সাধারণভাবে আমরা অশ্লীল শব্দটা যৌনতা বিষয়ক মনে করলেও শব্দটার তৎপর্য আরো ব্যপক। আমাদের কাছে সব অশোভন মন্তব্যই অশ্লীল, এই পোষ্টে আমরা এই পর্যন্ত দায়িত্ব পালন করা চারজন স্বরাষ্ট্র মন্ত্রীর কিছু অশ্লীল অর্থাৎ অশোভন মন্তব্যের অতি সংপ্তি তালিকা পেশ করছি। গত বিএনপি সরকারের আমলের প্রথমদিকে স্বরাষ্ট্র মন্ত্রী ছিল, খালেদা জিয়ার বেয়াই তারেকের শশুর অবসর প্রাপ্ত সামরিক কর্মকতা আলতাফ হোসেন। তার একটা অশ্লীল মন্তব্য দিয়ে আমরা তালিকাটা শুরু করতে পারি। সন্ত্রাসির গুলিতে পিতার কোল সাত মাসের শিশুপুত্র নিহত হবার পর সারাদেশে যখন তোলপাড় শুরু হয়েছিল, তখন আলতাফ হোসেন বত্রিশপাটি দাঁত বের করে হাসতে হাসতে বলেছিল ‘আল্লাহ্’র মাল আল্লাহ্ নিছে’। তার এই মন্তব্যের মধ্যদিয়ে সমস্ত সন্ত্রাসীর এক মহা উৎসবের উপল্য এনে দিয়েছিল। তার এই কথা যেদিন টিভি চ্যানেলে প্রচার হচ্ছিল, সেই সংবাদ শুনে আমার পাড়ার মধ্যবয়স্ক এক শ্রমিক বলেছিল, ‘কথা মিথ্যা না, সব কিছুতো আল্লাহ্’র ইচ্ছায় ঘটে, তয় তুই বেটা মন্ত্রী হইলি কী আমার ..... ফেলাইতে! তারপর আসলো আরেক আজব চিড়িয়া নাম তার বাবর। যতসব বড় বড় জজ-ব্যারিস্টারদের ভিড়ে একমাত্র মেট্রিক পাস মন্ত্রী। (পালের গোঁদা অবশ্যই আন্ডার মেট্রিক) মন্ত্রীদের বড় অংশই বাংলার চেয়ে ইংরেজি ভাল বলে তাই তারও ইচ্ছা হলো তেনাদের মতো ইংরেজি বলবে। চারদিকে তার নিজের দলের পোষা জঙ্গীরা যখন নির্বিচারে মানুষ খুন করছে তখন তিনি হিন্দু জঙ্গী আবিষ্কার করে পুরো জাতিকে দিলো এক চরম বিস্ময়, সেই সাথে বললো তার অশ্লীল মন্তব্য: ‘উই আর লুকিং ফর শত্রুজ’। আমরা এবার বর্তমান সময়ের দুই স্বরাষ্ট্র মন্ত্রীর কথা বলতে পারি: প্রথমে আসা যাক, প্রতিমন্ত্রী টুকুর কথায়, রাষ্ট্রযন্ত্র যখন ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে, রাষ্ট্রের সমস্ত নিরাপত্তা বাহিনী যখন পরিণত হয়েছে রাষ্ট্রের পোষা ডাকাত বাহিনীতে। পাগলা কুকুরের মতো অহেতুক তাদেররেই স্বার্থের পাহারাদার সংবাদিককে মেরে আহত করেছে, তখন স্বরাষ্ট্র মন্ত্রী আমাদের উপদেশ দিচ্ছে পুলিশ থেকে নিরাপদ দুরত্বে অবস্থান করতে। তার এই মন্তব্যের মধ্যদিয়ে আমরা বুঝতে পারলাম জনগণকে দমন পীড়নের কাজে ব্যবহার করতে গিয়ে রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী আজ তার মনুষত্ব হারিয়ে পাগলা কুকুরে পরিণত হয়েছে, তাই আমরা যেমন পাগলা কুকুর থেকে দূরে থাকি ঠিক তেমনে এখন থেকে নিরাপত্তা বাহিনী থেকেও একই ভাবে দূরে থাকতে হবে। তবে চরম অশ্লীল মন্তব্যটা করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন। পুলিশ যখন নির্বিচারে খুন জখম, নারীর শ্লীলতাহানির মতো ঘটনাগুলো হরদম করছে তখন তিনি এই পুলিশের পে সাফাই স্বাক্ষী দিয়ে বলল, পুলিশ আগের চেয়ে ভাল অবস্থানে রয়েছে। এই কথা উনি বলতেই পারেন, কারণ তার দলের ফ্যাসিবাদী এজেন্ডাগুলোতো পুলিশ ভালভাবেই পালন করে চলেছে। সেই সাথে উনি আরো বললেন, মানুষ বিপদে পড়লে পুলিশের কাছেই ছুটে, কত বড় বেয়াক্কেল হলে একজন মন্ত্রী এমন কথা বলতে পারেন, উনি কী জানেন না, বিপদ থেকে মানুষকে রা করা এটা পুলিশের দয়া নয়, দায়িত্ব। এদেশের জনগণের ট্যাক্সের টাকায় পুলিশ চলে। তাই পুলিশ এদেশের জনগণের চাকর, এই চাকরকে শোষক বানিয়ে তুলেছেন আপনারাই। তাই জনতার কাটগড়ায় আপনাদের বিচার একদিন হবেই। আমেন।
স্বরাষ্ট্র মন্ত্রীদের কিছু অশ্লীল বুলি-বচনের সংক্ষিপ্ত তালিকা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
হাদির আসল হত্যাকারি জামাত শিবির কেন আলোচনার বাহিরে?

গত মাসের শেষের দিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ারের ছেলে সালমান, উসমান হাদির সঙ্গে খু*নি ফয়সালের পরিচয় করিয়ে দেন। সেই সময় হাদিকে আশ্বস্ত করা হয়—নির্বাচন পরিচালনা ও ক্যাম্পেইনে তারা... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ একদিন মাথা উঁচু করে দাঁড়াবেই
বাংলাদেশ একদিন মাথা উঁচু করে দাঁড়াবেই

ভিনদেশী আধিপত্যবাদের বিরুদ্ধে সত্যের বজ্রনিনাদে সোচ্চার হওয়ার কারণেই খুন হতে হয়েছে দেশপ্রেমিক আবরার ফাহাদকে। সেদিন আবরারের রক্তে লাল হয়েছিল বুয়েটের পবিত্র... ...বাকিটুকু পড়ুন
রাজাকারের বিয়াইন

শহীদুল ইসলাম প্রামানিক
রাজাকারের বিয়াইন তিনি
মুক্তিযোদ্ধার সন্তান
ওদের সাথে দুস্তি করায়
যায় না রে সম্মান?
কিন্তু যদি মুক্তিযোদ্ধাও
বিপক্ষতে যায়
রাজাকারের ধুয়া তুলে
আচ্ছা পেটন খায়।
রাজাকাররা বিয়াই হলে
নয়তো তখন দুষি
মেয়ের শ্বশুর হওয়ার ফলে
মুক্তিযোদ্ধাও খুশি।
রচনা কালঃ ১৮-০৪-২০১৪ইং... ...বাকিটুকু পড়ুন
দিপুকে হত্যা ও পোড়ানো বনাম তৌহিদী জনতা!

পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড (Pioneer Knitwears (BD) Ltd.) হলো বাদশা গ্রুপের (Badsha Group) একটি অঙ্গ প্রতিষ্ঠান। বাদশা গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান কর্ণধার হলেন জনাব বাদশা মিয়া, যিনি একইসাথে এই... ...বাকিটুকু পড়ুন
সাজানো ভোটে বিএনপিকে সেনাবাহিনী আর আমলারা ক্ষমতায় আনতেছে। ভোট তো কেবল লোক দেখানো আনুষ্ঠানিকতা মাত্র।

১০০% নিশ্চিত বিএনপি ক্ষমতায় আসছে, এবং আওয়ামী স্টাইলে ক্ষমতা চালাবে। সন্ত্রাসী লীগকে এই বিএনপিই আবার ফিরিয়ে আনবে।সেনাবাহিনী আর আমলাদের সাথে ডিল কমপ্লিট। সহসাই এই দেশে ন্যায়-ইনসাফ ফিরবে না। লুটপাট... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।