আমি নাকি সন্ত্রাসের বাপ, তোদের মুখে ঝাঁটা,
আমার চলার পথে কেন বিছিয়ে রাখিস কাঁটা?
চাঁদাবাজি আর টেন্ডারবাজি, এটাই আমার পেশা।
রাজনীতিতে নাম তুলেছি, নেতা হওয়াই নেশা।
রাজনীতিতে নামলে নাকি 'সাত খুন' হয় মাপ,
বাংলাদেশে 'নেতা-ই নীতি', জনগণের বাপ ।
হরিলুটের দেশ যে এটা, লুটপাট করে খাই,
কমিশন-তেল ঢেলে দিলে, আর কোন দোষ নাই।
অস্ত্রের বলে গায়ে খাটি, বিপুল টাকা কামাই,
টাকায় বসে খাইদাই আর টাকার উপর ঘুমাই।
টাকা দিয়েই পালতে যে হয় কর্পোরেটের দাস,
তাদের নিয়েই সুখের রাজ্যে করি আমি বাস।
ভোটের প্যাঁচে জয়ী হয়ে বসি পার্লামেন্টে,
অঙ্ক কষি কোন কাজের দর, কত পার্সেন্টে।
দেশটা কারও বাবার তালুক, আর নয় কারো স্বামীর,
এই তালুকে আমরাই সব, রাজা-মন্ত্রী-আমীর।
বোকার বোকা জনতারা বড্ড সরল সোজা,
তাদের উপর চাপিয়ে দেই যে দ্রব্যমূল্যের বোঝা।
দ্রব্যমূল্যের ভারে তারা কুঁজো হয়ে রয়,
শাসন-শোষণ, হুকুমজারি, তাদেরই তো সয়।
দৃষ্টি মোরা পিছে রেখে আস্তে ধীরে চলি...
সামনে এগিয়ে যাবার কথা কেমন করে বলি?
দেশ এগিয়ে যাবে যদি, সেটাই মোদের ভয়,
আমজনতা নেতিয়ে পড়ুক, নেতারই হোক জয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




