‘পরকালের পথে যাত্রা’ এবং “জান্নাত ও জাহান্নাম” এই অপূর্ব দুটি বই পড়ছি। সেই সাথে অধীর আগ্রহে অপেক্ষা করছি - “প্রাচীর”, “পথিকৃৎদের পদচিহ্ন:নবীদের জীবন”, “তত্ত্ব ছেড়ে জীবনে”, “বিয়ে : স্বপ্ন থেকে অষ্টপ্রহর”, “নট ফর সেল” বই গুলো পড়ার জন্য। কিন্তু বাধ সেধেছে হরতাল আর অবরোধ। দুই সপ্তাহ পেড়িয়ে গেলো এখনো হাতে পেলাম না। এত দেরি আর সহ্য হয়না।

‘পরকালের পথে যাত্রা’

“জান্নাত ও জাহান্নাম”

“প্রাচীর”

“নট ফর সেল”

“তত্ত্ব ছেড়ে জীবনে”

“বিয়ে : স্বপ্ন থেকে অষ্টপ্রহর”

“পথিকৃৎদের পদচিহ্ন:নবীদের জীবন”
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




