প্রশ্ন : বার্মা সরকার কর্তৃক রহিঙ্গা নিপীড়ন কি ধর্মীয় কারনে নহে ??
উত্তর : নহে পুরো বিষয়টা ধর্মীয় বিদ্বেষ নহে বরং জাতিগত বিদ্বেষ । যেমন ধরুন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যারা শহিদ হয়েছিল তাদের ৯০% ছিল মুসলমান তাই বলে ওটাকে কি মুসলিম নিধন বলবেন নাকি বাঙ্গালী জাতি নিধন বোলবেন ? ১৯৭১ সালে পাকিস্তানিদের টারগেট ছিল বাঙ্গালী নিধন এবং তার ধর্ম যাই হোক না কেন ঠিক একই ভাবে বার্মার সংখ্যা গরিষ্ঠ অংশ যাদের বেশির ভাগ বৌদ্ধ ধর্মালম্বি তারা নিপীড়ন করছে রহিঙ্গা জাতির উপর । এই রহিঙ্গারা যদি হিন্দু বা বৌদ্ধ বা অন্য কোন ধর্মের হোত তাহোলে ও নিপীড়ন চলতো ।
প্রশ্নকারি : জ্বি না রহিঙ্গারা বৌদ্ধ হোলে নিপীড়ন চলতো না !!!!!
উত্তর : জাতিগত বিদ্বেষ বা সংঘাতে ধর্ম কোন ইসু নহে । ১৯৭১ সালে পাকি জাতি যাদের ৯৯.৯৯৯৯ % মুসলমান তারা বাংলার মুসলমানদের কে হত্যা করতো না । আই এস আই রা মুসলমানদের হত্যা করতো না । সুতরাং রহিঙ্গারা বৌদ্ধ ধর্মের হোলেও জাতিগত নিপীড়ন বন্ধ হোত না । এক জাতির মুসলমানরা অন্য জাতির মুসলমানদের হত্যা করতো না । ১৯৭১ সালের গণহত্যা যেমন ছিল জাতিগত বিদ্বেষ ঠিক একই ভাবে বার্মার রহিঙ্গা হত্যা ও জাতিহত বিদ্বেষ ।
যদি এইটা শুধু সম্প্রদায়িক ধর্মীয় নিধন হোত তাহোলে বার্মায় অন্য জাতি গোস্ঠির ভিতর যে বিপুল সংখ্যক মুসলমান আছে তারা ও নিপীড়নের শিকার হোত কিন্তু রহিঙ্গারাই শুধু আক্রমণের শিকার হয়েছে । সুতরাং এইটা ধর্মীয় নিধন নহে তবে বাংলাদেশে ব্রাক্ষণবাড়িয়ায় যে নিধন হয়েছে সেটা সম্প্রদায়িক ধর্মীয় নিধন , রামুতে যা হয়েছে সেটা সম্প্রদায়িক ধর্মীয় নিধন , ভারতের গুজরাটে যা হয়েছে সেটা সম্প্রদায়িক ধর্মীয় নিধন ।
প্রশ্নকারি : না না না বৌদ্ধ ভিক্ষুরা অংশ গ্রহন করেছে এটা ধর্মীয় বিদ্বেষ মোটেও জাতিগত বিদ্বেষ নহে !!!!!
উত্তর : তাই নাকি !!!!!! এটা বুঝি আপনার কাছে ধর্মীয় বিদ্বেষ জাতিগত নহে !!!!!! তাহোলে মগ চাকমা মার্মা বা অন্য সব গোস্টি বা জাতিতে যে বিপুল সংখ্যক মুসলমান আছে তারা কেন নিপীড়নের শিকার হয় না ? কেবল মাত্র কিছু ভিক্ষুর অংশ গ্রহন করার কারনে যদি এটা জাতিগত বিদ্বেষ না হয়ে সম্প্রদায়িক বিদ্বেষ হয় তাহোলে ১৯৭১ সালের বাঙ্গালী নিধন ছিল ধর্মীয় বিদ্বেষ জাতিগত বিদ্বেষ নহে কারন রাজাকার আলবদর জামাত কাট মোল্লারা মানুষ নিধনে অংশ গ্রহন করেছিল , সুতরাং ১৯৭১ সালের পাকি রাজাকার আলবদর কাটমোল্লা কর্তৃক হত্যা কান্ড ছিল ধর্মীয় নিপীড়ন জাতিগত নহে এবং একি ভাবে বৌদ্ধ রাজাকারদের কারনে ঐটা মোটোও জাতিগত নিপীড়ন নহে বরং ধর্মীয় নিপীড়ন !!!!!!!
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




