নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার জগতে আপনাকে স্বাগতম

সৈয়দ মশিউর রহমান

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

পবিত্র কোরআনুল কারীম এর তেলাওয়াত ১

২১ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:২৮


অশান্ত মনে প্রশান্তি আনতে পবিত্র কোরআনুল কারীম এর তেলাওয়াত শুনুন অথবা পড়ুন। যখন আপনার মন অশান্ত থাকবে তখন তেলাওয়াত শুনন; অবশ্যই ভালো লাগবে। মন শান্ত হবে। মনে এক ঐশরীক তৃপ্তি পাবেন। ভয়, দ্বিধাদ্বন্দ্ব, সংশয়, উদ্বিগ্নতা, বিষাদ, হতাশা, দুঃখ, উদ্বেগ, অস্থিরতা, অশান্তি, বিরক্তি, মানসিক ক্লান্তি দূর হবে ইনশাআল্লাহ।







মন্তব্য ৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পবিত্র কোরআনুল কারীম এর তেলাওয়াত শুনুন অথবা পড়ুন।
............................................................................................
মনেপ্রানে মুসলিমরা সব সময়ই কোরআন তেলওয়াত করে ।
তবে আমার জানার আগ্রহ থাকল,
ইসলামের প্রচারের জন্য সামু ব্লগ কি ভয়েজ পোর্টাল ???

২| ২১ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: পিসিতে বসে ইউটিউব দেখতে পারি না

৩| ২১ শে জানুয়ারি, ২০২৬ রাত ১০:০০

এ পথের পথিক বলেছেন: স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তবে আমার জানার আগ্রহ থাকল,
ইসলামের প্রচারের জন্য সামু ব্লগ কি ভয়েজ পোর্টাল ???


সামু কি ? সামুতে কি করা যাবে আর কি যাবে না সেটা কে নির্ধারন করবে ?
আপনার এমন প্রশ্নের কারন ?

৪| ২১ শে জানুয়ারি, ২০২৬ রাত ১০:২৪

নতুন নকিব বলেছেন:



কুরআনুল কারিমের সুমধুর তিলাওয়াত কেবল কানে শোনার বিষয় নয়। এটি হৃদয়ের গভীরে স্পর্শ করে, আত্মাকে প্রশান্ত করে, অন্তরকে আলোকিত করে। মানুষের জীবনে যখন ক্লান্তি, অস্থিরতা কিংবা হতাশা ভর করে, তখন কুরআনের তিলাওয়াতই হয়ে ওঠে প্রশান্তির নির্ভরযোগ্য আশ্রয়। আল্লাহর বাণী এমন এক সুর ও অর্থের সমন্বয়, যা বিশ্বাসী হৃদয়ের সঙ্গে নীরবে কিন্তু গভীরভাবে কথা বলে।

আল্লাহ তাআলা বলেন

﴿ الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ اللَّهِ ۗ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ ﴾

অর্থাৎ, যারা ঈমান এনেছে এবং যাদের অন্তর আল্লাহর স্মরণে প্রশান্ত হয়। জেনে রেখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয়। -সূরা আর-রা‘দ, আয়াত ২৮

এই প্রশান্তি বাহ্যিক নয়। এটি অন্তরের গভীর থেকে উৎসারিত। যখন কুরআনের আয়াতগুলো ধীর ও সুমধুর কণ্ঠে তিলাওয়াত করা হয়, তখন শব্দের প্রতিটি ধ্বনি হৃদয়ের দরজায় আলো ছড়িয়ে দেয়, চিন্তার ভার লাঘব করে, আত্মাকে তার রবের দিকে ফিরিয়ে নেয়।

আল্লাহ আরও বলেন

﴿ وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ﴾

অর্থাৎ, আমি কুরআন নাযিল করেছি, যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত। -সূরা আল-ইসরা, আয়াত ৮২

কুরআন তাই শুধু পাঠযোগ্য একটি কিতাব নয়। এটি ব্যথিত হৃদয়ের শিফা, অস্থির আত্মার আশ্রয়। সুমধুর তিলাওয়াতের মাধ্যমে যখন আল্লাহর এই অমিয় বাণী হৃদয়ে প্রবেশ করে, তখন মানুষ নিজের অজান্তেই রবের নৈকট্য অনুভব করে। আর সেই নৈকট্যই অন্তর জুড়িয়ে দেয়, মনকে স্থির করে এবং জীবনের পথে নতুন করে আশার আলো জ্বালিয়ে তোলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.