******সবার দৃষ্টি আর্কষণ করছি ******
প্রতারণার আর একটি নতুন ফাঁদ "বিকাশ”
বাংলী কি না পারে ? বাংলীর দ্বারা সব সম্ভব!!!
গতকাল রাতে আমার এক ছোট ভাই "বিকাশ” এর মাধ্যমে প্রতারিত হয়েছে।
প্রতারক তাকে প্রথমে একটা SMS দেয় ঠিক বিকাশের মত করে টাকা আসলে যেমন SMS আসে। এরপর প্রতারক কল দিয়ে বলে যে "ভাই আমার দোকানরে ছেলেটা ভুল করে আপনার নম্বরে বিকাশ করে ফেলেছে, আপনি একটু টাকা টা পাঠিয়ে দেন। আমার খুব উপকার হয়।
( টাকার পরিমাণ ২৩৫০/- )"
রাত তখন ৯ টা। সাধারণত এই রকম সময়ে আর যাই হোক কউে মশকরা করবে না এটা মনে হয়েছে আমার সেই ছোট ভাইয়ের। যেহেতু SMS এসেছে তাই সে কোন আগে পিছে বা জটিল কোন চিন্তা না করে ও সরল মনে শুধু SMS দেখে পাঠিয়ে দেয় টাকা সেই প্রতারক এর নম্বরে।
তারপর... যা হবার তাই হল। তার বিকাশ ভান্ডার হয়ে যায় শুন্য....। এবং তাকে বিকাশ থেকে SMS পাঠানো হয় যে তার বিকাশে তখন আছে মাত্র ১৮০ টা যেখানে টাকা পাঠানোর পর ও থাকার কথা ছিল ২০০০/-।
এরপর বিকাশের কাস্টমার কেয়ারে কল দেওয়া হয়।এবং তারা জানায় "এখন আর কিছু করার নেই টাকা পাঠানোর আগে আমাদের জানালে আমরা কিছু করতে পারতাম" (এই হল আমাদের বিকাশ, তিনারা কিচ্ছু করতে পারবনে না। প্রতিবার কি মানুষ টাকা জমা হলে আর পাঠানোর আগে বিকাশের কাস্টমার কেয়ারে কল দিবে? )
এরপর আমার এক "ভন্ধু" (বন্ধু) কে কল দিয়ে জিগায়লাম (সে বিকাশের বড় একটা পোস্টে চাকরি করে ) "কিরে তোর বিকাশ এই কথা কয় ক্যান? যে তারা কিচ্ছু করতে পারবো না ? সে আমারে উল্টা ফাঁপড় দিয়া কয়... আমাদের কিচ্ছু করার নাই, আমরা কারো বিকাশ account suspend করতে পারিনা। থানায় যাও, জিডি করো তারপর অফিসে জমা দাও অভিযোগ তারপরে আমরা দ্যখতাছি।
এই হল আমাদের মর্ডান “বিকাশ”
এই পোস্ট টা দেওয়ার পিছনে একটায় কারন বিকাশে লেনদেন করার আগে ভাল করে যাচায় করে তবে লেনদেন করুন। শুধু মাত্র SMS দেখে কাওকে টাকা পাঠাবনে না। দরকার হলে *247# press করে balance দেখে নিতে পারেন আরও যদি কোন সংশয় থাকে তবে অবশ্যয় বিকাশের কাস্টমার কেয়ারে কল করে সংশয় দূর করুন যত ব্যস্ত থাকুন না আপনি।
একটু সচতনতোয় আপনাকে বাঁচিয়ে দেবে সকল বিপদ থেকে তাই নিজে সচতনে হোন, অন্য কে সচতনে হতে সাহায্য করুন।
আমার Facebook Page : Click This Link
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




