প্রার্থনা, যেন ভুলে না যাই অতীতের স্মৃতি, অতীতের ভূল, যে ভূল থেকে নেয়া শিক্ষা কাজে লাগাতে পারি নতুন এ বছরে, যে স্মৃতিতে অবিস্মরনীয় হয়ে থাকবে নতুন বছরটি। সুবাসিত হোক প্রান সঞ্চার। হৃদয়ের ভালবাসা, প্রানের উচ্ছাস সবকিছু দিয়ে বিদায় জানাই 1413'কে।
বিদায় 1413 ! বিদায় !
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




