"বজ্রপাত" কেন হয়? অধিকাংশ মানুষ বলবে মেঘে মেঘে ঘর্ষনে। কিন্তু অন্তত মেঘ থেকে মাটিতে যে বজ্রপাত পড়ে, তাতে এই ঘর্ষণ নামে কোন বিষয়ই ঘটে না!
আমি "মেঘ থেকে মাটিতে বজ্রপাত" সম্পর্কে কিছু বলব!
মাটির উপরে ভাসমান মেঘ চার্জিত হয়। অধিকাংশ ক্ষেত্রে এটা ঋণাত্বক চার্জে চার্জিত হয়।
আমরা জানি যে, মাটির/ভূমির বিভব শূণ্য। মেঘের ঋণাত্বক চার্জের ফলে ভূমি আবেশ পক্রিয়ায় ধণাত্বক চার্জে চার্জিত হয়।
অনুরূপভাবে মেঘ সংলগ্ন বায়ু অনুসমূহ আবেশ পক্রিয়ায় ঋণাত্বক চার্জে ও ভূমি সংলগ্ন বায়ু অনুসমূহ আবেশ পক্রিয়ায় ধণাত্বক চার্জে চার্জিত হয়। মেঘ ও মাটি উভয় থেকে এই চার্জিত অনুগুলো একের পর এক অণু আবেশিত করে মইয়ের মত লম্বা হতে থাকে।
এমন মই এর মত শাখা আরও অনেক শাখায় বিভক্ত হয়। তারমধ্যে সবার আগে মেঘ থেকে আগত যে শাখা ভূমি থেকে আগত শাখার সাথে মিলে যায়, সেটা একটা বর্তনী হয়ে যায়, সেটা দিয়েই মেঘের সমস্ত Electron বা ঋণাত্বক চার্জ মাটিতে নেমে আসে । বা মাটি থেকে বিদ্যুত মেঘে যায়।
আর এইটাই আমরা বজ্রপাত হিসেবে দেখি। বজ্রপাত তাই একটা বায়বীয় বর্তনী। নেমে আসা বিদ্যুতের পরিমান খুব বেশী হয় যা প্রচন্ড তাপ সৃষ্টি করে, ফলে আমরা সাদা দেখি।
Lightening
বিনা মেঘে বজ্রপাত কি সম্ভব? হ্যা, সম্ভব।
দেইখ্যা বুইঝা লন!
(ভুল হলে ক্ষমাপ্রার্থী)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


