২৮ অগাস্ট সকালে ৫ সেন্ট এর কয়েন ভর্তি ৩০টির ও বেশি ট্রাক ক্যালিফোর্নিয়ার অ্যাপেল হেডকোয়ার্টার এ পৌঁছায় । প্রথমে সিকিউরিটির লোকজন তা আটকে দিলেও স্যামসাং এর সিইও অ্যাপল এর সিইও কে ফোন করেন , এবং ব্যাপারটা খুলে বলেন । তিনি বলেন তার কোম্পানি অ্যাপেল কে যে এক বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে , এটা সেই ক্ষতিপূরণের ই অংশ ।
সবচেয়ে মজার ব্যাপার হল , এটা সাইন্ড না বলে অ্যাপেল এর কর্মকর্তাদের প্রতিটা কয়েন গুনে গুনে হিসেব করতে হবে । সেই সাথে এই আশা ও রাখতে হবে যে ব্যাংক এই সব কয়েন গ্রহণ করবে ।
স্যামসাং এর চেয়ারম্যান লি কুন হি জানান , তার কোম্পানির বিরুদ্ধে যে খেলা হল , এটা তার ই জবাব ।
''' তারা এই কয়েন গুণে অবসর কাটাতে পারে , কয়েক গলিয়ে তারা তাদের মেশিনে ব্যাবহার করতে পারে , এটা মোটেও আমার সমস্যা না । আমার কাজ ছিল ক্ষতি পূরণ দেওয়া , আমি দিয়েছি । ''
প্রায় ২০ বিলিয়ন কয়েন এই সপ্তাহের মধ্যেই ডেলিভারি করা হবে ।
আইফোন ও আইপ্যাডের মডেল নকল করার দায়ে ১০৫ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে হচ্ছে দক্ষিণ কোরিয়ার মাল্টিন্যাশনাল কোম্পানি স্যামসাং গ্রুপকে। শুক্রবার যুক্তরাষ্ট্রের একটি আদালত এ আদেশ দিয়েছে। স্যামসাংয়ের বিরুদ্ধে আইনি লড়াইয়ে এটা অ্যাপলের বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে।
এ সময় আদালত জানায়, মাল্টিন্যাশনাল কোম্পানি স্যামসাং অ্যাপেলের সফটওয়্যার ও নকশা অনুকরণ করে মেধাস্বত্ব আইন লংঘন করেছে যা আইনত অপরাধ। গ্যালাক্সি এস ফোর জিসহ স্যামসাংয়ের কয়েকটি হ্যান্ডসেট অ্যাপেলের আইফোনের আদলে তৈরি হয়েছে এবং এর পরিচালন পদ্ধতিও আইফোনের মতোই।
আদালতের বিবেচনায় জনপ্রিয় আইফোন ও আইপ্যাডের বেশ কিছু বৈশিষ্ট্য নকল করেছে স্যামসাং। যে সফটওয়্যারের পেটেন্ট অ্যাপলের নেয়া। আর এক্ষেত্রে স্যামসাংয়ের যুক্তি আদালত গ্রহণ করেনি।
অ্যাপল ক্ষতিপূরণ হিসেবে ২৫০ কোটি ডলার দাবি করলেও তাদের সব যুক্তি আদালত গ্রহণ করেনি। ফলে আদেশ হয়েছে ১০৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেয়ার।
[ অনুবাদ - সৌরভ ]
আমি এই নিউজ পড়ে হাসতেই আছি । চেয়ারম্যান মারাত্মক শোধ নিয়েছে , কি বলেন ?
এ রকম একটা আইডিয়া কিভাবে এলো তার মাথায় সেটাই বুঝতে পারছি না ।
বেশ কয়েকটি বিদেশী জার্নাল এবং ম্যাগাজিনে শেয়ার হওয়া এই নিউজটিকে [http://en.paperblog.com/samsung-pays-apple-1-billion-sending-30-trucks-full-of-5-cents-coins-294795/ ] অনেকে কোম্পানির বিরুদ্ধে অপপ্রচার বলছেন । একটি যুক্তি অবশ্য আছে । এতো কয়েন স্যামসাং পেলো কোথায় ?
ব্যাঙ্ক থেকে ? নাকি বাজার থেকে তুলেছে ?
এই দুইটি প্রশ্ন নিয়ে মাথা না ঘামালে অবশ্য একটি দারুণ বিনুদুন মূলক সংবাদ ই বটে ।
যাই হোক , স্যামসাং এর পণ্য আমার বেশ ভালো লাগে । আমার মোবাইল , পিসি , ল্যাপি সব ই স্যামসাং এর । হে হে হে ।
আমার একটি রম্য - ।। '' গর্ভ নিরোধক খাপ '' এবং চিত্তবিনোদনে ইহার বহুরূপী ভূমিকা ।।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



