hundreds of people linked to ousted PM Sheikh Hasina, whose niece quit as Labour minister a year ago.

গুম কমিশনের একজন সদস্য বলেন, গুমের শিকার ব্যক্তিদের অনেকের সঙ্গে যোগাযোগ করলে তাদের মাধ্যমে আরও ভুক্তভোগীর খোঁজ পাওয়া যায়, যারা আমাদের সঙ্গে এখন পর্যন্ত যোগাযোগ করেননি, আমাদের সম্পর্কে জানেন না কিংবা অন্য দেশে চলে গেছেন। এমন অনেকেই আছেন, যাদের সঙ্গে আমরা নিজ থেকে যোগাযোগ করলেও তারা অন-রেকর্ড কথা বলতে রাজি হননি।’ তিনি বলেন, জোরপূর্বক গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল। যে ডেটা পেয়েছি, তা দিয়ে নিশ্চিত প্রমাণিত হয়-এসব পলিটিক্যালি মোটিভিটেড ক্রাইম।

মন্তব্য ৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৫

নতুন নকিব বলেছেন:



দেশটা ভয়াবহ গুমের রাজ্যে পরিণত হয়েছিল। হাজারও ছাত্র-জনতা আর নিরীহ মানুষের বুকের তাজা রক্তের বিনিময়ে গুম বাহিনীর হাত থেকে এদেশের মানুষ মুক্তি লাভ করেছে। এমন গুমের ভয়াল থাবা আর যেন কোন দিন ফিরে না আসে। জনতার এই মুক্তি স্থায়ী হোক।

০৭ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:৩৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: জনগন এমনি এমনি বলেনা যে, ওরা মানুষ না ওরা আম্লিগ। এই আম্লিগ এখনো ইহা বিশ্বাস করেনা উপরন্ত বলে এগুলো ভুয়া সাজানো। ভাবতে অবাক লাগে!

২| ০৭ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আম্লিক এসব গুমটুম বিশ্বাস করবেনা উহারা বিশ্বাস করবে শেখ গং, চুরি ডাকাতি ও বিদেশে পাচার ইত্যাদী

০৭ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:২০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আম্লিগ যাই বলুক এবার বিচার হবেই বাংলার মাটিতে। দালালের স্থান বাংলাদেমে হবেনা্ ওদেরকে ভারতেই থাকতে হবে।

৩| ০৭ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:৫১

ফক্সসেট বলেছেন: দেশের জনগন সর্ব সরকারের কাছেই জিম্মি থাকে ।

৪| ০৮ ই জানুয়ারি, ২০২৬ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: মিথ্যা থেকে বেড়িয়ে আসুন।
সহজ সরল ঝামেলাহীণ জীবন যাপন করুন।

৫| ০৮ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১০:৩৩

অরণি বলেছেন: ওপরে রাজীব নুর বলেছেন ইহা নাকি মিথ্যা? আসলে উনি কি বলতে চান?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.