
সবুজ মাঠের অবুজ শিশু ফুল ফসলের সাথী
ধুলো-কাদায় জলে-ডাঙ্গায় বিষম মাতামাতি।
মুক্ত মাঠের লক্ষ্মী এরা স্বাধীন ছেলেমেয়ে
গর্ব করে ফুল-ফসলে তাদের কাছে পেয়ে।
ওদের কিছু কয় না কেহ ওরা মাঠের রাজা
মাঠের গরু ছাগল ভেড়া ওদের নীরব প্রজা।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




