দেশে একটা হৈ হৈ রৈ রৈ কাণ্ড!
উড়ছে টাকা-ধরতে আন হাঁড়ি-সরা-ভাণ্ড!!
কোথায় টাকা উড়ছে?
উড়ছে টাকা শেয়ারবাজার, উড়ছে টাকা নাইট বারে,
রঙিন নেশায় উড়ছে টাকা, ক্যাসিনো আর ফাইভস্টারে।
উড়ছে টাকা কোটি কোটি, কালোবাজারের গলিতে,
উড়ে উড়ে জমছে টাকা মিটার রিডারের থলিতে।
উড়ছে টাকা টেন্ডারে আর উড়ছে টাকা হাউজিংয়ে,
শ্রমের ঘামে উড়ছে টাকা গার্মেন্ট শিল্পের বায়িংয়ে।
টাকা উড়ে, রঙিন ঘোরে, মাদক নেশায় আখড়াতে,
হুন্ডির টাকা উড়ছে শুনে পুলিশ যায় পাকড়াতে।
টাকা উড়ে কামলার টেবিল, সচিব-মন্ত্রীর ফাইলনোটে,
চাঁদাবাজির টাকাও উড়ে, নেতার ভাগে যা জোটে।
সিণ্ডিকেটের টাকা উড়ে, ঋণের টাকাও উড়ে তাই,
দানের টাকাও উড়ে চলে এনজিওর কাধে চড়ে ভাই।
কখনো বা ওড়া টাকার ভাগ নেয় সুদি মহাজন,
লাগবে টাকা? আমরা আছি-এগিয়ে আসে এনজিওগণ।
ঋণের টাকা, ত্রাণের টাকা, উড়ে আসে পকেটে,
বাবার পকেট উড়িয়ে দেয় সে, ঘর পালানো বখাটে।
কর্পোরেটের টাকা উড়ে, উড়ে টাকা মাদকে,
দুর্নীতির কালো টাকা উড়ছে নাকি দুদকে।
রাজাকারের টাকা উড়ে, উড়ে টাকা মুক্তিরও
টাকা উড়ে হাতবদল হয় দেশ বিরোধী চুক্তিরও।
জঙ্গিবাদের টাকা উড়ে ধর্ম ব্যবসার জেহাদে।
ছিনতাইকারির লোপাট টাকা পুলিশেরে কে সাধে?
টাকা উড়ে ঘরে ঘরে ভোটের হাওয়া যখন বয়,
ভোটের পরে উড়ে উড়ে নেতার ঘরে জমা হয়।
এত টাকার ওড়াউড়ি, টাকার ভাণ্ড কোথায় পাই,
আমজনতা, সোজা কথা, টাকার ভাগে হিস্যা নাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



