এপ্রিল ফুল নিয়ে মুসলমাদের মধ্যে যে কাহিণী প্রচলিত আছে সেটা যে কত বড় মিথ্যাচার তার প্রমান দেখুন।
ঐ কাহিণীতে আছে মুসলমানদের প্রলুব্ধ করার জন্য মদ ও সিগারেট পাঠান হয়েছিল ঘটনা ঘটার বেশ কিছু আগে মানে ১/৪/১৪৯২ সালের আগে অথচ কৃষ্ঠফার কলোম্বাস ৩রা অগাষ্ট ১৪৯২ ভারত যাওয়ার সটকাট সমুদ্র পথ আবিষ্কারের উদ্দেশ্যে বের হয়ে আমেরিকা আবিষ্কার করে বসেন এবং তার অনেক বৎসর পর আমেরিকার রেড ইন্ডিয়ানদের এই নেশা সিগারেট ইয়োরপে নিয়ে আসেন।
১/৪/১৪৯২ তারিখে ইসাবেলা গ্রেনেডার দখন নেয় এবং ৭ লক্ষ মুসলমানকে মসজিদে পুড়িয়ে হত্যা করে । কিন্তু আসল সত্য হোল ইসাবেলা গ্রেনেডা হস্তগত করে ২ জানুয়ারি ১৪৯২ কোন রকমের যুদ্ধ ছাড়াই। তৎকালিন গ্রানাডার শাসক স্বেচ্ছায় ইসাবেলার কাছে নগরির চাবি তুলে দেন ।
যেখানে হিরোসিমা নাগাসাকিতে ২ টা এটম বোমা মারার ফলে প্রথম চার মাসে প্রায় আড়াই লক্ষ মানুষ মারা যায় এবং তাৎখনিক ভাবে ৯০ হাজারের মত মানুষের মৃর্তু হয় সেখানে ১/৪/১৪৯২ তে একদিনে ৭ লক্ষ মানুষ এটম বোমা ছাড়া কি করে মারা গেল?? আমাদের মুক্তি যুদ্ধে ৯ মাসে মারা গেছে ৩০ লক্ষ তাহোলে ১/৪/১৪৯২ তারিখে এই ৭ লক্ষ মানুষকে গণহত্যার কথা অবশ্যই ইতিহাসে থাকতো । মুসলমানদের উপর যত গণহত্যা চালান হয়েছে তার সব দলিল ইতিহাসে লিপি বদ্ধ আছে তাহলে ১/৪/১৪৯২ তাং ৭ লক্ষ মানুষের হত্যার কাহিণী ইতিহাসের কোন দলিলে নাই কেন ? ক্রসেডাররা যখন জেরুজালেম দখল করে মুসলিম গণহত্যা চালাল তার দলিল লিপিবদ্ধ আছে। ইতিহাসে লিপিবদ্ধ আছে খৃষ্টানরা ষ্পেন দখল করার পর কিভাবে মুসলমানদের নিপিড়ন করে মাত্র ১২০ বৎসরের মধ্যে স্পেনকে মুসলিম শুণ্য করলো তাহোলে কেন ১ লা এপ্রিল ১৪৯২ তাং ৭ লক্ষ মুসলমান হত্যার দলিল ইতিহাসে নেই ? যে কাহিণী প্রচলিত মসজিদের ভিতর বন্ধি করে আগুন জ্বেলে হত্যার কাহিণী সে সব ঘটনা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আছে কিন্তু ১লা এপ্রিল ১৪৯২ সালের কোন ঘটনা ইতিহাসে নেই !!
তখন যে প্রযুক্তি ছিল তা দিয়ে কি একদিনে ৭ লক্ষ মানুষ হত্যা করা সম্ভব যেখানে এটম বোমা মেরে হিরোসিমা নাগাসাকিতে প্রথম ৪ মাসে আড়াই লক্ষ মানুষ মারা গিয়েছিল ? এটা যে কত বড় মিথ্যাচার তার আরেকটা প্রমান দেখুন -------
২০০৭ আদম সুমারি অনুযা্য়ি গ্রানাডার জন সংখ্যা ২৩৭৯২৯ (২ লাক্ষ ৩৭ হাজার ৯২৯) এবং আয়তন ৮৮ (বর্গ কিলোমিটার) বা ৩৪ বর্গ মাইল তাহোলে এই ছোট্ট জায়গায় ১৪৯২ সালে কি করে ৭ লক্ষের উপর মানুষ বাস করে ???
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



