'দ'-এর মত কোমর ভেঙ্গে দাঁড়িয়ে আছি!
চাঁদ জেগেছে বিহ্বল অসুখে
বাঁকা কোমর, এলোমেলো হাওয়ায় কাঁপে
সকালের ঢের বাকি, পূর্ণিমা রাত এখনো তালহারা
বিষুবীয় অবয়বে তালকানা হয়ে আছি
গোলাপগন্ধা মাতাল সমীরণে কুহকীর কুহেলিকা
অশ্রু পতনের সার সংক্ষেপ!
অবিমিশ্র বেদনার গৃহীত সংস্করণ
দ -এর মত দাঁড়িয়ে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




