| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রেম ! অবুঝ বালিকার মত
তার বসতবাড়ি অবুঝ বোকাসোকা হৃদয়েই ।
তন্বী, ষোড়শী শরীরের ভারী নিতম্ব
থেকে অধর, অক্ষি কোথাও প্রেম নেই ।
শুধু অভিজ্ঞতার ঝুলি দীর্ঘ থেকে দীর্ঘতর
ঐ ষোড়শী শরীরের প্রতিটি খাঁজে ।
বিবর্তনের ধারায় বিবর্তিত হতে হতে প্রেমের
ঠাঁই হয়েছে ইতিহাস নামক যাদুঘরে ।
প্রেম ! বিবর্তনের যুগে আজ নিঃস্ব
পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরুর মত
আম কাঁঠালের বাগান আর সরষে ক্ষেতের ফুলের মত
কাক ডাকা ভোর, রাঙামাটির পথের মত ।
অন্ধ চোখে আকাশ দেখা, বুকের ভিতর বিশাল ফাঁকা
ধূর্ত চোখের আকর্ষনে, অরুপ রুপের সম্মোহনে
দক্ষিন থেকে উত্তর মেরু, কোথাও প্রেম নেই, আজ তার
ঠাঁই হয়েছে ছাত্রাবাসের গোপন ঘরে, লিটনের ফ্লাটে ।।
-২০১৫
২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৬
ভার্চুয়াল কবি বলেছেন: অগণিত ভালোলাগা রইল ।
২|
২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৬
কল্লোল পথিক বলেছেন: বাহ! চমৎকার কবিতা।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৭
ভার্চুয়াল কবি বলেছেন: ধন্যবাদ কল্লোল পথিক , ভালো থাকবেন সবসময়, ভালোলাগা রইল ।
৩|
২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৫
তার আর পর নেই… বলেছেন: ভাল লাগলো। অধর ওষ্ঠ দুটো যে আলাদা এখন বুঝলাম।
২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৬
ভার্চুয়াল কবি বলেছেন: আলাদা অবশ্যই নয়। ঠিক করে দিয়েছি ।
ভালোলাগা রইল । ভালো থাকবেন সবসময় ।
৪|
২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৩
তার আর পর নেই… বলেছেন: একটু পার্থক্য আছে। এখানে পড়ার পরেই শিওর হলাম। অধর -নিচের ঠোঁট, ওষ্ঠ -উপরের ঠোঁট।
২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৪
ভার্চুয়াল কবি বলেছেন: শিওর হইছেন ভালো লাগলো . কিন্তু অধর থেকে অক্ষি মানে ঠোঁট থেকে চোখ, এই অর্থে বলা হয়েছে ।
৫|
২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪০
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লেগেছে। তবে লিটনের ফ্লাট এই শব্দদ্বয় বাদ দিলে বেশি ভালো হতো আমার মতে। আসলে এরকম শব্দ গদ্যে মানায় কিন্তু পদ্যে না। কারন একটা শব্দই কবিতার ভোল পালটে দিতে পারে।
+++
ভালো থাকু। সতত।
২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৭
ভার্চুয়াল কবি বলেছেন: ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য । আপাতত লিটনের ফ্লাটের সমার্থক/প্রতিশব্দ খুঁজে পাইনি, পরে কখনও পেলে শুধরে দেবার চেষ্টা থাকবে । ভালোবাসা রইল ।
৬|
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৬
নিরন্তর পদ সঞ্চালন বলেছেন: চরম বাস্তবতা সমৃদ্ধ কবিতা । ভালো লাগলো ।
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৬
নুরএমডিচৌধূরী বলেছেন: প্রেম ! অবুঝ বালিকার মত
তার বসতবাড়ি, আবুঝ বোকাসোকা হৃদয়েই ।
তন্বী, ষোড়শী শরীরের ভারী নিতম্ব
থেকে অধর, ওষ্ঠ কোথাও প্রেম নেই ।
++++