আমার স্বপ্নময়ী ‘মা’
-অদ্বিতীয়া সিমু
[আমার সেই দুঃসাহসী মাকে... যার সন্তান আমি]
তাপসীর মুখটা বড় কঠোর
মায়ের আঁচলটা মনে হচ্ছে নরোম রুমাল...
আমি সংশয়ে দোদুল্যমান।
দরজার কপাট খুলে দেখি সমাজের মুখচ্ছবি,
বড় কুৎসিত!!
বল মা, তুমি কি আমাকে পাবার জন্য লড়াই করোনি?
তবে হেরে যাচ্ছ কেন আজ!
যখন একটু একটু করে তোমার শরীরে বেড়ে উঠেছি
তুমি সামলে নিয়েছিলে
রুখে দাঁড়িয়েছিলে এদের বিরুদ্ধে
আমি অনুভব করি আজও,
এরিকা জংয়ের কোন সেচ্ছাচারী নারী নয়,
করি ফাল্লাচি, বেভোয়া, ভার্জিনিয়াকে তোমার মাঝে...
দেখি স্বর্ণকুমারীর মণিকে...
মাগো, আজ কোথায় সেই তুমি!
ত্রিশ বছরে সেই মায়ের মৃত্যু কে ঘটিয়েছে?
-সমাজ!!!
জবাব দেবে মা ...
তুমি নিশ্চুপ
বিউটি মিথ থেকে একে একে খসে পড়ে সুন্দর
প্রতিবাদী মা, তুমি আবার আস
একবার সেই তোমাকে আমি ‘মা’ বলে ডাকতে চাই।
আমি আশায় বুক বাঁধি আজও,
আজও সেই তোমায় স্মরণ করি,
যার অস্তিত্বে মিশে আছি আমি,
হ্যাঁ, এই আমি...
তোমার আত্মজা...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




