হিহি....
এইটা শুধুই ভেটকিমারা হাসি। অল্প একটু বের হয়ে চুপসে গেল ফুসফুস,
তাই মুখবন্ধ, একদম শাটাপ্।
হাসিটা এল কেন?ভাবে মাথার এলোমেলো নিউরণেরা,
বেকুব সব-- হাত ধরাধরি করে বসে আছে টানটান।
ঝাকিতে ঝাকিতে যাচ্ছে ইলেক্ট্রন গুচ্ছ গুচ্ছ।
আসে পাশের বন্ধু আর বান্ধবেরা কথা বলে
কিরে?কেমন আছিস? কি করছিস? কোথায় আছিস এখন?
এত প্রশ্ন করে কেন বেহুদা বেল্লিকগুলা, ভাবে আমার নিরুপায় নিউরণেরা।
ভালো তোরা এগিয়ে যাচ্ছিস হুটপাট লম্বা লম্বা পা ফেলে,
সাথে নিয়ে বউ কিংবা ফি্যাঁসে। চাকরি, বৃত্তি বিদেশে আর লোভ।
আমিও লোভী হতে চাই ওমনকরে, লাল চকচকে জিহবা বের করে
লোল পড়বে টপটপিয়ে, আর আমিও বগলদাবা করবো বাড়িগাড়িনারী।
ছিছি...বলদ কোথাকার! লোলুপ রিপুর বশ শয়তান!
হাসতাছস ক্যান?খাইয়া আইছস নাকি খড়বিচালি একগাদা।
পয়সাপাতি লাগলে লেখালেখি করিস ক্যান?
মন খুঁড়ে দেখতে চাস কত বিবিধ রঙ! অনুভুতির জলে কত আলোড়ন!
সব চাইলে কেমনে হইব ব্রাদার? একটা ধরো, বাকি গুলা ছাড়ো-
রঙিন বর্ণিল সব স্বপ্ন সাজাতে চাও, ছেড়ে দাও
মাংসের সাথে ঝোলের বাটি।
আরেকটা উপদেশ, ফ্যাকফ্যাক করে হেসনা ওমন বেহুদা।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




