বেশি বাড়াবাড়ি একে বারেই ঠিক না । পৃথিবীতে এমন অনেকে বেড়ে যেয়ে আবার কমেও গেছিলো ।
যেমন ধরা যাক সাদ্দাম হোসেনের কথা উনিও কম বাড়েন নাই কিন্তু কি হলো শেষে একদম শেষ ধংস হয়ে গেলেন ।

আমেরিকার বুসের বাবাও কম বাড়েন নাই কিন্তু শেষে কি হলো একে বারে ধংস হয়েগেলেন ।

আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমাান উনি ও কিছু ভুল করেছিলে যার মাসুল হিসেবে তাকে তার শশরীরের রক্ত দিয়ে মরতে হলো ।

জিয়াউরহমান সেও দেশপ্রেমিক ছিলেন সেও হত্যা হলেন ।
প্রেসিডেন্ট এরশাদ সেও জোর করে একটানা ৯ বছর দেশ চালিয়েেছেন কিন্তু শেষে জেলে পঁচে শেষ হয়েগেলে ।
অথচ সৈরাচার হলেও বাংলাদেশের জন্য কোন ভাল কাজ করে থাকেন যদি তাহলে এরশাদই করেছেন। রাস্তার কাজ থেকেে শুরু করে উনি অনেক কাজই করেছেন ।

এখন চিন্তা আমাদের এই প্রিয় দুই নেত্রীকে নিয়ে কখন কে কোন বিপদে পরে যায় কে জানে কেননা তাদের মধ্যে ঝগড়া বিবাদ লাগিয়ে রাখছে নিশ্চই তৃত্বয় কোন পক্ষ তাদের সার্থ উদ্ধার করার জন্য ।


সূতারাং আমার মতামত অনুযায়ী কোন কাজই বেশি বাড়াবাড়ি ভাল না হয়ত এটা আমার মনের ভুল ধারনাও হতে পারে ।
তাই আমি মনে করি আপনেরা দুজন দয়া করে এক জায়গায় বসে দুজনের মধ্যে পরামর্শ করে দুজনের মনমতো দেশ চালান ।
না হলে আমরা নিরঅপরাধ সাধারন জনগনও মরবো সাথে আপনেরাও ক্ষমতা হারিয়ে ফেলতে পারেন এবং ক্ষমতা অন্য কোন তৃত্বিয় ব্যক্তির হাতে হয়ত চলে যাবে । প্লিজ আমাদের দিকে একটু তাকান । দেশেের সাধারন মানুষ গুলোর কথা একটু ভাবুন ।
আর নয় কোন নিঃ হত্যা আর নয় কোন বোমার আঘাত আমরা বাঁচতে চাই । আমাদের দয়া করে বাঁচতে দিন ।
আমি কোন রাজনীতি করি না তাই আমি রাজনীতি বুঝিও না
আমি শুধু মানুষের বেঁচে থাকার কথা বলতে চেয়েছি ।তাই দয়া
করে আমার লেখায় কোন ভুল থাকলে আমাকে সকলের
ক্ষমা করবেন ।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




