It's better to rule in Hell than to serve in Heaven
ইসমাইল টিপু
টিপুর ফেসবুক প্রোফাইল
নোবেলবিজয়ী_টিপু
নিজের ব্যক্তিগত আর পেশাগত জীবন নিয়ে খুবই বাজে একটা সময় পার করছিলাম। অনেকের সাথেই অনেক কিছু শেয়ার করতে পারলেও অনেক কষ্টই নিজের মধ্যে রাখতে বাধ্য হচ্ছিলাম। আমার সামুতে আসা মুলত এই অস্থির সময়টাকে ভুলে নিরাপদ কোথায়্ও আশ্রয় নেয়া, যেই আশ্রয় আমি সামুতে খুব ভালো ভাবেই পেয়েছি। ইদানিং সেই প্রিয় সামুতেও সময় দিতে পারছিলাম না। সামুর অনেক কিছুই আমি এখনও ভালো করে বুঝে উঠতে পারি নি, কি করে লিংক দিতে হয় নাম সহ, কি করে ছবি পছন্দ মতো সেট করতে হয় এমন আরো অনেক কিছু।
গতকাল খুব জোর করেই দুপুরের পর সামুতে লগইন হলাম, নিজের ব্লগ দেখার আগেই প্রথম পাতায় যেয়ে সোনিয়ার পোস্টটা পড়ার সুযোগ্ও পাইনি...নেট বার বার ডিসকানেক্ট হয়ে যায়, শেষে বাধ্য হয়ে অফিসে দৌড় লাগালাম, ভেতরটা খচখচ করছিল...রাতে সংসারের বাধ্যতামুলক সময় থেকে নিজের জন্য আর কিছু সময় বের করতে পারিনি।
সকাল বেলা স্বামী সন্তানদের নিয়মিত দায়িত্ব পালন করে..বাচ্চাকে স্কুলে দিয়ে বাসায় এস দরজা বন্ধ করলাম...শ্বাশুড়ী হয়তো এর জন্য অনেক কিছুই বলবেন...আজ কোনো কিছু শুনবোই না...
আমার ঝাপসা চোখকে স্বাভাবিক করতে পারছিনা কিছুতেই , বার বার বানান ভুল হচ্ছে, বার বার ঠিক করতে হচ্ছে।
টিপুর বয়সে আমি আমার সবচেয়ে কাছের বন্ধুটিকে হারিয়েছিলাম..জটিল এক রোগে আক্রান্ত ছিল...মুখ ফুটে কখন্ও বলেনি ঠিক মতো...শুধু বলতো ওকে হঠাৎ করেই আর খুজে পাবনা...আমি এখনও ওকে খুঁজি...
টিপু কেন এমন করলো! ওর সাহায্য চা্ওয়ার তো দরকার ছিলনা, বন্ধুদের কাছে কি সাহায্য চাইতে হয়! বন্ধুরাতো এমনিতেই পাশে থাকে...সেই সুযোগটা পর্যন্ত ও আমাদের দিলো না। বন্ধুদের কাছে কি নিজের এই কথাটা শেয়ার করা যেত না!!! আমি কোনো ভাবেই মেনে নিতে পারছিনা... আমার ছোটভাইটা্ও বড় ভাই চলে যা্ওয়ার ৬ মাস ২দিনের দিন চলে গ্যাছে বড় ভাইয়ের কাছে...ছোট ভাইটাকে হাড়ানোর পর মনে হয়েছিল সব মিথ্যা..এই পৃথিবী জগত-সংসার-সব সঅঅঅঅব মিথ্যা......টিপুর কাছে ছোট হয়ে গেলাম, অপরাধি হয়ে গেলাম...ওর ভালো বন্ধু হতে পারি নি, ওর কষ্টের শেয়ার নিতে পারিনি...টিপুরে তোর কাছে ক্ষমা চা্ওয়ার মুখ্ও আমার নেই....
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১২ বিকাল ৩:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



