এক অন্ধ তীরন্দাজের হাতে তীর দিয়ে
বুক চেতিয়ে দারিয়ে আছি সম্মূখে
হে অন্ধ তীরন্দাজ চালাও তোমার ধনু
আমার মৃত্যুই পৃথিবীর শেষ অর্গাজম ।
বুকের খুব গহীনে একটি মাটির চুলো আছে
সেখানে প্রতিদিন রাতে তুমি দুধ গরম করো
স্বামী হতে আরেকটু বেশী আদর পাবার লোভে,
কোনদিন বাধা দেইনি তোমায়
সারারাত দু-আঙ্গুলের মাঝে পাটখড়ি জ্বালিয়ে রেখেছি
মাঝরাতে যদি তোমার আরেকটু. আদর পেতে ইচ্ছে করে.........
হে অন্ধ তীরন্দাজ চালাও তোমার ধনু
সর্বচ্চো তুমি আমায় মৃত্যুই উপহার দিতে পারো।
আরিফ আফতাব।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১১ ভোর ৫:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




