এই টপিকে লিখবো কখনো ভাবিনাই। বাধ্য হয়েই লিখতে হলো।
আস্তিক্যবাদ,নাস্তিক্যবাদ এই দুয়ের দোলাচলে দুলছে ব্লগ। আপনি যেই মতবাদ লালন করুন, সেটা একান্তই আপনার ব্যাক্তিগত বিশ্বাস। সেখানে হস্তক্ষেপ করার অধিকার কারো নেই। আপনার অনুভূতিতে আঘাত করার মতো দুঃসাহস কারো দেখানো উচিত নয়।
আমরা এম্নিতেই নানান সমস্যায় জর্জরিত। কিন্তু ব্লগে আসলে মনে হয়, না; আমাদের দেশে সমস্যা নাই। আমরা অনেক ভালো আছি। তাই ব্লগ লেখার সুযোগ পাওয়া হাতে চাঁদ পাওয়ার মতোই। তাই দিলাম কীবোর্ডের ঝড় বইয়ে। চিন্তাও করলাম না, আমার টাইপ করা কয়েকটা শব্দ হয়তো কারো কষ্টের কারন হয়ে দাঁড়াছ্ছে। দিন দিন আমরা উত্তরাধুনিক হতে হতে একেবারে চূড়োয় উঠতে চলেছি। ব্রাভো!!
আমি আস্তিক। বলে দিচ্ছি সোজা কথায়। তাই মনে করতে পারেন, আমি ক্ষোভ থেকে এ কথাগুলো লিখছি। হ্যাঁ, ক্ষোভ থেকেই লিখছি। প্রিয় ব্লগার বৃত্তবন্দীর সুরা লেখার কাজটায় দারুন কষ্ট পেয়েছি। আমার জানা নেই, ধর্ম নিয়ে এ ধরনের নোংরামি পৃথিবীর আর কোথাও হয়েছে কিনা!!!
মতবাদ নিয়ে তর্ক হতে পারে, আলোচনা হতে পারে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, সবকিছুরই একটা সীমা আছে। সব ধর্মেরই ধর্মগ্রন্থ আছে। এবং সেই ধর্মগ্রন্থগুলো একদিনে তৈরী হয়নি। মানবজাতির কল্যানার্থে প্রনীত এইসব ধর্মগ্রন্থকে উপহাস করার ধৃষ্টতা দেখানো কোনোমতেই উচিত নয়।
এতোদিন দেখেছি ধর্মের ফাঁকফোকড় নিয়ে লজ্যিকাল ওয়েতে আলোচনা হতো। সেই সাথে উগ্র নাস্তিকরাও যেভাবে পেরেছেন নিজের মতবাদকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে গেছেন। আস্তিকরাও কম যাননি। কিন্তু তাদের আলোচনাগুলো বেশিরভাগই ছিলো বিশ্বাসের উপর ভিত্তি করে, যার মূল্য এক কানাকড়িও নেই নাস্তিকদের কাছে। একমাত্র হ্যারি সেলডন ওরফে নরাধমের কমেন্ট এবং পোস্টই ছিলো তথ্য উপাত্ত ও রেফারেন্সে ভরপুর। এভাবেই চলেছে, কিন্তু সর্বশেষ যে কাজটা হলো, এটা মানতে কষ্ট হচ্ছে।
কি দরকার? থাকিনা নিজের বিশ্বাস নিয়ে। কেন হামলে পড়তে যাই আরেকজনের বিশ্বাসের উপর। সে তো তার বিশ্বাস নিয়ে ভালোই আছে। নাস্তিকরা যেমন ভালো আছে, নিজেদের মস্তিষ্ককে ব্যবহার করে। নিজের চিন্তাকে ব্যবহার করে জানতে শিখেছে, সৃষ্টিকর্তা বলে কেউ নেই। প্রকৃতিই সৃষ্টিকর্তা।
তেমন আস্তিকরাও ভালো আছে, তার বিশ্বাসকে সম্বল করে। যে সবকিছুর উর্ধ্বে একজন আছেন। হাজার বছর ধরে লালিত সেই রীতিপ্রথাগুলো নিয়ে সে তো ভালোই আছে তার মতো।
নাই বা আক্রমন করলাম, কেউ কারো চেতনাকে, মতবাদকে। খুব বেশি কি ক্ষতি হয়ে যাবে?
পরিশেষে মডারেশন নিয়ে বলতে চাই- দয়া করে নিজেদের কাজে স্বচ্ছতা আনার চেষ্টা করেন। আর কতোকাল এভাবে চলবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



