প্রিয় মডারেটর,
কেমন আছেন? সব কুশল তো? আপনার সাথে কথা বলার খুব ইচ্ছে, আর তাই আমি এই সুযোগ টা ছাড়তে পারলাম না।
আমি বেশ কদিন আগে থেকে ব্লগে সাইন আপ করলাম। আজকে ১ সপ্তাহ ৩ দিন হলো,আমি কেন কারোর লেখায় মন্তব্য করতে পারছিনা? আমার এই দুঃখে নাকি কান্না কাঁদতে ইচ্ছে করছে। সবাই এরকম সুন্দর সুন্দর মন্তব্য করে,আমি বসে বসে দেখি। আর কিছু করার থাকেনা!
প্লিজ,আমাকে জেনারেল ব্লগার করুন অতিসত্বর। আমার দুঃখ কমান, নাহলে একটা গামছা দিয়ে যান,আমি চোখের জল মোছার চেষ্টা করবো,আর যদি আগামি ৩দিনের মাঝে জেনারেল না করেন,তবে প্রতিদিন গামছা ধুয়ে দিয়ে যাবেন।
ইতি,
Watch এ রাখা নতুন ব্লগার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



