রিভলভারটা ধরা মাথার বাম পাশে। যদিও জানা আছে বাম হাতে জোর স্বাভাবিকভাবে কম তবুও। দৃষ্টি চলে গেছে সোজা রাস্তার ওপাশের বাড়িটার দিকে। রাস্তা পাড় হয়ে গলি দিয়ে ঢুকে ৮ টা বাসার পরের বাসাটায়। সামনে বিল্ডিং নিচু হওয়ায় ভালোভাবেই দেখা যাচ্ছে। তবে আসল বাড়ী সেটা নয়। তার পিছনের বাড়িটা। ৬ তলা বাড়ির জন্য পিছনের ৫ তলা বাসাটা দেখা যায় না। তবুও সেখানে আছে গুরুত্বপূর্ণ কেউ। এটা ভেবেও হয়তো শান্তি পাচ্ছি। ভালোবাসা খুবই অদ্ভুত । আজব সব কিছুতে বিশ্বাস করায় আমাদের। এটাও তেমন কিছু। হাতে ধরা পিস্তলটা খুব বড় নয়। ছোট বেলার পছন্দের খেলানা ছিলো পিস্তল। অন্যকে গুলি করতে বেশ ভালোই লাগার কথা। কিন্তু কখনো ভাবি নি নিজেকে এক সময় শেষ করতে হবে এটা দিয়ে।
ট্রিগারটা মনে হচ্ছে খুবই শক্ত। সেফটি লক খুলে ফেলার পরেও মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কাউকে লাগবে এটা চালাতে। নিজেকে খুবই দুর্বল মনে হচ্ছে। হ্যাঁ, আমি আসলেই খুব দুর্বল। নিজের ভালোবাসার কাছে, ঘুমের কাছে, কারো অল্প সময়ে তৈরি হওয়া হাজার হাজার স্মৃতির কাছে। তবুও আজ আমাকে মুক্তি পেতেই হবে এখান থেকে । উপায় একটাই। কিল মাইসেলফ। চোখটা বন্ধ করলাম। এই যায়গায় দাঁড়িয়ে যখনই চোখ বন্ধ করেছি ভেসে এসেছে তার স্মৃতি। কিন্তু আজ কি হলো আমার চোখে ভাসছে অন্য মানুষের স্মৃতি। আমার জীবনের সেরা সময়গুলো। নিজের সাফল্যগুলো কখনো এভাবে দেখি নি। সবসময়ই লাইফটা খালি লেগেছে। সে যতদিন ছিলো সেসময় ছাড়া। আচ্ছা আমি আজ শেষ হয়ে গেলে এসব নিয়ে নিশ্চয়ই অনেক আলোচনা হবে। সবাই ভেবে নেবে প্রেম ঘটিত ব্যাপার। আসলেই কি প্রেম ছিলো??? নাহ আমরা তো ঠিক করেছিলাম এটার কোনো নাম হবে না। বেশী কথা বলে ফেলছি। একটা কাজ করতে গিয়ে চিন্তার সাগরে হাড়িয়ে যাওয়া একটা বদভ্যাস আমার।
ট্রিগারটা চাপতেই হবে আমাকে। কোনো ভাবেই হেরে যাওয়া চলেনা। আরও শক্ত করে চেপে ধরলাম। আচ্ছা নিজের শেষ কোনো ইচ্ছা রাখলাম না কেনো? রাখলে কি ভালো হতো?? এটা নিয়ে ভাবা দরকার ছিলো। এখন আর সময় নেই। ফেসবুকে কি লিখে যাওয়া দরকার। আমার লিস্টে এমন কে আছে যে বুঝবে। কাউকে তো কারণ বলে যাওয়া যাবে না। প্রথমেই ওয়াদা করেছি এটা গোপন ।আমি ওয়াদা ভাঙ্গি না।
এবার চাপ দিতেই হবে। আর অপেক্ষা নয়। যেভাবে মশা কামড়াচ্ছে তাতেই নিজে না মরলে জ্বালায় মৃত্যু নিশ্চিত। নাহ মশার হাতে মরা যাবে না। লজ্জার হবে খুব। মশার কামড়ে মৃত্যু খুবই হাস্যকর।
খুব জোরে একটা শব্দ হলো। রাতের নীরবতা ভেঙ্গে চৌচির হয়ে গেলো। হাত থেকে পড়ে গেলো পিস্তলটা।
পরের পার্ট

সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৮ রাত ১০:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





