গতরাতে একটা স্বপ্ন দেখছিলাম, হঠাৎ ঘুম ভেঙ্গে গেলো,স্বপ্নে দেখি আমি একজায়গায় বেড়াতে যাচ্ছি, বাসে করে, বাস থেকে নামার পর যে জায়গায় গেছি সে জায়গায় শুধু মাটির বাড়ী, তবে খুবই ছিমছাম করে সাজানো, স্বপ্নে স্পষ্ট দেখলাম উঠোন, আর বাঁশ দিয়ে ঘরের ভেতরে জিনিস রাখার মাচা, অবশ্য আমি ঘরে টেলিভিশনও দেখেছি!
আমি জানি স্বপ্ন স্বপ্নই, স্বপ্নের কোন মানে নেই।
কিন্টু আমি প্রচন্ড অবাক হয়েছি এটা ভেবে যে কেনো আমি মাটির বাড়ী দেখলাম! আর একটা গ্রামের বাড়ী যেমন হয় উঠোন, বাঁশ দিয়ে ঘরের ভেতর মাচা এসব কি করে দেখলাম। আমি কবে একেবারেই গ্রাম বলতে যা বোঝায় সেরকম এলাকায় লাস্ট কবে গেছি মনেই করতে পারিনা, আর আমার কাছে মনে হয় আমি গ্রামে মাটির বাড়ীতে থাকতেও পারবোনা, তাহলে কেনো এমন অদ্ভুত একটা স্বপ্ন আমি দেখলাম
তবে পরে মাটির বাড়ী ব্যাপারটা নিয়ে ভাবতে থাকি, ভাবি যে আজ থেকে মাত্র ৫০ বছর আগেও বাংলাদেশের বেশীরভাগ বাড়ী ছিলো মাটির তৈরী এবং জীবন ছিল গ্রামপ্রধান।
শহুরে ছোঁয়া বলতে গেলে বড় বড় ২/৩ টা শহরে শুধু, তবে শহরের বাড়ীতেও রান্নাবান্না হতো মাটির হাড়িতে, জ্বালানি ছিলো সব প্রাকৃতিক, গাছের পাতা, কাঠের টুকরা এসব।
এখনও হয়ত অনেকেই গ্রামের মাটির বাড়ীর ছোঁয়ায় আছেন, তবে এখন বাংলাদেশে নতুন যেগুলো বাড়ী তৈরী হচ্ছে সেগুলো আর মাটির নয়, যা আছে সেগুলো আগেই তৈরি।
মাটির কাছাকাছি কয়জনা
শহুরে চকচকে, জমকালো মোজাইক বা টাইলসে মোড়ানো বাড়ীতে থেকে আমরা অনেকেও হয়ত মাটির বাড়ীতে গিয়ে আর কোনভাবেই থাকতে পারবোনা। তবে আমাদের চকচকে বাড়ীর প্রধান উপাদানও কিন্তু মাটির।
আধুনিক একটা বাড়ী
তাছাড়া গ্রামীন জীবনে ছিলনা সেলাই করা কাপড়, তাইতো বাঙালি নারীর বসনে ছিলো সেলাইবিহীন তাঁতের শাড়ী, আর ছেলেদের লুঙ্গি। যান্ত্রিকতা বাঙালির জীবনে খুব বেশী নতুন নয়।
তবে এখন গ্রামের বাড়ীতে রঙ্গিন টিভি,মোবাইল, বাহারী বাসন অন্তত এইটুকু হলেও পৌছে গেছে।
জানিনা অদ্ভুত স্বপ্নটা কেনো দেখলাম! কোন স্বপ্নবিশারদ ব্যাখ্যা দিতে পারবেন হয়ত!
তবে অকস্মাৎ সেটার কারনেই অনেক কিছু ভাবলাম, যদিও আমি গ্রামীন জীবন হয়ত দেখেছি মাত্র কয়েকঘন্টা।
খুব ইচ্ছে হলো আমার ভাবনাগুলো শেয়ার করি আপনাদের সাথে
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১২ রাত ১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



