প্রাককথনঃ
সময়টা জুন ২০১২, ফেসবুকে কয়েকজন সহব্লগার এবং সামহোয়্যারইন ব্লগেও প্রায়ই কেউ কেউ হতাশা ব্যক্ত করতো "...সামুতে ভালো পোস্ট আসে না"। কথা গুলো শুনতে মোটেও ভালো লাগতো না। হতাশার কথা শুনতে ইচ্ছে করে না বা হতাশ হয়ে হতাশা নিয়ে হা হুতাশ করতে ইচ্ছে করে না অনবরত। যখনই হতাশা পেয়ে বসে তখনই নিজের সাথে যুদ্ধ শুরু হয়ে যায় তা থেকে বেড়িয়ে আসতে। সেই ভাবনা থেকেই সংকলন করার ভাবনা।।
সংকলন-এর শুরুঃ
সংকলন এর মুল উদ্দেশ্যই ছিলো, যারা অনবরত হতাশা প্রকাশ করে ভালো পোস্ট পড়া বাদ দিচ্ছেন তাদের চোখে আংগুল দিয়ে দেখানো যে, ভালো পোস্ট ঠিকই আসছে কিন্তু তা বানের জলের মতো ভেসে যাচ্ছে সাহায্য পোস্ট, ফেসবুকিয় স্ট্যাটাস টাইপ পোস্টে এবং এ জাতীয় আর ও কিছু হালকা টাইপ পোস্টের জন্যে।
সামহোয়্যারইন ব্লগের নতুন ভার্সনঃ
জুলাই মাসে সামহোয্যারইন ব্লগের নতুন ভার্সন দেখে খুব আশাবাদী হলাম । ভাবলাম এবার আর সংকলন করার কোন প্রয়োজন নেই। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই শুরু হলো নির্বাচিত পাতা নিয়ে চিল্লাচিল্লি। অনেকেরই ভালো পোস্ট মিস হয়ে যাচ্ছে ।
পোস্ট নির্বাচকদের প্রতিঃ
একটা অনুরোধ থাকবে পোস্ট নির্বাচকদের প্রতি....নির্বাচিত পাতায় শেষ যে সময়ের পোস্ট থাকবে, অনুগ্রহ করে তার ঠিক পরের সময় থেকে যদি পোস্টগুলো চেক করেন এবং সেগুলো থেকে ভালো পোস্ট নির্বাচিত করেন তবে কোন ভালো পোস্টই নির্বাচিত পাতা থেকে বাদ যাবে না। নতুন অনেকেরই ভরসা এই নির্বাচিত পাতাই। আর যারা নির্বাচক, তারা সামহোয়্যারে বেশি সময় দিয়ে থাকেন ভরসা করেই কর্তৃপক্ষ তাদের পোস্ট নির্বাচক করেছেন। আশা করি নিজ দায়িত্বের কথা ভুলে যাবেন না। আর দায়িত্বের কথা মাথায় রেখে স্বজনপ্রীতি পরিহার করেই পোস্ট নির্বাচন করবেন।
ক্রমানুসারে পাতা বনাম নির্বাচিত পাতাঃ
জুলাইয়ের ১ তারিখ থেকে জানুয়ারীর ২৮ তারিখ সকাল পর্যন্ত নির্বাচিত পাতায় স্টিকি পোস্ট সহ মোট পাঁচটি পোস্ট প্রথম পাতায় শোভা পেত, স্টিকি পোস্ট দুটি থাকলে নির্বাচিত পাতায় পোস্ট থাকতো সাকুল্যে ৩টি। যা পোস্ট নির্বাচনের ক্ষেত্রে নির্বাচকদের জন্যেও একটা বড় চ্যালেঞ্জ বলেই আমার মনে হয়েছে। বর্তমানে স্টিকি পোস্ট ছাড়াই নির্বাচিত পাতায় মোট ১৫টি পোস্ট শোভা পাবে একই সময়ে। এটিকে আমি অবশ্যই পজিটিভভাবে দেখবো। কেননা এতে পোস্ট নির্বাচনের ক্ষেত্রে মাঝে মাঝেই সময়ের যে বিশাল ব্যবধান দেখতাম আশা করি সেটি কমে আসবে।
সরাসরি এবং মানসিকভাবে যারা পাশে ছিলেনঃ
একা সংকলনের মতো এমন দুরূহ কাজ করা সম্ভব নয়, প্রথম দিকে একজন সিনিয়র সহব্লগার সময় দিলেও পরে তার ব্যস্ততা বেড়ে যাওয়ায় আর সময় দিতে পারেন নি।
একদিন সহব্লগার চেয়ারম্যানকে নক করলাম এই ভেবে যে তিনি ব্লগে অনেকটা সময় দেন, কাজেই তার চোখে অনেক ভালো পোস্ট পরে....দ্বিতীয় মাসে পোস্ট সিলেকশনে চেয়ারম্যান এবং কিছুটা রাহি হাত লাগিয়েছিলেন। পরে আর চেয়ারম্যান ব্যস্ততার জন্যে সময় দিতে পারেন নি।কৃতজ্ঞতা জানাচ্ছি এই দুই সহব্লগারকে।
আক্রমণাত্নক মাল্টি নিকদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞঃ
একটা সময় আবিষ্কার করলাম আমি সংকলন পোস্ট দিলেই সারা মাসে নিদ্রা যা্ওয়া কিছু মাল্টি নিক জেগে উঠে, যাদেরকে আমার অন্য কোন পোস্টে দেখা যায় নি সাধারণত। আমি বিশেষ ভাবে কৃতজ্ঞ সেই সব সহব্লগারদের কাছে যারা নিজ নিকে আক্রমণাত্নক কথা বলতে না পেরে মাল্টি পাঠিয়েছেন। কেননা এই মাল্টি নিকের জন্যেই আগ্রহ বেশিই পেয়েছি পরের সংকলন কন্টিনিউ করতে....আর সহব্লগারদেরকে যখন দেখতাম তারা সংকলনে তাদের ভালো পোস্ট দেখে কতোটা আনন্দিত তখন সারা মাসের কষ্টকে, মাল্টিদের গালিকে তুচ্ছ মনে হতো।
আশা জাগানিয়াঃ
টানা ৬টি সংকলনে যদি একজনকেও ভালো লিখার আগ্রহ জাগাতে পেরে থাকি যে, ভালো লিখার মূল্যায়ন হবেই। তবেই আমার টানা ছয়মাসের পরিশ্রম, মানসিকচাপ, গালি খা্ওয়া সার্থক।
সবসময় পোস্ট নজরে রাখতে মোবাইলে চোখ রাখতে হতো বলে বন্ধুদের অনেক কথা শুনেছি! তারপরও বলবো সহব্লগার অনেকের মাঝেই আশা জাগাতে সক্ষম হয়েছি ।
ব্যর্থতার স্বীকারোক্তিঃ
একটা পুরো মাসের ভালো পোস্টগুলো একত্রিত করা একজনের পক্ষে সত্যিই অনেক কঠিন কাজ। যা আমি কোন মাসেই ১০০% করতে পারি নি। জানি অনেকেই মনক্ষুন্ন হয়েছেন। কিন্তু উদ্দেশ্যমুলকভাবে কারো ভালো পোস্ট বাদ দেবার কোন চেষ্টা কখনো করিনি।
প্রাপ্তিঃ
ভালো লেখেন এমন অনেকেরই খোঁজ পেয়েছি এই সংকলনের কাজ করতে যেয়ে। নাম ধরে বলছি না, তবে ভালো পোস্টকে সবসময়ই স্বাগতম, সাথে পোস্টদাতাদের প্রতি রইল কৃতজ্ঞতা এই জন্যে যে নষ্ট স্রোতে গা ভাসিয়ে না দিয়ে লিখে যেতে থাকুন নিজের তাগিয়েই, নিজের দায়িত্ববোধ থেকেই।
হয়তো অনেকেই বা কেউ কেউ আছেন তবে আমি ব্লগার হাসান মাহবুবের কথা উল্লেখ না করেই পারছি না, তিনি নতুন ব্লগারদের, ওয়াচে থাকা ব্লগারদের যেভাবে উৎসাহ দিয়ে থাকেন তা অনেক সিনিয়র ব্লগারদেরই দেখি না। সিনিয়র ব্লগাররা একটু ভেবে দেখবেন, আপনার উপস্থিতি একজন নতুন বা জুনিয়র ব্লগারকে অনেকই অনুপ্রাণিত করে ভালো লিখতে।
সহব্লগার ডেভিড, আপনার দারুন দারুন লেখাগুলোও কিন্তু ব্লগের সম্পদ ছিল। যা অন্য ব্লগারদেরকে ভালো লিখতে অনুপ্রেরণা যোগাতো। যদি সম্ভব হয়, আনড্রাফট করুন আপনার লেখাগুলো।। প্রায়ই আপনার শূন্য উঠান থেকে ফিরে আসি বিষাদ মাখা কষ্ট নিয়ে!
সংকলন পোস্টে জানা, শরৎ-এর উপস্থিতি এবং সর্বোপরি মানসিকভাবে সবসময় পাশে থাকার জন্যে ফিউশন ফাইভকে কৃতজ্ঞতা না জানানোটা অন্যায় হবে।
আর কৃতজ্ঞতা জানাচ্ছি নিভৃতচারী সহব্লগারকে....যার অনুপ্রেরণা ছিল সবসময়ই।।
যারা ভালো লিখেন, ভালো লিখতে চেষ্টা করে থাকেন তাদের সবার প্রতি রইল আমার সালাম, কৃতজ্ঞতা।
সবশেষে, ভালো লিখার উদাহরণ হিসাবে সামহোয়্যারইন ব্লগে যার ব্লগটিকে উদাহরণ হিসেবে উপস্থাপন করা যায় শ্রদ্ধা রইল সেই ব্লগার ইমন জুবায়ের-এর প্রতি।।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
সকল সংকলন পোস্ট দেখতে এখানে ক্লিকান।।
আর নিজস্ব ব্লগ সাইট "আশা জাগানিয়া"য় আমন্ত্রণ রইল সবাইকে।
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




