আমি একটি ধ্বংসযজ্ঞের চেতনা লুকিয়ে রেখেছি,
সেই চেতনার আবীরে আমি বিপ্লব গায়ে মেখেছি।
বিপ্লব? হাহ্!…সে তো নয়া সাম্রাজ্যবাদের গান,
শক্তির মদমত্তে বিভোর পশ্চিম, ধরেছে ঐক্যতান।
'নিশ্চিহ্ন করো ওদের, করো শক্তিতে পদানত,
ততক্ষণ থাকবে লড়াই, যবে না হয় আনত।'
তিউনিস থেকে চাপানো খেলা বইছে লিবিয়া ব্যাপী,
ইরাক-আফগান নতজানু হয়ে, দিয়েছে সব-ই সপি’।
ক্ষমতার খেলায় পাতানো-সাজানো গণতন্ত্রের প্রহসন,
বুলেটের ক্রোধে থেমে যায় জীবন, কারো বা নির্বাসন।
লক্ষ প্রাণ তো তুচ্ছ তাদের স্বার্থান্বেষী চেতনায়,
মানবতা আজ মাথা ঠুকছে এশিয়া-আফ্রো-সাহারায়।
সাম্রাজ্যবাদের নিঠুর খেলায় বিশ্ব কাঁপে ত্রাসে,
মরে যাওয়া বিপ্লবীরা কি বারবার ফিরে আসে?
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১১ বিকাল ৫:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



