
আমি, আপনি মোটামুটি আমরা সবাই দেশপ্রেমিক। সহজাতভাবেই দেশকে ভালোবাসি। কিন্তু ইদানীং ফেইসবুকে, ব্লগে কিছু "কড়া" দেশপ্রেমিকের সন্ধান পাওয়া যায়। যাদেরকে আমাদের "চিন্তাশীল", "যুক্তিবাদী" তরুন প্রজন্ম দেশপ্রেমের আইকন মনে করে। আপনার কি ইচ্ছে হয় না এমন খাঁটি দেশপ্রেমিক হিসেবে আখ্যা পাইতে? তরুন প্রজন্মের আইকন হইতে? যদি ইচ্ছা করে তাহলে এই পোস্ট আপনার জন্য।
আপনার যেসব যোগ্যতা থাকা লাগবেঃ
★ আপনাকে গালাগালিতে দক্ষ হইতে হবে।
★ ট্রল করার দক্ষতা থাকলে আরো ভাল। না থাকলেও সমস্যা নাই গালাগালির ডোজ বাড়ায়া দিলেই হপে।
আপনাকে যা করতে হবেঃ
১। এই যে এখন অতি সহজেই আপনি তরুনদের কাছে মহান দেশপ্রেমিক হিসেবে আখ্যা পেয়ে যাবেন এই ফিল্ড কিন্তু একদিনে তৈরী হয়নি। এটি অনেক সাহিত্যিক, অনেক ইন্টারনেট সেলিব্রেটির বহু পরিশ্রমের ফসল। বিশেষ করে জনাব হুমায়ুন আজাদ সাহেবের অবদানতো কোনোভাবেই অস্বীকার করা যায় না। তাই অতি অবশ্যই তার কিছু উক্তি আপনার প্রোফাইলে ঝুলিয়ে রাখবেন যেমনঃ " আমি শূকরের সাথে সহবাসের ফতোয়া অস্বীকার করি " বা " পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও "।
২। যেহেতু বর্তমানে আমাদের দেশপ্রেমের একমাত্র বাহন হচ্ছে ক্রিকেট তাই প্রথমত ক্রিকেট সম্পর্কে খোঁজ খবর রাখবেন।
২ (ক)। পাকিস্তানের সমর্থকরা রাখুক আর না রাখুক আপনি পাকিস্তানের খেলার খবর অবশ্যই রাখবেন। পুরো ম্যাচ গভীরভাবে পর্যবেক্ষন করবেন। লক্ষ্য করবেন পাকিস্তানরে পঁচানো যায় এমন কি ঘটছে? যেমন আফ্রিদির শূন্য রানে আউট হওয়া, বা ওয়াহাব রিয়াজ কারো সাথে তর্কে জড়িয়ে যাওয়া এইসব। তারপর এ নিয়ে কইষা গালি দিয়া বা ট্রল কইরা পোস্ট দিবেন। তবে খুব খেয়াল রাখবেন পাকিস্তানকে বা এর কোন প্লেয়ারকে বিকৃত নাম ছাড়া আসল নামে ডাকবেন না যেমনঃ পাকিস্তানকে ডাকবেন ফাকিস্তান, পাকিস্তানিদের পাইক্কা, আফ্রিদিকে ডাক্রিদি ইত্যাদি।
২ (খ)। এবং প্রতিটি পাকিস্তানের ম্যাচ শেষে বাংলাদেশি পাকিস্তান সমর্থকদের গালি দিবেন। আপনার সামনে এমন ঘটনা ঘটুক চাই না ঘটুক। বিশেষভাবে খেয়াল রাখবেন এই গালি কিন্তু ভীষণ কড়া হইতে হবে। নিচের কিছু নমুনা দেখুনঃ
"আইজকা পাকী বীর্যে জন্মানো এক জার*রে দেখলাম পাইক্কারা চার মারলে লাফাইতাছে।;; মনডা কইছে হ্লারে লাথাইয়া বিচি গালায়া দেই। খালি....."
আর মেয়েদের টেনে না আনলে গালাগালিটা ঠিক কড়া হয়না। তাই তাদেরও গালি দেবেন যেমনঃ "কিছু বাংলাদেশি বে*, মা* দের দেখি আফ্রিদি আফ্রিদি কইরা লাফায়। মনচায় তাগরে....... "
২ (গ) পাকিস্তানি প্লেয়ারদের কেউ প্রশংসা করলে তারেও গাইলাইবেন; সে যেই করুক না কেনো। মুশফিক, মুস্তাফিজ এরা করলে একটু নরম সুরে বলবেন। তবুও বলবেন।
২ (ঘ)। বাংলাদেশ ক্রিকেটের খোঁজ খবর রাখবেন। কিছুদিন পরপর মাশরাফিরে নিয়া ইমোশনাল পোস্ট দিবেন। আবেগে কাইন্দা ফালাইবেন। এবং প্লেয়ারদের বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা আখ্যা দিবেন।
যেমনঃ "মাশরাফি বাংলাদেশের আট নাম্বার বীরশ্রেষ্ঠ। তার হাতের বল যেন মুক্তিযোদ্ধার হাতের গ্রেনেড।......... "
একটা মানুষ লাখ লাখ টাকার বেতন খায়া বল খেইলা কেমনে বীরশ্রেষ্ঠ হয়! বা এ তুলনা করায় বীরশ্রেষ্ঠদের অসন্মান হয় কিনা! আপনার এসব ভাবার কোন দরকারই নাই।
৩। পাকিস্তান নিয়ে গবেষণা চালিয়ে যাবেন। ওদের সম্পর্কিত বিভিন্ন ওয়েবসাইট ঘুরবেন। দেখবেন কোথায় পাকিস্তান নিয়ে নেগেটিভ নিউজ আছে, বা ট্রল আছে। ২(ক) এর মতো সেটা শেয়ার করবেন।
৪। আপনি মীর্জা গালিব থেকে শুরু করে আতিফ আসলাম যারই ফ্যান হোন না কেন! কিচ্ছু করার নাই। মাঝে মধ্যেই পাকিস্তান, উর্দুর সাথে সম্পর্কিত যারা আছে সবাইরে এবং এদের ভক্তদের গালিগালাজ করে পোস্ট দিতে হবে। তাদের অপরাধ বা দোষ কি এমন প্রশ্ন ভুলেও মনের মধ্যে ঠাঁই দেবেন না।
৫। বঙ্গবন্ধু, এবং বর্তমান সরকারের প্রশংসা করবেন সবসময়েই। কিন্তু বঙ্গবন্ধু যে ওআইসির সম্মেলনে পাকিস্তান গিয়েছিল বা এ সরকার যে মুক্তিযুদ্ধের সময়কার বন্ধু হিসেবে পাকিস্তানি অনেককেও সন্মাননা দিয়েছে সেটা মাথার ধারেকাছেও রাখবেন না।
৬। জামাত-শিবিরকে নিয়ম করে গালিগালাজ করবেন, ট্রল করবেন, দেশদ্রোহী আখ্যা দিবেন। শুধু ওদের যুদ্ধাপরাধী নেতাদেরই নয় বরং আন্ডা বাচ্চা সবাইকেই। অনেকে বলতে চাইবে "ওদের যুদ্ধাপরাধী নেতাদের তো ফাঁসি হয়ে গেছে। আর বাকীরাতো এদের দোষী হিসেবে বিশ্বাস করতোনা বলেই আন্দোলন করছে। এখন বাকীদের দেশদ্রোহী বলার লজিক কি?"
ভুলেও এইসব ছাগুদের কথায় কান দেবেন না। মনে রাখবেন ল্যাঞ্জা ইজ ডিফিকাল্ট টু হাইড।
৭। এতক্ষনে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার দেশপ্রেম মানে কি হবে?
ঠিক ধরেছেন, বাংলাদেশিদের দেশপ্রেম মানে হলোঃ "পাকিস্তানকে ঘৃনা করা"। উনিশশো একাত্তরের নয় মাস যুদ্ধ, লাখ লাখ প্রান দিয়ে আমরা একমাত্র এই শিক্ষাই পাইছি। এ কথা বুকে ধারন করে আপনি দুনিয়ার সব আকাম কুকাম করলেও আপনি একজন খাঁটি দেশপ্রেমিক। আমাদের কথা চিন্তা করেই শরৎচন্দ্র "বলেছিলেন":
"চরিত্রেই বল, ধর্মেই বল, সমাজেই বল, আর বিদ্যাতেই বল, শিক্ষা একেবারেই পুরা হইয়া আছে; এখন শুধু পাকিস্তানকে কষিয়া গালিগালাজ করিতে পারিলেই দেশটা উদ্ধার হইয়া যায়।"
৮। তবে একটু ঝামেলা আছে আপনার লিস্টে বিএনপি মনা কেউ থাকলে তাদের ম্যানেজ করার জন্য আপনাকে মাঝেমধ্যে ভারতকেও গালি দিতে হবে।
যাহোক আমি গ্যারান্টি দিতেছি এই প্রক্রিয়া অনুসরণ করলে আপনি অচিরেই একজন দেশপ্রেমিক সেলিব্রেটি হতে যাচ্ছেন। কথা দিলাম বিফল হলে পয়সা ফেরত দিমু
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



