
কিছুদিন আগে ডেইলি স্টারের স্টার ক্যাম্পাস বিভাগের সঠিক ইমেইল ঠিকানা নিয়ে একটি পোস্ট দিয়েছিলাম। অনেকেই কেন যেন ব্যাপারটা ভালো চোখে দেখেননি। কেউ কেউ বলেছেন ফোন করলেই তো হয়। আমি কোথাও সহজে ফোন করি না। তাই ইমেইল ঠিকানা খুঁজছিলাম। যাই হোক, পরে একরামুল হক শামীম ভাই ঠিকানা দিলেন। তাকে ধন্যবাদ।
সংবাদপত্রে লেখা ছাপানো আমার জন্য নতুন কোনো ঘটনা নয়। বহুদিন সংবাদপত্রে কাজ করেছি। তবে সবসময়ই ইংরেজির প্রতি দুর্বলতা ছিল এবং এখনো ইচ্ছে আছে ভবিষ্যতে ইংরেজিতে জার্নালিজমে যুক্ত হওয়ার। সে জন্য যথারীতি ইংরেজি চর্চাও করি নিয়মিত, যদিও কোনো গাইড নেই। তো হঠাৎই মনে হলো, কন্ট্রিবিউটর হিসেবে না হোক, পাঠক হিসেবেই লেখা পাঠানো শুরু করি না। আমার পাঠানো লেখা আর ছাপা হলে সেটা, এই দুই কপি মিলিয়েই লেখার কিছুটা হলেও উন্নতি সম্ভব।
যেই কথা সেই কাজ। প্রথমবারের মতো ডেইলি স্টারের স্টার ক্যাম্পাসে একটা ছোট্ট লেখা পাঠালাম। সেটা প্রকাশ হলো আজকের পত্রিকায়।
লেখা কেমন হলো জানাতে ভুলবেন না। আর কীভাবে এই পথে এগোনো যায়, কীভাবে আরো ভালো করা যায়, সেই প্রসঙ্গে পরামর্শ কাম্য রইলো।
আরেকটা ব্যাপার, কোনো একটা কারণে আমি মাত্র একটা পেপার পেয়েছি।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১১ রাত ১১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





