এবার ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে প্রকাশিত বিশেষ কোনো ক্রোড়পত্র পড়িনি কিংবা টিভিতে প্রচারিত বিশেষ কোনো অনুষ্ঠান দেখিনি আমি। দেখতে ইচ্ছেও হয়নি। কারণ, আমি টায়ার্ড। প্রতি বছরই একুশে ফেব্রুয়ারি, ২৬শে মার্চ, ১৬ই ডিসেম্বর ইত্যাদি দিবসগুলো আসে। প্রতি বছরই ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় এসব দিবস। গত বছর পর্যন্ত আমিও বেশ উৎসুক ছিলাম এসব দিবস নিয়ে। কিন্তু এবার আর নয়।
এ কথা অস্বীকার করবো না যে বাংলাদেশের ইতিহাসে অতীব গুরুত্বপূর্ণ একটি দিন এই ২১শে ফেব্রুয়ারি। অনেক তাৎপর্য রয়েছে এই দিবসটির। কিন্তু দেখা যায় যে, একুশে ফেব্রুয়ারি আসলেই সবাই বাংলা নিয়ে মাতামাতি করে। তারপর সব শেষ। যেন বাংলা একটি অস্থায়ী ভাষা।
সত্যি কথা বলতে গেলে, উপরের বোল্ড করা কথাটুকুও এখন একটি বুলি হয়ে গেছে। গত কয়েকবছর ধরেই দেখছি সবাই এই সত্য কথাটা বলে আসছে। টক শো-তে, বিভিন্ন আলোচনা সভায়, পত্রিকার কলামে সবাই বলে আসছেন এই কথা। কিন্তু দেখা যাচ্ছে যে, এটাই এক প্রকার ফ্যাশন। প্রতিবারই একুশ আসে, প্রতিবারই আমরা বলি যে একুশে ফেব্রুয়ারি এলেই বাংলা নিয়ে মাতামাতি না করে সারাবছরই বাংলাকে শ্রদ্ধা করা উচিৎ, আবার সেই আমরাই নিজেদের কথা ভুলে যাই।
মনে পড়ে আবার পরবর্তী বছরের একুশে ফেব্রুয়ারিতে।
এরকম করে আর কতদিন?
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১১ রাত ১১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




