আমারাহ বিন যাদান বর্ণনা করেন---
কাহমাস বিন আল-হাসান আমাকে বলেছিলেন, “আমি একটি পাপ করেছিলাম যার অনুশোচনায় আমি চল্লিশটি বছর ধরে কাঁদছি।”
আমি তাকে জিজ্ঞাসা করলাম, ” সেটি কী ছিলো ?”
তিনি বলেন, “আমার এক বন্ধু একবার আমার বাড়িতে অতিথি হয়ে এসেছিলো, তাই (তাকে খাওয়ানোর জন্য) আমি একটি মাছ নিয়ে আসলাম। তার খাওয়া-দাওয়া শেষ হলে আমি দাঁড়িয়ে গিয়ে আমার প্রতিবেশির বাড়ির দেয়ালের এক টুকরো মাটি তুলে নিয়েছিলাম যেন আমার অতিথি তার হাত মুছে নিতে পারে। এই সেই পাপ (প্রতিবেশির অনুমুতি ছাড়াই দেয়ালের এক টুকরো মাটি তুলে নেয়া) যার কারণে আমি চল্লিশটি বছর ধরে কাঁদছি।”
[হিলইয়াহ-উল-আউলিয়া, ৬/২১১]
সুবহানাল্লাহ্ ... আর আজকের দিনে আমরা পাপ সম্পর্কে কতইনা অসচেতন!!! আস্তাগফিরুল্লাহ ।।

সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




