somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যদি মন চাই

২০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অাসুন,
"সুস্থ্য থাকার জন্য চেষ্টা ক‌রি,
ভা‌লো থাকার জন্য জীবন গ‌ড়ি'~

ডাঃ এ এইচ এম কামাল হো‌সেন (অনন্য)
‌ডি এ এম এস , ক্যাটাগরী~এ,
ঢাকা বাংলা‌দেশ

"Health is the root of all happiness" স্বাস্থ্যই সকল সু‌খের মুল। ধ্রুব সত্য কথাটির তাৎপর্য তখনই অামরা উপল‌দ্ধি ক‌রি যখন অামরা অসুস্থ হ‌য়ে প‌ড়ি। "Blessings are not valued till they are gone". অর্থাৎ দাঁত থাক‌তে দাঁ‌তের মর্যদা বুঝা যায় না । বে‌শির ভাগ অসুখ বিসুখ অসাবধানতা ও অসতর্কতার কার‌ণে হ‌য়ে থা‌কে। অামরা জা‌নি "prevention is better than cure" চি‌কিৎসার চে‌য়ে প্র‌তিকার ভা‌লো। ‌রো‌গের কার‌ণে শরী‌রের অঙ্গপ্রতঙ্গগু‌লো দুর্বল হ‌য়ে প‌ড়ে এবং ক্ষেত্র বি‌শে‌ষে ক্ষ‌তিগ্রস্থ অংগগু‌লো স্বাভা‌বিক অবস্থায় ফি‌রি‌য়ে অানা শুধু ক‌ঠিনই নয় অসম্ভব হ‌য়ে প‌ড়ে।

মানুষ তার জীবন‌কে সব‌চে‌য়ে বে‌শি ভা‌লোবা‌সে। অার এত বে‌শি ভা‌লোবা‌সে ব‌লেই বেঁ‌চে থাকার জন্য প্রাণান্তকর সংগ্রাম ক‌রে। সকল সুস্থতা বেঁ‌চে থাকা কিন্তু সকল বেঁচে থাকা সুস্থতা নয়। অর্থাৎ বাঁচা= সংগ্রাম, অার সুস্থতা= সংগ্রাম+বাঁচা।

বয়‌সের ঘেরা‌টো‌পে যু‌ক্তি, ব্যায়াম, সুষম খাদ্য, ঔষধ সবই যেন ব্যর্থতার নিদর্শন। তবু ও সুষম খাদ্য, নিয়‌মিত ব্যায়াম, প‌রি‌মিত ভোজন, নিয়মমত স‌ঠিক সম‌য়ে অাহার - বিহার ও সতর্কতা - স‌চেতনতা অামা‌দের অায়ুস্কাল পর্যন্ত ভা‌লো থাক‌তে সহায়তা ক‌রে।
মানব‌দে‌হ প্র‌তি‌নিয়তই অসুখ বিসু‌খের সা‌থে যুদ্ধ ক‌রে টি‌কে থাক‌তে হয়। যখন অসুখ বিসু‌খের কার‌ণে ভোগা‌ন্তি অার বিড়ম্বনার সৃ‌ষ্টি হয় তখন সুস্থতার কি গুরুত্ব তা উপল‌দ্ধি করা যায়। তাই অাসুন, সুস্থ থাকার বি‌ধি নি‌ষেধ ম‌ে‌নে চ‌লি± (দিনচর্চা ও রা‌ত্রিচর্চা)

১। রা‌তের খাবার ১০ টা হ‌তে ১১ টার ম‌ধ্যে শেষ কর‌তে হ‌বে।

২। রা‌তের খাবার পর ধর্ম ম‌তে কমপ‌ক্ষে ৪০ কদম হাঁট‌তে হ‌বে।

৩। দন্ত ‌চি‌কিৎস‌কের মরামর্শ ম‌তে ব্রাশ কর‌তে হ‌বে।

৪। স্রষ্টার প্র‌তি কৃতজ্ঞতা জ্ঞাপন কর‌তে হ‌বে।

৫। সকাল ৫টা হ‌তে ৬ টার ম‌ধ্যে ঘুম থে‌কে উঠ‌তে হ‌বে।

প্রবাদ বা‌ক্যে বলা হ‌য়ে থা‌কে Early to bed and early to rise makes a man healthy, wealthy & wise. (অর্থাৎ সকাল সকাল ঘুমো‌তে যাওয়া ও সকাল সকাল ঘুম থে‌কে উঠা ব্য‌ক্তি স্বাস্থ্যবান, সম্পদশালী ও জ্ঞানী হয়।

৬। অাবার সকা‌লে ব্রাশ কর‌তে হ‌বে।

৭। ব্যায়াম কর‌তে হ‌বে।

৮। গোসল কর‌তে হ‌বে।

৯। যার যার ধর্মের বিধান ম‌তে প্রার্থনা কর‌তে হ‌বে।

১০। ঘুম থে‌কে উ‌ঠেই প্র‌তি‌দিন সকা‌লে কমপ‌ক্ষে দু'গ্লাস বিশুদ্ধ পা‌নি পান কর‌তে হ‌বে। এ‌তে শরী‌রে স‌তেজতা ও সজীবতা ফি‌রে অাস‌বে। অামরা জা‌নি পা‌নির অপর নাম জীবন। এই পা‌নি অাপনা‌কে সুস্থ্য রাখার টনিক হি‌সে‌বে কাজ কর‌বে। সারা‌দি‌নে ৬/৮ লিটার পা‌নির প্র‌য়োজন হয় পূর্ণবয়স্ক একজন মানু‌ষের জন্য।

১১। দুপু‌রে খাবার পর কমপ‌ক্ষে ১৫ হ‌তে ২০ মি‌নিট বিশ্রাম নি‌তে হ‌বে।

১২। "An apple a day keeps the doctor away"
অর্থাৎ চ‌ব্বিশ ঘন্টার ম‌ধ্যে কমপ‌ক্ষে এক‌টি অা‌পেল খে‌লে চি‌কিৎস‌কের কাছ‌ে ধর্না দি‌তে হয় না।

১৩। " Sound mind is a sound body" মনটা‌কে সব সময় স‌তেজ রাখার প্র‌চেষ্টা অাপনা‌কে অ‌নেকাং‌শে সুস্থ্য রাখ‌তে সহায়তা কর‌বে।

১৪। এক টুক‌রো বিশুদ্ধ হা‌সির পরশ অাপনা‌কে সুস্থ্য রাখ‌তে ও অায়ু বৃ‌দ্ধি কর‌তে সহায়তা কর‌বে।

১৫। "man can do everything" মানু‌ষের অসাধ্য কিছুই নেই। সত্য সততা অার হালাল জী‌বিকা মানু‌ষের অায়ু বৃ‌দ্ধি ক‌রে।

১৬। ধুমপান প‌রিহার কর‌তে হ‌বে, মাদক মুক্ত জীবন গ‌ড়‌তে হ‌বে। ( smoking is harmful to health. This is the cause of canser.)

১৭। প্রচুর প‌রিমাণ অাঁশযুক্ত খাবা‌রের অভ্যাস করা উ‌চিত।

১৮। প‌রিস্কার প‌রিচ্ছন্নতা ইমা‌নের অঙ্গ । "cleanliness is next to Godliness" ইহা স্রষ্টা ভ‌ক্তিরও লক্ষন। প‌রিস্কার প‌রিচ্ছন্নতা অাপনা‌কে রোগ-ব্যা‌ধির বিরু‌দ্ধে প্র‌তি‌রোধ ব্যবস্থা গ‌ড়ে তো‌লতে সাহায্য করবে।

১৯। চি‌কিৎসা বিজ্ঞা‌নের ম‌তে, বায়ু পিত্ত কফ তিন‌টি প্র‌কো‌পিত হ‌লেই মানু‌ষের অসুখ বিসুখ হ‌য়ে থা‌কে সেজন্য স‌চেতন থাক‌তে হ‌বে অনুক্ষণ।

২০। Too much of everything is very bad/ excess is very bad অ‌তি‌রিক্ত কোন কিছুই ভা‌লো না তাই অ‌তি‌রিক্ত ব্যায়াম অ‌তি‌রিক্ত প‌রিশ্রম অ‌তি‌রিক্ত‌ ভোজন সব‌কিছুর দি‌কে সজাগ স‌চেতন থাক‌তে হ‌বে।

২১। মল মুত্র হাঁ‌চি শুক্র অধোবায়ু ব‌মি উদগার হাই‌তোলা ক্ষুধা পিপাসা নিদ্রা শ্রমজ‌নি নিশ্বাস কাশির বেগ অা‌বেগ অনভূ‌তি কান্না বী‌র্যের বেগ অানন্দ উচ্চাসের বেগ এক কথায় প্রাকৃ‌তিক কোন স্বাভা‌বিক বেগ‌কে ধারণ করা যা‌বে না ।

২২। নখ কাট‌তে হ‌বে নিয়‌মিত অনন্ত সপ্তা‌হে এক‌দিন কোন অবস্থায় ন‌খের ম‌ধ্যে ময়লা জম‌তে দেওয়া যা‌বে না। অাপনার দৃ‌স্টির ভিতর ও ব‌া‌হির সব খা‌নেই থা‌কে জীবানু।

২৩। বিশুদ্ধ পা‌নিয় পান , বিশুদ্ধ খাবার খাওয়া, বিশুদ্ধ ব্যায়াম করা, অার বিশুদ্ধ প‌রিস্কার প‌রিচ্ছন্ন অাপনা‌কে অবশ্যই ১০০% সুস্থতার অঙ্গীকার প্রদান কর‌বে।

২৪। খাবার অা‌গে~প‌রে, ওয়াশরুম ব্যবহা‌রের পর, কাজের পর অবশ্যই ভা‌লোভা‌বে সাবান বা হ্যান্ড স্যা‌নিটাইজার দি‌য়ে হাত পা প‌রিস্কার রাখ‌তে হ‌বে।

২৫ । কিছু পরামর্শ বা উপ‌দেশঃ~(‌শিফা ও শেফা)

দৈ‌নিক ১টি অাপেল খান। ডাক্তার লাগবে না!

দৈনিক ৫টি বাদাম খান কোন ক্যান্সারের অাশঙ্কা থাকবে না!

দৈনিক ১ টি লেবু খান কোন ফ্যাট হবে না!

দৈনিক ১ গ্লাস দুধ খান কোনও হাড়ের সমস্যা হবে না!

দৈনিক ১২ গ্লাস পানি পান করুন কোন ত্বকের সমস্যা থাকবে না!

দৈনিক ৪ টি খেজুর খান কোন দুর্বলতা থাকবে না!

** ঘুমাতে যাওয়ার আগে পানি খেলে তা হার্ট এটাক এর ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেয় এবং আপনার হজমে সাহায্য করবে।
ঘুমা‌নোর সময় ডান কাত হ‌য়ে ঘুমান হার্ট এটা‌কের অাশংকা থাক‌বে না।

** প্রতিদিন একটি তুলসী পাতা আপনাকে ক্যান্সার থেকে দূরে রাখবে।

** প্রতিদিন তিন / পাঁচ লিটার পানি আপনাকে সকল রোগ থেকে দূরে রাখবে।

**নবীজি বলেন,,"যে ব্যক্তি প্রতিদিন সকালে ৭ টি আজওয়া খেজুর খায়,তার ওপর বিষ ও জাদু কোন প্রভাব ফেলতে পারেনা!(বুখারী ৭:৬৫:৩৫৬)

দৈনিক ৫ বার প্রার্থনা ও যোগ-ব্যায়াম করুন কোন টেনশন, উত্তেজনা থাকবে না!

দৈনিক ৮ ঘন্টা ঘুমান খুশি মনে সতেজ অার অানন্দে থাকুন!

সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০২০ সকাল ১১:৪৬
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সবুজের মাঝে বড় হলেন, বাচ্চার জন্যে সবুজ রাখবেন না?

লিখেছেন অপলক , ২৬ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:১৮

যাদের বয়স ৩০এর বেশি, তারা যতনা সবুজ গাছপালা দেখেছে শৈশবে, তার ৫ বছরের কম বয়সী শিশুও ১০% সবুজ দেখেনা। এটা বাংলাদেশের বর্তমান অবস্থা।



নব্বয়ের দশকে দেশের বনভূমি ছিল ১৬... ...বাকিটুকু পড়ুন

আইডেন্টিটি ক্রাইসিসে লীগ আইডেন্টিটি ক্রাইসিসে জামাত

লিখেছেন আরেফিন৩৩৬, ২৬ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:৪৬


বাংলাদেশে রাজনৈতিক ছদ্মবেশের প্রথম কারিগর জামাত-শিবির। নিরাপত্তার অজুহাতে উনারা এটি করে থাকেন। আইনী কোন বাঁধা নেই এতে,তবে নৈতিক ব্যাপারটা তো অবশ্যই থাকে, রাজনৈতিক সংহিতার কারণেই এটি বেশি হয়ে থাকে। বাংলাদেশে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালির আরব হওয়ার প্রাণান্ত চেষ্টা!

লিখেছেন কাল্পনিক সত্ত্বা, ২৬ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:১০



কিছুদিন আগে এক হুজুরকে বলতে শুনলাম ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে নাকি তারা আমূল বদলে ফেলবেন। প্রধানমন্ত্রী হতে হলে সূরা ফাতেহার তরজমা করতে জানতে হবে,থানার ওসি হতে হলে জানতে হবে... ...বাকিটুকু পড়ুন

সেকালের পাঠকপ্রিয় রম্য গল্প "অদ্ভূত চা খোর" প্রসঙ্গে

লিখেছেন নতুন নকিব, ২৬ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:৪৩

সেকালের পাঠকপ্রিয় রম্য গল্প "অদ্ভূত চা খোর" প্রসঙ্গে

চা বাগানের ছবি কৃতজ্ঞতা: http://www.peakpx.com এর প্রতি।

আমাদের সময় একাডেমিক পড়াশোনার একটা আলাদা বৈশিষ্ট্য ছিল। চয়নিকা বইয়ের গল্পগুলো বেশ আনন্দদায়ক ছিল। যেমন, চাষীর... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাসের কি প্রমাণ আছে?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৩১



এক অবিশ্বাসী বলল, বিশ্বাসের প্রমাণ নাই, বিজ্ঞানের প্রমাণ আছে।কিন্তু অবিশ্বাসের প্রমাণ আছে কি? যদি অবিশ্বাসের প্রমাণ না থাকে তাহলে বিজ্ঞানের প্রমাণ থেকে অবিশ্বাসীর লাভ কি? এক স্যার... ...বাকিটুকু পড়ুন

×