পৃথিবীর কোলাহলে হেঁটে যাওয়া পথিকের মাঝে আমিও একজন
হাজার বর্ষ পথ একলা পাড়ি দিয়েছি,
শুধু একটা চেনা রাতে তোমায় চেয়েছি।
আমি কৃষ্ণচূড়ার পথ, আমি ডাহুকের গান।
আমি শিমুলের বাতাস-প্রেম কারণে অকারণে বহমান।
আমি সময়ের কাঁটায় স্বপ্ন বুনি
টিক টিক করে স্বপ্নেরা চলে।
আমি দিনলিপির নকশা আঁকি
স্মৃতিরা যেথায় কথা বলে।
ঘাসের জমিনে নির্জনতার গান ধরা বাউলের মাঝে আমিও একজন
আমার উল্লাসের উনুনে ধোঁয়া জোটেনা, উড়ছে শুধু ছাই।
ঘুড়ির শোকে আকাশ খেলেনা পুড়ছে যে নাটাই।
মন সুখ দেয় ডুব তিরতির কাঁপা শ্যাওলার আয়নায়,
জল ভেজা শাপলার অভিমান জুড়ে যায় নতুনের খোঁপায়।
নির্বাসিত ক্লান্ত অযুত নিযুত কবিতার কবিদের মাঝে আমিও একজন
আমি অথৈ বেলা, কাঁদা জলে খেলাচ্ছলে ঘর ভাঙি জীর্ণতার,
আমি স্তব্ধ মৃত্তিকার সুপ্তানলে জেগে উঠা চিৎকার।
আমি খেয়ালী, হেঁয়ালি, পৌষালী ঝরা পাতার গল্প,
দীর্ঘ পথ পাড়ি দিয়েও বদলেছি পৃথিবীর খুব অল্প।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৪