"বিজ্ঞান" কি? আমার দেয়া একটা সংজ্ঞা আছে
"বিজ্ঞান হোল আমাদের চারপাশের সমস্ত ঘটনাবলী বাখ্যা করার জন্য একটা 'বানোয়াট' শাস্ত্র।"
"বিজ্ঞান" এমনভাবেই রচনা করা হয়েছে যেন এটা সবকিছু এমনভাবে বাখ্যা করে যেন আমরা সন্তুষ্ট হই!
যেমন,
Force একটা Term যেটা ছাড়া Physics নিরর্থক! আমি টেবিলে একটা বাড়ি দিলাম, মানে Force দিলাম! কিন্তু Force বলে কি আসলেও কিছু আছে? নাই!
F=dx/dt, (not F=ma, its for Special case) এর কাজ শুধু বাখ্যা করা, আর কিছু না!
আরেকটা উদাহরন হোল,
Law of Gravitation. আপেল কেন মাটিতে পড়ে? আমরা দেখতেসি যে মাটিতে পড়ে, তাই একটা Force আনা হোল যেটার কারন আমরা জানি না! যদি দেখতাম, সবিকছু বিকর্ষন করে তাহলে Law of Repulsion (if so, we cant exist)আসত!
Quantum Mechanics এ Gravitation Law এর বাখ্যা হোল, Mass যুক্ত যে কোন কিছু Space Bending বা স্থান সংকোচন ঘটায়, ফলে বস্তু একে অপরের কাছে আসে। কিন্তু এটাও একটা বাখ্যা যার কোন কারন নাই!
এমনকি এটাও সম্ভব যে Electron, neutron, Proton, Positron, Quark, Strings ইত্যাদি বলে কিছু নাই! যদি Science কে এমনভাবে সাজানো যায় যেন Electron, neutron, Proton ইত্যাদির সাহায্য ছাড়া অন্য কিছু Term দিয়ে সবকিছু বাখ্যা করা যায়, তবে সেটাও Science হবে!
যদি কোন ভিনগ্রহবাসী পৃথীবিতে আসে, তবে এটা হতে পারে যে তাদের সাথে আমাদের Scienceএর কোন মিল নাই!
অন্যভাবে, বিঞ্জানের একটা কাজ হল, যে সকল বিষয় আমাদের ইন্দ্রিয় দ্বারা সংঞ্জায়িত জগতের বাইরে তাদের এমনভাবে সংঞ্জায়িত করার চেষ্টা করা যেন তারা এই জগতের মাঝে এনে চিন্তাভাবনা করা যায়!!
যেমন, আমি যদি কাওকে জিঞ্জাস করি, ইলেকট্রন দেখতে কেমন?
সবার মথায়ই একটা গোলাকার বস্তু আসবে। কিন্তু বস্তুত একটা ইলেকট্রনের জন্য ‘দর্শন’ নামক কোন টার্ম অনুপস্থিত। ব্যাপারটা এমন, একজন জন্মগত অন্ধ তার কাছে ‘দর্শন’ নামক কোন টার্ম নাই! বৈঞ্জানিক দৃষ্টিতে, বস্তুর পরমানুসমূহে ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অন্য শক্তিস্তরে গমনের ফলে শক্তির শোষন বা বিকিরন হয়, সেই শক্তি আমাদের চোখে এসে নিউরনে অনুরোরন সৃষ্টি করে ফলে আমরা দেখি। তাহলে ইলেকট্রনইবা কিভাবে দেখব??? :-<
(মনে হয় কিছুই বুঝাইতে পারলামনা!)
যাই হোক, আমার মতে বিজ্ঞানএর কাজ হল শুধু আমাদের চারপাশের প্রাকিতিক সম্পদকে বিভিন্ন উপায়ে ব্যবহার করা! আর কিছু না!
তবে হ্যাঁ, আমি বিজ্ঞান খুবই পছন্দ করি! কারন ইহা অতীব সুন্দর...
All are my words! If case of any mistake, plz inform...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


