
উপরের ছবিতে দেখুন ২৬৭ জন আছে। আপনি যখন লগইন হবেন তখন অনলাইনে যে কয়জন থাকবে তাদের সবার ব্লগে এক চক্কর দিয়ে আসুন। (কিপ্টা আছে অনেকেই, দেখে যাবে কিন্তু কমেন্ট করবে না
এবার চলুন দেখা যাক অন্যের পোস্টে মন্তব্য দিবেন কি করে?!
এই কথাটা আশ্চর্যজনক হলেও সত্যি

দেখুন প্রথম পাতার উপরে গ্রুপ ব্লগ লেখা আছে লাল মার্ক করা।ওটা ওপেন করুন।
এতে নিজের পছন্দের গ্রুপ সার্চ দিয়ে বের করতে পারেন। অথবা "সকল গ্রুপ"-এ ক্লিক করে আপনার পছন্দের গ্রুপে জয়েন করতে পারেন। এর পর ওই গ্রুপের মেম্বার না হলেও আপনি যে কোন গ্রুপে (যেগুলোতে সবার জন্য মন্তব্য উন্মুক্ত) মন্তব্য দিতে পারবেন। আর মেম্বার হলে একই সময়ে ব্লগে আর গ্রুপে পোস্ট দিতে পারবেন।

দেখুন ওয়াচে থেকেও আপনি অন্যের পোস্টে মন্তব্য দিতে পারবেন। এবং গ্রুপে সেই সুযোগটা আপনার জন্য উন্মুক্ত। তাহলে শুরু হোক আপনার আনন্দময় ব্লগিং।
======================
কোন ভুল ভ্রান্তি দেখলে সিনিয়ররা ক্ষমা সুন্দর ভাবে ধরিয়ে দিবেন।। আরো কোন পদ্ধতি থাকলে শেয়ার করবেন আশা করি।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১২ রাত ২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





