জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়ে ঘরটাতে,কি সুন্দর...
বছরের পর বছর চাঁদটা একইরকম সুন্দর আছে কি করে!
ভাবতে অবাক লাগে.
নিজেকে মেটামরফোসিসের গ্রেগর সামসা বলে মনে হয়,এই অনুভূতি আরো প্রবল হয় ট্রেনের শব্দে,আশেপাশে কেউ নেই,নিজের মা ও কাছে আসতে ভয় পায়,ভাই-বোনরা নিজের জগতে ব্যস্ত,বাবাও ভীত-সন্ত্রস্ত...সামসাকে দিয়ে বাস্তবতাকে কেউ উপলপ্ধি করতে না পারলেও আজ আমার ইনসমনিয়া আমাকে বলছে আকাশের ঐ চাঁদ,তারা গুলো ছাড়া তোর সব হারিয়ে গেছে.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




