| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চন্দনা মজুমদার মূলত একজন লালন-সংগীত শিল্পী।
কুষ্টিয়ার গড়াই নদীর পাড়ে তাঁর জন্ম।
বাবা নির্মলচন্দ্র মজুমদার লালনগীতির শিল্পী হলেও তিনি চেয়েছিলেন নজরুলগীতি করুক চন্দনা।
কিন্তু কুষ্টিয়া, পারিবারিক পরিবেশ আর ফরিদা পারভীনের গান তাঁকে নিয়ে আসে লালনের সুরে।
লালনের বাইরে রাধারমণ, হাসনরাজা, শাহ্ আবদুল করিম আরও বিভিন্ন গীতিকবির গান করেন তিনি।
এছাড়া কিছু চলচ্চিত্রেও গান গেয়েছেন চন্দনা মজুমদার ।
এর মাঝে ‘মনপুরা’ চলচ্চিত্রেরযাও পাখি বল তারে গানটি অনেক পরিচিতি পায় এবং তাঁকে এনে দেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
সোনা বন্ধু ভুইলো না আমারেঃ
প্রেম রসিকা হবো কেমনে
আমি যারে বাসিভালো তোরা বলিস কালোঃ
১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৬
সাংবাদিক তারেক বলেছেন: ধন্যবাদ বিজন রয় দা
২|
১৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৫
রূপক বিধৌত সাধু বলেছেন: এই মহিলার গান ভালো লাগে ।
১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪১
সাংবাদিক তারেক বলেছেন: আমারো।
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫২
বিজন রয় বলেছেন: দারুন।
ধন্যবাদ।